ETV Bharat / sitara

বাবাকে ছাড়াই দিওয়ালি, মন খারাপ ঋধিমার - Riddhima misses Rishi Kapoor

ইনস্টাগ্রামে গত বছরের একটি ছবি পোস্ট করেন ঋধিমা । সেখানে নীতু ও ঋষির মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "তোমাকে মিস করছি বাবা #লাস্টইয়ারমেমোরিজ় #দিওয়ালি2019"।

sdf
sdf
author img

By

Published : Nov 13, 2020, 7:09 PM IST

মুম্বই : রাত পোহালেই আলোর উৎসব দিওয়ালি । এই বছরটা একটু অন্যরকম হলেও, এখন গোটা দেশেই সাজে সাজো রব চলছে । দিওয়ালি উপলক্ষ্যে সেজে উঠছে রেস্তরাঁ থেকে বাড়ি, রাস্তা সব জায়গা । কিন্তু, এই উৎসবের মধ্যেও মন ভালো নেই ঋধিমা কাপুর সাহানির ।

আসলে গত বছর দিওয়ালি বাবা ঋষি কাপুর ও মা নীতু কাপুরের সঙ্গে পালন করেছিলেন ঋধিমা । এতদিন বাবা-মায়ের সঙ্গেই দিনটি পালন করতেন তিনি । কিন্তু, এবার প্রথম বাবাকে ছাড়া দিনটি পালন করবেন । আর সেটা ভেবেই মন খারাপ হয়ে গিয়েছে তাঁর । সেকথা সোশাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের জানিয়েছেন তিনি ।

asd
ঋধিমার পোস্ট

ইনস্টাগ্রামে গত বছরের একটি ছবি পোস্ট করেন ঋধিমা । সেখানে নীতু ও ঋষির মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "তোমাকে মিস করছি বাবা #লাস্টইয়ারমেমোরিজ় #দিওয়ালি2019"।

asd
ঋধিমার পোস্ট

দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন ঋষি কাপুর । এই রোগের চিকিৎসার জন্য নিউ ইয়র্কেও গিয়েছিলেন তিনি । তারপর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন । কিন্তু, তারপর থেকে মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়তেন তিনি । কয়েক মাসের মধ্যে একাধিকবার হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে । তবে শেষ রক্ষা হয়নি । 30 এপ্রিল দীর্ঘ লড়াইয়ের পর শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । তাঁর মৃত্যুতে ভেঙে পড়েন নীতু । যদিও সময়ের সঙ্গে সঙ্গে এখন নিজের মনকে শক্ত করে তুলেছেন তিনি । ব্যস্ততার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখেন ।

আপকামিং ছবি 'যুগ যুগ জিও'-র শুটিং শুরু করছেন নীতু কাপুর । সেখানে অনিল কাপুর, কিয়ারা আদবানি, বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।

মুম্বই : রাত পোহালেই আলোর উৎসব দিওয়ালি । এই বছরটা একটু অন্যরকম হলেও, এখন গোটা দেশেই সাজে সাজো রব চলছে । দিওয়ালি উপলক্ষ্যে সেজে উঠছে রেস্তরাঁ থেকে বাড়ি, রাস্তা সব জায়গা । কিন্তু, এই উৎসবের মধ্যেও মন ভালো নেই ঋধিমা কাপুর সাহানির ।

আসলে গত বছর দিওয়ালি বাবা ঋষি কাপুর ও মা নীতু কাপুরের সঙ্গে পালন করেছিলেন ঋধিমা । এতদিন বাবা-মায়ের সঙ্গেই দিনটি পালন করতেন তিনি । কিন্তু, এবার প্রথম বাবাকে ছাড়া দিনটি পালন করবেন । আর সেটা ভেবেই মন খারাপ হয়ে গিয়েছে তাঁর । সেকথা সোশাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের জানিয়েছেন তিনি ।

asd
ঋধিমার পোস্ট

ইনস্টাগ্রামে গত বছরের একটি ছবি পোস্ট করেন ঋধিমা । সেখানে নীতু ও ঋষির মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "তোমাকে মিস করছি বাবা #লাস্টইয়ারমেমোরিজ় #দিওয়ালি2019"।

asd
ঋধিমার পোস্ট

দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন ঋষি কাপুর । এই রোগের চিকিৎসার জন্য নিউ ইয়র্কেও গিয়েছিলেন তিনি । তারপর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন । কিন্তু, তারপর থেকে মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়তেন তিনি । কয়েক মাসের মধ্যে একাধিকবার হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে । তবে শেষ রক্ষা হয়নি । 30 এপ্রিল দীর্ঘ লড়াইয়ের পর শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । তাঁর মৃত্যুতে ভেঙে পড়েন নীতু । যদিও সময়ের সঙ্গে সঙ্গে এখন নিজের মনকে শক্ত করে তুলেছেন তিনি । ব্যস্ততার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখেন ।

আপকামিং ছবি 'যুগ যুগ জিও'-র শুটিং শুরু করছেন নীতু কাপুর । সেখানে অনিল কাপুর, কিয়ারা আদবানি, বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.