ETV Bharat / sitara

নভেম্বরে শুরু হবে 'সিতারা'-র শুটিং - resume shooting in November

ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি পাবে 'সিতারা' । ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোবিতা ধুলিপালা ও রাজীব সিদ্ধার্থকে ।

sad
asd
author img

By

Published : Sep 11, 2020, 11:53 PM IST

মুম্বই : প্রযোজক রনি স্ক্রুওয়ালার আপকামিং ছবি 'সিতারা'। চলতি বছরের নভেম্বর থেকে শুরু হবে এই ছবির শুটিং ।

ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি পাবে ছবিটি । ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোবিতা ধুলিপালা ও রাজীব সিদ্ধার্থকে ।

ছবির শুটিং শুরু হওয়ার কথা আজ টুইটারে শেয়ার করেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ । ছবিটি পরিচালনা করবেন বন্দনা কাটারিয়া । আর ছবিটি প্রযোজনা করবেন রনি স্ক্রুওয়ালা ।

অনেক আগেই ছবির শুটিং শুরু হয়ে যাওয়ার কথা ছিল । কিন্তু, দেশজুড়ে কোরোনাভাইরাস থাবা বসানোর সঙ্গে সঙ্গে তা আর সম্ভব হয়নি । বন্ধ হয়ে গিয়েছিল সব শুটিং । তবে এখন ধীরে ধঈরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি । শুরু হচ্ছে একাধিক ছবির শুটিং । আর সেই তালিকায় রয়েছে 'সিতারা'-ও । নভেম্বর থেকেই এই ছবির শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন ছবি নির্মাতারা ।

মুম্বই : প্রযোজক রনি স্ক্রুওয়ালার আপকামিং ছবি 'সিতারা'। চলতি বছরের নভেম্বর থেকে শুরু হবে এই ছবির শুটিং ।

ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি পাবে ছবিটি । ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোবিতা ধুলিপালা ও রাজীব সিদ্ধার্থকে ।

ছবির শুটিং শুরু হওয়ার কথা আজ টুইটারে শেয়ার করেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ । ছবিটি পরিচালনা করবেন বন্দনা কাটারিয়া । আর ছবিটি প্রযোজনা করবেন রনি স্ক্রুওয়ালা ।

অনেক আগেই ছবির শুটিং শুরু হয়ে যাওয়ার কথা ছিল । কিন্তু, দেশজুড়ে কোরোনাভাইরাস থাবা বসানোর সঙ্গে সঙ্গে তা আর সম্ভব হয়নি । বন্ধ হয়ে গিয়েছিল সব শুটিং । তবে এখন ধীরে ধঈরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি । শুরু হচ্ছে একাধিক ছবির শুটিং । আর সেই তালিকায় রয়েছে 'সিতারা'-ও । নভেম্বর থেকেই এই ছবির শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন ছবি নির্মাতারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.