ETV Bharat / sitara

করমুক্ত 'ষাঁণ্ড কি আঁখ', জানাল যোগী আদিত্যনাথের সরকার - Bhumi Pednekar latest news

উত্তরপ্রদেশে করমুক্ত 'ষাঁণ্ড কি আঁখ'। IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর।

Saand ki Ankh latest news
author img

By

Published : Oct 22, 2019, 10:15 PM IST

মুম্বই : পৃথিবীর সর্বপ্রথম মহিলা শার্পশুটার চন্দ্র তোমার ও প্রকাশী তোমারের জীবন নিয়ে তৈরি হচ্ছে 'ষাঁণ্ড কি আঁখ'। দেশের মহিলাদের স্পোর্টসে উৎসাহ দিতে এর থেকে উপযুক্ত ছবি আর কী হতে পারে? তাই এই ছবিকে করমুক্ত করে দিল উত্তরপ্রদেশ সরকার।

ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু ও ভূমি পেদনেকর। ওম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে ছবিতে যা বার্তা থাকার তা তো আছেই। তবে এর সঙ্গে তাপসী আর ভূমি আলাদা করেও যোগদান করেছেন এই দেশের শিশু কন্যা এম্পাওয়ার করার লড়াইতে। তাঁরা NGO প্ল্যান ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন, যে সংস্থা শিশু কন্যাদের শিক্ষাদীক্ষা দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলে।

Saand ki Ankh latest news
ছবি সৌজন্যে IANS

'ষাঁণ্ড কি আঁখ' মুক্তি পাচ্ছে 25 অক্টোবর। রাজস্থানে ইতিমধ্যেই করমুক্ত হয়েছে এই ছবি। আর এবার উত্তরপ্রদেশও এই একই পথে হাঁটল। স্বাভাবিকভাবেই খুশি পুরো ছবির টিম।

মুম্বই : পৃথিবীর সর্বপ্রথম মহিলা শার্পশুটার চন্দ্র তোমার ও প্রকাশী তোমারের জীবন নিয়ে তৈরি হচ্ছে 'ষাঁণ্ড কি আঁখ'। দেশের মহিলাদের স্পোর্টসে উৎসাহ দিতে এর থেকে উপযুক্ত ছবি আর কী হতে পারে? তাই এই ছবিকে করমুক্ত করে দিল উত্তরপ্রদেশ সরকার।

ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু ও ভূমি পেদনেকর। ওম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে ছবিতে যা বার্তা থাকার তা তো আছেই। তবে এর সঙ্গে তাপসী আর ভূমি আলাদা করেও যোগদান করেছেন এই দেশের শিশু কন্যা এম্পাওয়ার করার লড়াইতে। তাঁরা NGO প্ল্যান ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন, যে সংস্থা শিশু কন্যাদের শিক্ষাদীক্ষা দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলে।

Saand ki Ankh latest news
ছবি সৌজন্যে IANS

'ষাঁণ্ড কি আঁখ' মুক্তি পাচ্ছে 25 অক্টোবর। রাজস্থানে ইতিমধ্যেই করমুক্ত হয়েছে এই ছবি। আর এবার উত্তরপ্রদেশও এই একই পথে হাঁটল। স্বাভাবিকভাবেই খুশি পুরো ছবির টিম।

Intro:Body:

করমুক্ত 'ষাঁণ্ড কি আঁখ', জানাল আদিত্যনাথের সরকার



উত্তরপ্রদেশে করমুক্ত 'ষাঁণ্ড কি আঁখ'। IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর।



মুম্বই : পৃথিবীর সর্বপ্রথম মহিলা শার্পশুটার চন্দ্র তোমার ও প্রকাশী তোমারের জীবন নিয়ে তৈরি হচ্ছে 'ষাঁণ্ড কি আঁখ'। দেশের মহিলাদের স্পোর্টসে উৎসাহ দিতে এর থেকে উপযুক্ত ছবি আর কী হতে পারে? তাই এই ছবিকে করমুক্ত করে দিল উত্তরপ্রদেশ সরকার।



ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু ও ভূমি পেদনেকর। ওম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে ছবিতে যা বার্তা থাকার তা তো আছেই। তবে এর সঙ্গে তাপসী আর ভূমি আলাদা করেও যোগদান করেছেন এই দেশের শিশু কন্যা এম্পাওয়ার করার লড়াইতে। তাঁরা NGO প্ল্যান ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন, যে সংস্থা শিশু কন্যাদের শিক্ষাদীক্ষা দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলে।



'ষাঁণ্ড কি আঁখ' মুক্তি পাচ্ছে 25 অক্টোবর। রাজস্থানে ইতিমধ্যেই করমুক্ত হয়েছে এই ছবি। আর এবার উত্তরপ্রদেশও এই একই পথে হাঁটল। স্বাভাবিকভাবেই খুশি পুরো ছবির টিম। 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.