মুম্বই : লকডাউনের সময়টা বড়দের জন্য যতটা আনন্দের, ছোটোদের জন্য ততটা নয় হয়তো । কারণ বাড়িতে আটতে থাকতে কোনও বাচ্চাই পছন্দ করে না । তইমুর আলি খান কীভাবে সময় কাটাচ্ছেন ? জানালেন সইফ ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে সইফ বলেন, "বাবা-মাকে কাছে পেয়ে ও খুবই খুশি আর সেটা আমাদের একটা বিশাল পজ়িটিভিটি দেয় । আমরা একসঙ্গে ছবি আঁকি, পরিবারের মতো সময় কাটাই । এই লকডাউনে ওটাই একটা সিলভার লাইনিং । "
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
করিনা সম্প্রতি ইনস্টাগ্রামে জয়েন করেছেন । সেখানে তিনি অনেক ছবিই শেয়ার করছেন তাঁদের কোয়ারেন্টাইন লাইফের । তইমুর কখনও ছবি আঁকছেন তো কখনও বাবার সঙ্গে গার্ডেনিং করছেন ।
দীর্ঘ সময় বাবা-মাকে পেয়ে দিব্যি কাটছে তইমুরের, জানালেন সইফ ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">