হায়দরাবাদ : কৃষক আন্দোলনকে সমর্থনের পর ভারতের রাজনৈতিক মহল ও তারকা মহলে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছেন রিয়ানা । তাঁর মন্তব্য নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর । কেউ কেউ তাঁর পক্ষ নিয়েছেন, কেউ আবার তাঁকে 'সুবিধাবাদী' তকমা দিয়েছেন । এই অবস্থায় রিয়ানার বিরুদ্ধে উঠল শিশুশ্রম করানোর অভিযোগ ।
শোনা যাচ্ছে ঝাড়খণ্ডের অভ্র খনি থেকে রিয়ানার 'ফেন্টি বিউটি' প্রডাক্ট তৈরির জন্য অভ্র তোলা হয় । আর এই কাজে অনেক বাচ্চাকে শ্রমিক হিসেবে ব্যবহার করা হয় । এই খবর সামনে আসার পর থেকে সারা বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে ।
রিয়ানার বিউটি লাইনের বিরুদ্ধে ইতিমধ্যে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসে অভিযোগ দায়ের করেছে স্বেচ্ছাসেবী সংস্থা 'লিগাল রাইটস অবজ়ারভেটরি' । কোন গতিতে এর তদন্ত হয় সেটাই দেখার ।
আরও পড়ুন : "রিয়ানা তো পর্ন গায়িকা", পপতারকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কঙ্গনা
ভারতে শিশুশ্রম বেআইনি । সেখানে রিয়ানার বিরুদ্ধে ওঠা এই অভিযোগে মেজাজ হারিয়েছেন অনেকেই ।
তবে এই বিষয়ে অফিশিয়ালি কোনও প্রতিক্রিয়া জানাননি পপতারকা । বরং কয়েক ঘণ্টা আগে তাঁর সোশাল মিডিয়ায় 'ফেন্টি বিউটি'-র নতুন আই জেল লঞ্চ করার কথা ঘোষণা করা হয়েছে ।