ETV Bharat / sitara

বাবা বিলাসরাও দেশমুখের বায়োপিক তৈরির ইচ্ছে রীতেশের - রীতেশ দেশমুখের খবর

রীতেশ দেশমুখের বাবা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখ । তাঁর জীবন অবলম্বনে বায়োপিক তৈরি করতে চান রীতেশ ।

Ritesh Deshmukh father's biopic
Ritesh Deshmukh father's biopic
author img

By

Published : Feb 26, 2020, 10:38 AM IST

মুম্বই : মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের বিলাসরাও দেশমুখ । 1999 থেকে 2003 ও 2004 থেকে 2008 অবধি তিনি মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন । এছাড়াও দীর্ঘদিন একটি বর্ণময় রাজনৈতিক জীবন কাটিয়েছেন তিনি । সেই জীবনকে পরদায় তুলে ধরতে চান ছেলে রীতেশ দেশমুখ ।

IANS-কে রীতেশ বলেন, "এক বিস্ময়কর জার্নি । পঞ্চায়েত প্রধান হিসেবে জার্নি শুরু করে রাজ্যের মুখ্য়মন্ত্রী । অনেকেই ওঁর বায়োপিক তৈরি করতে চেয়ে আমায় স্ক্রিপ্ট পড়িয়েছেন । তবে ব্যাপারটা সোজা নয় ।"

রীতেশ আরও বলেন, "কোনও বিষয় যদি হৃদয়ের খুব কাছাকাছি হয়, তাহলে তুমি নিরপেক্ষ থাকতে পারবে না । যেমন আমি যদি বাবাকে নিয়ে ছবি তৈরি করি, তাহলে সবাই বলবে যে, আমি শুধুমাত্র ওঁর ভালো দিকগুলোই তুলে ধরেছি ।"

Ritesh Deshmukh father's biopic
.

কাউকে নিয়ে বই লেখা আর সিনেমা তৈরির মধ্যে কিছু পার্থক্য রয়েছে । পরিষ্কার করে অভিনেতা বললেন, "কাউকে নিয়ে বই লেখা সোজা, কারণ সেখানে 500 বা 600 পাতা লেখা যায় । কিন্তু, একটা দু'ঘণ্টার ছবিতে সেই ব্যক্তির সমস্ত অ্যাসপেক্টকে তুলে ধরা খুব কঠিন । ব্যর্থ হলে বায়োপিক বোরিং হয়ে যাবে । খুব যত্ন করে বানাতে হবে পুরো বিষয়টাকে ।"

রীতেশের আপকামিং ফিল্ম 'বাঘি 3' । সেখানে তিনি হিরো টাইগার শ্রফের দাদার চরিত্রে অভিনয় করছেন । চলতি বছরের 6 মার্চ মুক্তি পাবে আহমেদ খান পরিচালিত এই অ্যাকশন থ্রিলার ।

মুম্বই : মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের বিলাসরাও দেশমুখ । 1999 থেকে 2003 ও 2004 থেকে 2008 অবধি তিনি মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন । এছাড়াও দীর্ঘদিন একটি বর্ণময় রাজনৈতিক জীবন কাটিয়েছেন তিনি । সেই জীবনকে পরদায় তুলে ধরতে চান ছেলে রীতেশ দেশমুখ ।

IANS-কে রীতেশ বলেন, "এক বিস্ময়কর জার্নি । পঞ্চায়েত প্রধান হিসেবে জার্নি শুরু করে রাজ্যের মুখ্য়মন্ত্রী । অনেকেই ওঁর বায়োপিক তৈরি করতে চেয়ে আমায় স্ক্রিপ্ট পড়িয়েছেন । তবে ব্যাপারটা সোজা নয় ।"

রীতেশ আরও বলেন, "কোনও বিষয় যদি হৃদয়ের খুব কাছাকাছি হয়, তাহলে তুমি নিরপেক্ষ থাকতে পারবে না । যেমন আমি যদি বাবাকে নিয়ে ছবি তৈরি করি, তাহলে সবাই বলবে যে, আমি শুধুমাত্র ওঁর ভালো দিকগুলোই তুলে ধরেছি ।"

Ritesh Deshmukh father's biopic
.

কাউকে নিয়ে বই লেখা আর সিনেমা তৈরির মধ্যে কিছু পার্থক্য রয়েছে । পরিষ্কার করে অভিনেতা বললেন, "কাউকে নিয়ে বই লেখা সোজা, কারণ সেখানে 500 বা 600 পাতা লেখা যায় । কিন্তু, একটা দু'ঘণ্টার ছবিতে সেই ব্যক্তির সমস্ত অ্যাসপেক্টকে তুলে ধরা খুব কঠিন । ব্যর্থ হলে বায়োপিক বোরিং হয়ে যাবে । খুব যত্ন করে বানাতে হবে পুরো বিষয়টাকে ।"

রীতেশের আপকামিং ফিল্ম 'বাঘি 3' । সেখানে তিনি হিরো টাইগার শ্রফের দাদার চরিত্রে অভিনয় করছেন । চলতি বছরের 6 মার্চ মুক্তি পাবে আহমেদ খান পরিচালিত এই অ্যাকশন থ্রিলার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.