মুম্বই : "সূর্য যেমন ভাবে এই পৃথিবীকে আলো দেয়, তেমন করেই আমার প্রেম আমায় আলো দেয়", সুস্মিতাই তাঁর জীবনের সূর্য, মনে করেন রোমান।
সমুদ্রের কিনারায় সূর্যোদয়ের মুহূর্তে আধো আলোছায়ায় বসে রয়েছেন সুস্মিতা। এমন একটা ফিল্মি ছবি শেয়ার করে রোমান লিখেছেন, "তোমায় নিয়ে অনেক কিছু লিখব ভেবেছিলাম এই বিশেষ দিনে..কিন্তু তোমার কথা ভাবলেই আমি মুগ্ধ হয়ে যাই, নির্বাক হয়ে যাই"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
রোমানের এই অনুভূতি প্রকাশ দেখে মুগ্ধ সুস্মিতাও। তিনি লিখেছেন, "ইনশাল্লাহ আমেন!!! তুমি যেমন তার জন্য তোমায় ধন্যবাদ জান..আমি তোমায় ভালোবাসি।"
1994 সালে মিস ইউনিভার্সের বিউটি পেজেন্ট জিতে গ্ল্যামার দুনিয়ার নজরে আসেন সুস্মিতা। 1996 সালে 'দস্তক' ছবি দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু। তবে 1997 সালে তামিল মিউজ়িকাল 'রতজগন'-ই প্রথম তাঁকে বাণিজ্যিক সাফল্য এনে দেয়। এরপর ধীরে ধীরে সুস্মিতা 'সির্ফ তুম', 'বিবি নম্বর ওয়ান', 'আঁখেঁ', 'ম্যায় হুঁ না','ম্যায়নে পেয়ার কিয়ুঁ কিয়া?'-র মতো একাধিক সফল ছবিতে অভিনয় করেছেন ।
দুই মেয়ে রিনি-আলিশা ও প্রেমিক রোমানকে নিয়ে খুব ভালো আছেন সুস্মিতা। এভাবেই নিজের টার্মসে নিজের লাইফ লিড করুন তিনি, শুভেচ্ছা রইল।