ETV Bharat / sitara

রুহি : মুক্তির দ্বিতীয় দিন থেকেই নিম্নমুখী বক্স অফিস কালেকশন - জাহ্নবী কাপুর

মুক্তির দ্বিতীয় দিন থেকেই নিম্নমুখী বক্স অফিস কালেকশন । কপালে চিন্তার ভাঁজ 'রুহি' নির্মাতাদের ।

Roohi second day collection
Roohi second day collection
author img

By

Published : Mar 13, 2021, 3:52 PM IST

মুম্বই, 13 মার্চ : 11 মার্চ মুক্তি পেয়েছে হরর কমেডি ছবি 'রুহি' । ছবির ট্রেলার যেভাবে সাড়া ফেলেছিল, মুক্তির পর আস্ত ছবিটি ঠিক ততটা প্রভাব ফেলতে পারল না । মুক্তির দ্বিতীয় দিন থেকেই নিম্নমুখী 'রুহি'-র বক্স অফিস কালেকশন ।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, গতকাল অর্থাৎ 'রুহি' মুক্তির দ্বিতীয় দিনে মোট বক্স অফিস কালেকশন 2.25 কোটি টাকা । প্রথম দিনে তা ছিল 3.06 কোটি টাকা । ফলে এই দু'দিন মিলিয়ে মোট 5.31 কোটি টাকা উপার্জন করতে পেরেছে 'রুহি' ।

দর্শক থেকে সমালোচক সবাই বলেছেন যে, ছবির মূল সম্পদ হল অভিনয় । বিশেষ করে জাহ্নবী কাপুরের এত ভালো পারফর্মেন্স আশা করেননি তারা । তবে গলদ রয়ে গেছে পরিচালনা ও স্ক্রিপ্টে ।

  • #Roohi declines on Day 2... The drop is understandable, since Fri was a working day and certain pockets - where it collected strong on Thu - were bound to get affected... Picked up in evening shows... Thu 3.06 cr [#MahaShivratri], Fri 2.25 cr. Total: ₹ 5.31 cr. #India biz.

    — taran adarsh (@taran_adarsh) March 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কালেকশন কমে যাওয়ার আরও একটি কারণ তুলে ধরেছেন । তাঁর মতে, শুক্রবার উইক ডে হওয়ার কারণে সিনেমাহলে কম মানুষ এসেছেন । শনিবার এবং রবিবারে কি বাড়বে কালেকশন ? তার উত্তর জানা যাবে আগামীকাল ।

মুম্বই, 13 মার্চ : 11 মার্চ মুক্তি পেয়েছে হরর কমেডি ছবি 'রুহি' । ছবির ট্রেলার যেভাবে সাড়া ফেলেছিল, মুক্তির পর আস্ত ছবিটি ঠিক ততটা প্রভাব ফেলতে পারল না । মুক্তির দ্বিতীয় দিন থেকেই নিম্নমুখী 'রুহি'-র বক্স অফিস কালেকশন ।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, গতকাল অর্থাৎ 'রুহি' মুক্তির দ্বিতীয় দিনে মোট বক্স অফিস কালেকশন 2.25 কোটি টাকা । প্রথম দিনে তা ছিল 3.06 কোটি টাকা । ফলে এই দু'দিন মিলিয়ে মোট 5.31 কোটি টাকা উপার্জন করতে পেরেছে 'রুহি' ।

দর্শক থেকে সমালোচক সবাই বলেছেন যে, ছবির মূল সম্পদ হল অভিনয় । বিশেষ করে জাহ্নবী কাপুরের এত ভালো পারফর্মেন্স আশা করেননি তারা । তবে গলদ রয়ে গেছে পরিচালনা ও স্ক্রিপ্টে ।

  • #Roohi declines on Day 2... The drop is understandable, since Fri was a working day and certain pockets - where it collected strong on Thu - were bound to get affected... Picked up in evening shows... Thu 3.06 cr [#MahaShivratri], Fri 2.25 cr. Total: ₹ 5.31 cr. #India biz.

    — taran adarsh (@taran_adarsh) March 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কালেকশন কমে যাওয়ার আরও একটি কারণ তুলে ধরেছেন । তাঁর মতে, শুক্রবার উইক ডে হওয়ার কারণে সিনেমাহলে কম মানুষ এসেছেন । শনিবার এবং রবিবারে কি বাড়বে কালেকশন ? তার উত্তর জানা যাবে আগামীকাল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.