ETV Bharat / sitara

সোনা মহাপাত্রকে খুনের হুমকি সলমানের অনুরাগীর - undefined

সলমান খানের ফ্য়ান ফলোয়িং নেহাত কম নয়। তাঁকে নিয়ে অনেকেই প্রজেসিভ। তাই গায়িকা সোনা মহাপাত্র সলমান বিরোধী টুইটের জেরে খুনের হুমকি পেল বলিউড ভাইজানের এক অনুরাগীর থেকে।

সোনা মহাপাত্র
author img

By

Published : May 30, 2019, 6:13 PM IST

মুম্বই : খুনের হুমকি পেয়েছেন। সম্প্রতি সলমানের এক ফ্যানের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন গায়িকা সোনা মহাপাত্র। সলমানের মন্তব্যের সমালোচনা করায় সোনা এই হুমকি পেয়েছেন। পরে অবশ্য ওই ব্যক্তি ক্ষমাও চেয়ে নেন।

ঘটনার সূত্রপাত 'ভারত' থেকে প্রিয়াঙ্কা চোপড়ার বেরিয়ে যাওয়া প্রসঙ্গে সলমানের মন্তব্যকে ঘিরে। সলমানের মন্তব্যের কড়া সমালোচনা করেন সোনা। এর জেরেই সলমানের এক অনুরাগী সোনাকে খুনের হুমকি দিয়ে বসেন। হুমকিতে লেখেন, "সলমান খানের বিরুদ্ধে একটা খারাপ কথা মুখ থেকে বের করলে আমি তোমার বাড়ি দিয়ে খুন করে আসব।"

  • From ‘Slut I’ll kill you’ to ‘Sona Mam’.
    A journey of toxic intimidation to ‘being intimidated’ within 24 hours?
    I’m guessing he figured that #India would find & thrash him soon enough.
    Dear followers of bhai the bully, please read the writing in the wall. Your time is UP. 🔴 pic.twitter.com/TxcLlm25lM

    — SONA (@sonamohapatra) May 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনার পর অবশ্য ওই ব্যক্তি ক্ষমা চেয়ে নেন। তবে সোনা পুলিশে যাওয়াতেই অভিযোগকারী ব্যক্তি ক্ষমা চেয়েছেন বলে জানান সোনা। তিনি লেখেন, "খুন করব থেকে সরাসরি সোনা ম্যাম হয়ে গেলাম। পুলিশের ভয়ে ক্ষমা চেয়েছে।"

এই ঘটনায় অবশ্য সলমান কোনও প্রতিক্রিয়া দেননি। তবে মুম্বই পুলিশের তৎপরতায় খুশি সোনা।

মুম্বই : খুনের হুমকি পেয়েছেন। সম্প্রতি সলমানের এক ফ্যানের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন গায়িকা সোনা মহাপাত্র। সলমানের মন্তব্যের সমালোচনা করায় সোনা এই হুমকি পেয়েছেন। পরে অবশ্য ওই ব্যক্তি ক্ষমাও চেয়ে নেন।

ঘটনার সূত্রপাত 'ভারত' থেকে প্রিয়াঙ্কা চোপড়ার বেরিয়ে যাওয়া প্রসঙ্গে সলমানের মন্তব্যকে ঘিরে। সলমানের মন্তব্যের কড়া সমালোচনা করেন সোনা। এর জেরেই সলমানের এক অনুরাগী সোনাকে খুনের হুমকি দিয়ে বসেন। হুমকিতে লেখেন, "সলমান খানের বিরুদ্ধে একটা খারাপ কথা মুখ থেকে বের করলে আমি তোমার বাড়ি দিয়ে খুন করে আসব।"

  • From ‘Slut I’ll kill you’ to ‘Sona Mam’.
    A journey of toxic intimidation to ‘being intimidated’ within 24 hours?
    I’m guessing he figured that #India would find & thrash him soon enough.
    Dear followers of bhai the bully, please read the writing in the wall. Your time is UP. 🔴 pic.twitter.com/TxcLlm25lM

    — SONA (@sonamohapatra) May 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনার পর অবশ্য ওই ব্যক্তি ক্ষমা চেয়ে নেন। তবে সোনা পুলিশে যাওয়াতেই অভিযোগকারী ব্যক্তি ক্ষমা চেয়েছেন বলে জানান সোনা। তিনি লেখেন, "খুন করব থেকে সরাসরি সোনা ম্যাম হয়ে গেলাম। পুলিশের ভয়ে ক্ষমা চেয়েছে।"

এই ঘটনায় অবশ্য সলমান কোনও প্রতিক্রিয়া দেননি। তবে মুম্বই পুলিশের তৎপরতায় খুশি সোনা।

Intro:Body:

সোনা মহাপাত্রকে খুনের হুমকি সলমানের অনুরাগীর



সলমান খানের ফ্য়ান ফলোয়িং নেহাত কম নয়। তাঁকে নিয়ে অনেকেই প্রজেসিভ। তাই গায়িকা সোনা মহাপাত্র সলমান বিরোধী টুইটের জেরে খুনের হুমকি পেল বলিউড ভাইজানের এক অনুরাগীর থেকে।



মুম্বই : খুনের হুমকি পেয়েছেন। সম্প্রতি সলমানের এক ফ্যানের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন গায়িকা সোনা মহাপাত্র। সলমানের মন্তব্যের সমালোচনা করায় সোনা এই হুমকি পেয়েছেন। পরে অবশ্য ওই ব্যক্তি ক্ষমাও চেয়ে নেন।



ঘটনার সূত্রপাত 'ভারত' থেকে প্রিয়াঙ্কা চোপড়ার বেরিয়ে যাওয়া প্রসঙ্গে সলমানের মন্তব্যকে ঘিরে। সলমানের মন্তব্যের কড়া সমালোচনা করেন সোনা। এর জেরেই সলমানের এক অনুরাগী সোনাকে খুনের হুমকি দিয়ে বসেন। হুমকিতে লেখেন, "সলমান খানের বিরুদ্ধে একটা খারাপ কথা মুখ থেকে বের করলে আমি তোমার বাড়ি দিয়ে খুন করে আসব।"



এই ঘটনার পর অবশ্য ওই ব্যক্তি ক্ষমা চেয়ে নেন। তবে সোনা পুলিশে যাওয়াতেই অভিযোগকারী ব্যক্তি ক্ষমা চেয়েছেন বলে জানান সোনা। তিনি লেখেন, "খুন করব থেকে সরাসরি সোনা ম্যাম হয়ে গেলাম। পুলিশের ভয়ে ক্ষমা চেয়েছে।"



এই ঘটনায় অবশ্য সলমান কোনও প্রতিক্রিয়া দেননি। তবে মুম্বই পুলিশের তৎপরতায় খুশি সোনা।






Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.