ETV Bharat / sitara

মাসল নয়, মাইন্ড বিল্ডিংয়ের উপর জোর দেওয়া উচিত অভিনেতাদের : ঋষি - ঋষি কাপুরের মাইন্ড বিল্ডিং

বর্তমান প্রজন্মের অভিনেতাদের জন্য এটাই মনে করেন ঋষি কাপুর। IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর।

Rishi Kapoor on Mind Building
Rishi Kapoor on Mind Building
author img

By

Published : Nov 28, 2019, 8:18 PM IST

মুম্বই : বরাবরই নিজের বক্তব্য সহজ ভাবে প্রকাশ করেছেন ঋষি কাপুর। রাখঢাক করেননি কখনও। দীর্ঘদিন ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটিয়ে বর্তমান প্রজন্মের অভিনেতাদের জন্য একটা উপদেশ দিলেন তিনি। বললেন, শরীরচর্চা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে অভিনয়ের দিকে বেশি নজর দেওয়া উচিত অভিনেতাদের।

ঋষি বললেন, "যদি কারো মধ্যে অভিনয়ের দক্ষতা থাকে, তাহলে সে অভিনেতা হবেই। অভিনেতা হিসেবে নিজেকে তৈরি করার জন্য শরীর নয়, মস্তিষ্কের কসরৎ প্রয়োজন। এখনকার অভিনেতারা শুধুমাত্র তাঁদের মাসল তৈরি নিয়েই বেশি চিন্তিত থাকেন।"

শুধু তাই নয়, এখনকার অভিনেতাদের নাম নিয়ে ঋষি প্রশংসা করেন তাঁদের। বলেন, "আমার বয়স হয়েছে। আমি আর নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারি না। কিন্তু, আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, রণবীর সিং, ভিকি কৌশলের মতো অভিনেতাদের দেখ..এদের কারো ওই ডোলে-শোলে নেই। কারণ শুধুমাত্র মাসল নিয়ে কেউ শিল্পী হতে পারে না।" নিজেরে ছেলে রণবীর কাপুরও রয়েছে এই সমস্ত অভিনেতাদের তালিকায়। অস্বস্তি নিয়ে বললেন তাঁর নামও।

চিকিৎসাধীন অবস্থায় অ্যামেরিকায় থাকাকালীন ঋষি কাপুর জানতে পেরেছেন যে, আন্তর্জাতিক ক্ষেত্রে এখনও সিনেমা মানুষকে কতটা প্রভাবিত করতে পারে। তিনি এটাও জানালেন যে, তাঁর ছবি দেখতেও খুব উৎসাহী মার্কিনি দর্শকরা।

মুম্বই : বরাবরই নিজের বক্তব্য সহজ ভাবে প্রকাশ করেছেন ঋষি কাপুর। রাখঢাক করেননি কখনও। দীর্ঘদিন ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটিয়ে বর্তমান প্রজন্মের অভিনেতাদের জন্য একটা উপদেশ দিলেন তিনি। বললেন, শরীরচর্চা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে অভিনয়ের দিকে বেশি নজর দেওয়া উচিত অভিনেতাদের।

ঋষি বললেন, "যদি কারো মধ্যে অভিনয়ের দক্ষতা থাকে, তাহলে সে অভিনেতা হবেই। অভিনেতা হিসেবে নিজেকে তৈরি করার জন্য শরীর নয়, মস্তিষ্কের কসরৎ প্রয়োজন। এখনকার অভিনেতারা শুধুমাত্র তাঁদের মাসল তৈরি নিয়েই বেশি চিন্তিত থাকেন।"

শুধু তাই নয়, এখনকার অভিনেতাদের নাম নিয়ে ঋষি প্রশংসা করেন তাঁদের। বলেন, "আমার বয়স হয়েছে। আমি আর নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারি না। কিন্তু, আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, রণবীর সিং, ভিকি কৌশলের মতো অভিনেতাদের দেখ..এদের কারো ওই ডোলে-শোলে নেই। কারণ শুধুমাত্র মাসল নিয়ে কেউ শিল্পী হতে পারে না।" নিজেরে ছেলে রণবীর কাপুরও রয়েছে এই সমস্ত অভিনেতাদের তালিকায়। অস্বস্তি নিয়ে বললেন তাঁর নামও।

চিকিৎসাধীন অবস্থায় অ্যামেরিকায় থাকাকালীন ঋষি কাপুর জানতে পেরেছেন যে, আন্তর্জাতিক ক্ষেত্রে এখনও সিনেমা মানুষকে কতটা প্রভাবিত করতে পারে। তিনি এটাও জানালেন যে, তাঁর ছবি দেখতেও খুব উৎসাহী মার্কিনি দর্শকরা।

Intro:Body:

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.