চেন্নাই : এস পি বালাসুব্রমনিয়মের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল । তাঁকে 24 ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে । আজ একটি ভিডিয়ো বার্তায় একথা জানান তাঁর ছেলে এস পি চরণ ।
আজ সকালের দিকে শোনা গিয়েছিল, যে বালাসুব্রমনিয়মের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । যদিও তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন এস পি চরণ । এমনকী, সেই সব গুজবে কান না দেওয়ার জন্যও সবাইকে অনুরোধ করেছেন তিনি ।
ভিডিয়ো বার্তায় এস পি চরণ বলেন, "আজ সকাল থেকেই একটা গুজব ঘোরাফেরা করছে । যেখানে বলা হয়েছে, যে আমার বাবার কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । কোরোনা পজ়িটিভ বা নেগেটিভ যাই হোক না কেন তার শারীরিক অবস্থা একই রয়েছে । স্থিতিশীল হলেও লাইফ সাপোর্টে রয়েছে ।"
অগাস্টের শুরুর দিকে অল্প ঠান্ডা লেগেছিল বালাসুব্রমনিয়মের । গলা বসে গিয়েছিল । হালকা হালকা জ্বরও ছিল । কোরোনা পরিস্থিতির কথা চিন্তা করে তা অবহেলা করতে চাননি তিনি । সঙ্গে সঙ্গে পরীক্ষা করান । তারপর 5 অগাস্ট তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ।
উপসর্গ কম থাকায় তাঁকে বাড়িতেই কোয়ারানটিনে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা । কিন্তু, পরিবারের সদস্যদের কথা চিন্তা করে হাসপাতালে ভরতি হন তিনি । চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ার ভরতি করা হয় তাঁকে । আপাতত সেখানেই রয়েছেন তিনি । 13 অগাস্ট সকালে তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল বলে হাসপাতালের তরফে জানানো হয় । শরীরে অক্সিজেনের পরিমাণও স্বাভাবিক ছিল । এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । গভীর রাতে অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাঁকে ICU-তে নিয়ে যেতে হয় । সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি ।
গতকাল হাসপাতালের তরফে জানানো হয়, ICU-তে লাইফ সাপোর্টে রয়েছেন বালাসুব্রমনিয়ম । শারীরিক অবস্থা এখন অনেকটা স্থিতিশীল । তাঁকে 24 ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে ।