মুম্বই : দু'জনেই বলিউডের অন্যতম দক্ষ অভিনেতা । তবে দু'জনের অভিনয়ের ধরন আলাদা । একজন নিয়ম মেনে অভিনয় করার পক্ষপাতী, আর অন্য়জন একেবারে অন স্পট পরিবর্তন করেন নিজেকে । প্রথম জন ঋষি কাপুর আর পরের জন ইরফান খান । দু'জনেই একদিনের ব্য়বধানে প্রয়াত ।
'D-Day'-র পরিচালক নিখিল আদবানী এক ভার্চুয়াল ইন্টারভিউতে বলেন, "ঋষি কাপুর শুনেছিলেন যে ইরফান দারুণ অভিনেতা । উনি সেটা দেখতে চেয়েছিলেন ।"
তবে ঋষির অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না । ইরফানের সঙ্গে তিনি যে দৃশ্যে অভিনয় করতে যাচ্ছিলেন, সেটিতেই ইরফান অন স্পট কিছু পরিবর্তন করার সিদ্ধান্ত নেন । ফলে একাধিক বার রিটেক করতে হয়ে দৃশ্যটিকে । কিন্তু, প্রতিবারই ইরফান আলাদা আলাদা কিউ দিচ্ছিলেন আর সমস্যায় পড়ে যাচ্ছিলেন ঋষি কাপুর ।
নিখিল বললেন, "ঋষি কাপুর আমায় ডেকে বললেন, 'ওঁকে বোঝাও, ও অভিনয় করতে পারে না । ও ঠিকমতো কিউ না দিলে আমি বুঝতে পারব না আমার লাইনগুলো ।'আমি তখন ঋষি স্যারকে বোঝাই যে, আপনি যা খুশি বলুন, ইরফানকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
ইরফানের সঙ্গে কাজের অভিজ্ঞতা খুব একটা সুবিধার ছিল না ঋষির । তবে সিনেমাটা দেখলে বোঝা যায়, দু'জনেই কতটা ভালো অভিনয় করেছেন নিজেদের মতো করে । নিখিলও স্বীকার করে নিলেন কথাটা ।