ETV Bharat / sitara

জীবাণুনাশক হাতে 'খলনায়ক' রীতেশ - riteish in new tiktok video

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি মজার ভিডিয়ো শেয়ার করেন রীতেশ । ক্যাপশনে তিনি লেখেন, "ম্যায় হুঁ খলনায়ক"।

sdf
sdf
author img

By

Published : May 20, 2020, 10:57 AM IST

মুম্বই : এক হাতে জীবাণুনাশক স্প্রে । আর অন্যহাতে কাপড় নিয়ে আয়না পরিষ্কার করছিলেন রীতেশ দেশমুখ । আয়নার উপর স্প্রে করার পর তা কাপড় দিয়ে পরিষ্কার করছিলেন । হঠাৎই আয়নায় দেখা যায় অন্য একটি মুখ । যার মাথা ন্যাড়া, মুখে দাড়ি ও চোখে চশমা । এতে অবাক হয়ে যান রীতেশ । তবে ওই ব্যক্তি আদতে অন্য কেউ নন । রীতেশেরই অন্য একটি লুক । সম্প্রতি এমনই একটি মজার ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেন রীতেশ ।

এই ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে চলছিল 'ম্যায় হুঁ খলনায়ক' গানটি । ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে রীতেশ লেখেন, "ম্যায় হুঁ খলনায়ক"। এই ভিডিয়োর মাধ্যমে আসলে জীবাণুদের খলনায়ক হয়ে উঠেছেন তিনি ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতিতে সবাইকেই বাড়িতে থাকতে অনুরোধ করা হয়েছে দেশের বিভিন্ন স্বাস্থ্য সংস্থার তরফে । এমনকী, বাড়ি পরিষ্কার করার পরামর্শও দেওয়া হয়েছে । সেই মতো কাচ পরিষ্কার করার সময় টিকটকে একটি মজার ভিডিয়ো তৈরি করেন রীতেশ ।

তবে এটাই প্রথম নয় । এর আগেও টিকটকে একাধিক মজার ভিডিয়ো তৈরি করেছিলেন রীতেশ । কখনও স্ত্রী জেনিলিয়ার ভয়ে বাসন মাজার । আবার কখনও স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানোর ভিডিয়ো করেন তিনি । যাই হোক না কেন লকডাউনের মধ্যে বাড়িতে বসে এখন সোশাল মিডিয়ায় খুবই সক্রিয় রীতেশ । প্রায় প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করে ফ্যানদের আনন্দ দিচ্ছেন তিনি ।

মুম্বই : এক হাতে জীবাণুনাশক স্প্রে । আর অন্যহাতে কাপড় নিয়ে আয়না পরিষ্কার করছিলেন রীতেশ দেশমুখ । আয়নার উপর স্প্রে করার পর তা কাপড় দিয়ে পরিষ্কার করছিলেন । হঠাৎই আয়নায় দেখা যায় অন্য একটি মুখ । যার মাথা ন্যাড়া, মুখে দাড়ি ও চোখে চশমা । এতে অবাক হয়ে যান রীতেশ । তবে ওই ব্যক্তি আদতে অন্য কেউ নন । রীতেশেরই অন্য একটি লুক । সম্প্রতি এমনই একটি মজার ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেন রীতেশ ।

এই ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে চলছিল 'ম্যায় হুঁ খলনায়ক' গানটি । ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে রীতেশ লেখেন, "ম্যায় হুঁ খলনায়ক"। এই ভিডিয়োর মাধ্যমে আসলে জীবাণুদের খলনায়ক হয়ে উঠেছেন তিনি ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতিতে সবাইকেই বাড়িতে থাকতে অনুরোধ করা হয়েছে দেশের বিভিন্ন স্বাস্থ্য সংস্থার তরফে । এমনকী, বাড়ি পরিষ্কার করার পরামর্শও দেওয়া হয়েছে । সেই মতো কাচ পরিষ্কার করার সময় টিকটকে একটি মজার ভিডিয়ো তৈরি করেন রীতেশ ।

তবে এটাই প্রথম নয় । এর আগেও টিকটকে একাধিক মজার ভিডিয়ো তৈরি করেছিলেন রীতেশ । কখনও স্ত্রী জেনিলিয়ার ভয়ে বাসন মাজার । আবার কখনও স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানোর ভিডিয়ো করেন তিনি । যাই হোক না কেন লকডাউনের মধ্যে বাড়িতে বসে এখন সোশাল মিডিয়ায় খুবই সক্রিয় রীতেশ । প্রায় প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করে ফ্যানদের আনন্দ দিচ্ছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.