ETV Bharat / sitara

মাস্ক ছাড়াই তইমুরকে নিয়ে ভ্রমণ সইফ-করিনার, আটকাল পুলিশ - সইফ আলি খানের খবর

মাস্ক ছাড়াই তইমুরকে নিয়ে মেরিন ড্রাইভে ভ্রমণ করছিলেন সইফ আলি খান আর করিনা কাপুর খান । আটকাল মুম্বই পুলিশ ।

Saif Ali Khan and Kareena Kaporo Khan in marine drive
Saif Ali Khan and Kareena Kaporo Khan in marine drive
author img

By

Published : Jun 9, 2020, 7:43 AM IST

Updated : Jun 9, 2020, 7:51 AM IST

মুম্বই : লকডাউন উঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই একটু খোলা হাওয়ার সন্ধানে বেরিয়ে পড়েছিলেন সইফ আলি খান আর করিনা কাপুর খান, সঙ্গে ছিল তইমুরও । তবে খুব একটা সুখকর অভিজ্ঞতা হল না তাঁদের । আটকাল পুলিশ ।

প্রথমত তইমুরের মতো ছোটো বাচ্চাকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন সইফ-করিনা, তার উপর আবার তিনজনের প্রত্যেকে মাস্কও পরেননি ঠিকঠাক । এই অবস্থায় তাঁদের আটকাতে বাধ্য হল মুম্বই পুলিশ । আর সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ।

তারকা দম্পতির উদ্দেশে এক পুলিশ কর্মীকে বলতে শোনা গেল, "ছোটো বাচ্চাকে বাইরে আনা যাবে না" । দেখে নিন সেই ভিডিয়ো...

দেখে নিন ভি়ডিয়ো..

মাস্ক ছাড়া তইমুরকে নিয়ে বাইরে বেরোনোয় সইফ-করিনাকে নিয়ে সমালোচনা কম হয়নি সোশাল মিডিয়ায় । নেটিজেনরা রাগে ফুঁসেছেন । পুলিশের তৎপরতা দেখে খুশি তাঁরা ।

মুম্বই : লকডাউন উঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই একটু খোলা হাওয়ার সন্ধানে বেরিয়ে পড়েছিলেন সইফ আলি খান আর করিনা কাপুর খান, সঙ্গে ছিল তইমুরও । তবে খুব একটা সুখকর অভিজ্ঞতা হল না তাঁদের । আটকাল পুলিশ ।

প্রথমত তইমুরের মতো ছোটো বাচ্চাকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন সইফ-করিনা, তার উপর আবার তিনজনের প্রত্যেকে মাস্কও পরেননি ঠিকঠাক । এই অবস্থায় তাঁদের আটকাতে বাধ্য হল মুম্বই পুলিশ । আর সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ।

তারকা দম্পতির উদ্দেশে এক পুলিশ কর্মীকে বলতে শোনা গেল, "ছোটো বাচ্চাকে বাইরে আনা যাবে না" । দেখে নিন সেই ভিডিয়ো...

দেখে নিন ভি়ডিয়ো..

মাস্ক ছাড়া তইমুরকে নিয়ে বাইরে বেরোনোয় সইফ-করিনাকে নিয়ে সমালোচনা কম হয়নি সোশাল মিডিয়ায় । নেটিজেনরা রাগে ফুঁসেছেন । পুলিশের তৎপরতা দেখে খুশি তাঁরা ।

Last Updated : Jun 9, 2020, 7:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.