মুম্বই : প্রথমে দিনমজুর, তারপর পাপারাৎজ়ি আর এবার মুম্বই পুলিশের কোরোনা ওয়ারিয়রদের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রোহিত শেট্টি । কীভাবে ? মুম্বই পুলিশদের যে সমস্ত কর্মীরা কোরোনা মোকাবিলা করতে সারাদিন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের জন্য আটটি হোটেল অ্যারেঞ্জ করেছেন রোহিত শেট্টি ।
শহর জুড়ে মোট আটটি হোটেলের ব্যবস্থা করেছেন রোহিত । সেখানে থাকার সঙ্গে ব্রেকফাস্ট আর ডিনারের অ্যারেঞ্জমেন্টও করেছেন পরিচালক । তাঁর এই পদক্ষেপে খুবই খুশি মুম্বই পুলিশ । একটি টুইটের মাধ্যমে তাঁরা কৃতজ্ঞতা জানিয়েছেন ।
মুম্বই পুলিশের অফিশিয়াল টুইটার পেজ থেকে টুইট করে জানানো হয়েছে, "কর্মরত কোভিড ওয়ারিয়ারদের জন্য রোহিত শেট্টি আটটি হোটেলের ব্যবস্থা করেছেন, যেখানে তাঁরা রেস্ট করতে পারবেন, স্নান করতে পারবেন, ব্রেকফাস্ট ও ডিনার করতে পারবেন ।"
আরও লেখা হয়েছে, "মুম্বইকে নিরাপদ রাখার জন্য আমাদের লড়াইয়ে ওঁর এই ব্যবহার আর সাহায্যের জন্য আমরা ধন্যবাদ জানাই ।"
ভারতে এখন আক্রান্তের সংখ্য়া 15.122 এবং মৃতের সংখ্যা 603 । গত 24 ঘণ্টায় 44 জন মারা গেছেন কোরোনার আক্রমণে ।