ETV Bharat / sitara

পরিণীতিকে আলুর পরোটা খাওয়ালেন সাইনা - Saina Nehwal

হায়দরাবাদে সাইনার সঙ্গে দেখা করতে যান পরিণীতি । সেখানেই তাঁকে মায়ের হাতে তৈরি আলুর পরোটা খাওয়ান সাইনা ।

f
f
author img

By

Published : Dec 19, 2019, 10:02 PM IST

হায়দরাবাদ : সাইনা নেওয়ালের সঙ্গে দেখা করতে হায়দরাবাদ এসেছিলেন পরিণীতি চোপড়া । তখন তাঁকে মায়ের হাতে তৈরি আলুর পরোটা খাওয়ান সাইনা । আর চেটেপুটে তা খেয়ে নেন অভিনেত্রী ।

সাইনার বায়োপিকে অভিনয় করছেন পরিণীতি । তা নিয়ে খুবই ব্যস্ত তিনি । স্ক্রিনে চরিত্রটিকে ফুটিয়ে তুলতে যথেষ্ট কসরত করছেন । দিনের পর দিন ব্যাডমিন্টন অনুশীলনও করতে দেখা গেছে । আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন । কিন্তু, হঠাৎই অনুশীলনের সময় তাঁর ঘাড়ে চোট লাগে । তার জন্য বেশ কিছুদিন বন্ধ ছিল শুটিং । চোট সারিয়ে পরিণীতি ব্যাডমিন্টন কোর্টে ফিরতেই শুটিং শুরু হয় ।

gf
আলুর পরোটা খাচ্ছেন সাইনা ও পরিণীতি

সেই ব্যস্ততার ফাঁকেই সাইনার সঙ্গে দেখা করতে হায়দরাবাদে তাঁর বাড়িতে যান পরিণীতি । সেখানে অভিনেত্রীকে মায়ের হাতের আলুর পরোটা খাওয়ান সাইনা । সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁদের পরোটা খাওয়ার কিছু ছবি ।

আর এই মিটিং সম্পর্কে পরিণীতি বলেন, "সাইনার সঙ্গে দেখা করার পর আমি খুব নার্ভাস ছিলাম । বুঝতে পারছিলাম না উনি বিষয়টা কেমনভাবে নেবেন । আমার মনে হয় আমাদের প্রচেষ্টা তাঁকে খুশি করবে ।"

ছবিটি পরিচালনা করছেন ভূষণ কুমার ও কৃষণ কুমার । পরিচালনায় আমোল গুপ্তে । সব ঠিক থাকলে 2020 সালে মুক্তি পাবে ছবিটি ।

হায়দরাবাদ : সাইনা নেওয়ালের সঙ্গে দেখা করতে হায়দরাবাদ এসেছিলেন পরিণীতি চোপড়া । তখন তাঁকে মায়ের হাতে তৈরি আলুর পরোটা খাওয়ান সাইনা । আর চেটেপুটে তা খেয়ে নেন অভিনেত্রী ।

সাইনার বায়োপিকে অভিনয় করছেন পরিণীতি । তা নিয়ে খুবই ব্যস্ত তিনি । স্ক্রিনে চরিত্রটিকে ফুটিয়ে তুলতে যথেষ্ট কসরত করছেন । দিনের পর দিন ব্যাডমিন্টন অনুশীলনও করতে দেখা গেছে । আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন । কিন্তু, হঠাৎই অনুশীলনের সময় তাঁর ঘাড়ে চোট লাগে । তার জন্য বেশ কিছুদিন বন্ধ ছিল শুটিং । চোট সারিয়ে পরিণীতি ব্যাডমিন্টন কোর্টে ফিরতেই শুটিং শুরু হয় ।

gf
আলুর পরোটা খাচ্ছেন সাইনা ও পরিণীতি

সেই ব্যস্ততার ফাঁকেই সাইনার সঙ্গে দেখা করতে হায়দরাবাদে তাঁর বাড়িতে যান পরিণীতি । সেখানে অভিনেত্রীকে মায়ের হাতের আলুর পরোটা খাওয়ান সাইনা । সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁদের পরোটা খাওয়ার কিছু ছবি ।

আর এই মিটিং সম্পর্কে পরিণীতি বলেন, "সাইনার সঙ্গে দেখা করার পর আমি খুব নার্ভাস ছিলাম । বুঝতে পারছিলাম না উনি বিষয়টা কেমনভাবে নেবেন । আমার মনে হয় আমাদের প্রচেষ্টা তাঁকে খুশি করবে ।"

ছবিটি পরিচালনা করছেন ভূষণ কুমার ও কৃষণ কুমার । পরিচালনায় আমোল গুপ্তে । সব ঠিক থাকলে 2020 সালে মুক্তি পাবে ছবিটি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.