ETV Bharat / sitara

অঙ্গদানের অঙ্গীকার রীতেশ-জেনেলিয়ার - রীতেশ দেশমুখের খবর

গতকাল অর্থাৎ 1 জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিনে দেশজুড়ে পালিত হয়, 'ন্যাশনাল ডক্টর্স ডে' । আর এই বিশেষ দিনেই অঙ্গদানের অঙ্গীকার করলেন রীতেশ ও জেনেলিয়া দেশমুখ ।

Riteish Deshmukh and Genelia Deshmukh latest news
Riteish Deshmukh and Genelia Deshmukh latest news
author img

By

Published : Jul 2, 2020, 6:33 AM IST

মুম্বই : সমাজসেবা করার প্রত্যেকের আলাদা আলাদা পদ্ধতি থাকে । কেউ অর্থদান করেন, কেউ অন্নদান করেন, তো কেউ জীবনদান করেন । ঠিক যেমন করলেন রীতেশ ও জেনেলিয়া দেশমুখ ।

'ন্যাশনাল ডক্টর্স ডে'-তে একটি ভিডিয়ো শেয়ার করেছেন তারকা দম্পতি । সাদা পোশাকে সাদা মনে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন তাঁরা সেই ভিডিয়োয় ।

রীতেশ বললেন, "অনেকদিন ধরেই আমি আর জেনেলিয়া এই নিয়ে কথা বলেছি, তবে আপনাদের জানানো হয়নি । তাই আজ ফার্স্ট জুলাই আপনাদের কাছে একটি কথা জানাতে এলাম । আমরা আমাদের অঙ্গদান করার অঙ্গীকার করলাম ।"

রীতেশের কথার রেশ ধরে জেনেলিয়া বললেন, "জীবনের থেকে বড় উপহার আর কিছু হতে পারে না । যদি আপনাদেরও মনে হয় যে, এভাবেই আপনি সমাজসেবা করতে পারেন, তাহলে এক্ষুণি অর্গ্যান ডোনেট করুন ।"

দেখে নিন সেই ভিডিয়ো..

রীতেশ-জেনেলিয়ার এই সিদ্ধান্তে খুশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন । সোশাল মিডিয়ার মাধ্যমে তিনি ধন্যবাদ জানিয়েছেন তারকা দম্পতিকে ।

মুম্বই : সমাজসেবা করার প্রত্যেকের আলাদা আলাদা পদ্ধতি থাকে । কেউ অর্থদান করেন, কেউ অন্নদান করেন, তো কেউ জীবনদান করেন । ঠিক যেমন করলেন রীতেশ ও জেনেলিয়া দেশমুখ ।

'ন্যাশনাল ডক্টর্স ডে'-তে একটি ভিডিয়ো শেয়ার করেছেন তারকা দম্পতি । সাদা পোশাকে সাদা মনে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন তাঁরা সেই ভিডিয়োয় ।

রীতেশ বললেন, "অনেকদিন ধরেই আমি আর জেনেলিয়া এই নিয়ে কথা বলেছি, তবে আপনাদের জানানো হয়নি । তাই আজ ফার্স্ট জুলাই আপনাদের কাছে একটি কথা জানাতে এলাম । আমরা আমাদের অঙ্গদান করার অঙ্গীকার করলাম ।"

রীতেশের কথার রেশ ধরে জেনেলিয়া বললেন, "জীবনের থেকে বড় উপহার আর কিছু হতে পারে না । যদি আপনাদেরও মনে হয় যে, এভাবেই আপনি সমাজসেবা করতে পারেন, তাহলে এক্ষুণি অর্গ্যান ডোনেট করুন ।"

দেখে নিন সেই ভিডিয়ো..

রীতেশ-জেনেলিয়ার এই সিদ্ধান্তে খুশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন । সোশাল মিডিয়ার মাধ্যমে তিনি ধন্যবাদ জানিয়েছেন তারকা দম্পতিকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.