ETV Bharat / sitara

কোরোনায় আক্রান্ত নন নীতু ও রণবীর, জানালেন ঋদ্ধিমা - Ranbir test corona positive

সোশাল মিডিয়ায় ঋদ্ধিমা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সবাই খুব ভালো আছে । তিনি লেখেন, "দৃষ্টি আকর্ষণের চেষ্টায় এমন টুইট ? দয়া করে যাচাই করে, পরিষ্কার করে তথ্য জেনে নিয়ে টুইট করুন । আমরা সকলেই ভালো আছি । ধন্যবাদ ।"

োে্
োে্
author img

By

Published : Jul 12, 2020, 1:42 PM IST

Updated : Jul 12, 2020, 2:01 PM IST

মুম্বই : কোরোনায় আক্রান্ত নন নীতু কাপুর, রণবীর কাপুর ও করণ জোহর । একথা সাফ জানিয়ে দিলেন ঋদ্ধিমা কাপুর সাহানি ।

কয়েকদিন আগেই ছিল নীতু কাপুরের জন্মদিনের পার্টি । সেখানে যোগ দিয়েছিলেন করণ জোহর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা । এছাড়াও ছিলেন পরিবারের সদস্যরা । আর সেখান থেকেই শুরু হয় বিতর্কটা । কীভাবে ?

কোরোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন ও অভিষেক । গতকাল সন্ধের দিকে টুইট করে একথা জানান তাঁরা । তাঁদের ভরতি করা হয় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে । এখনও সেখানেই চিকিৎসাধীন তাঁরা । এই খবর প্রকাশ্যে আসার পর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে জন্মদিনের পার্টিতে অগস্ত্যর সংস্পর্শে এসেছিলেন সবাই । আর সেই করণেই কোরোনায় আক্রান্ত হয়েছেন নীতু কাপুর, রণবীর কাপুর ও করণ জোহর । যদিও বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন ঋদ্ধিমা ।

সোশাল মিডিয়ায় ঋদ্ধিমা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সবাই খুব ভালো আছে । তিনি লেখেন, "দৃষ্টি আকর্ষণের চেষ্টায় এমন টুইট ? দয়া করে যাচাই করে, পরিষ্কার করে তথ্য জেনে নিয়ে টুইট করুন । আমরা সকলেই ভালো আছি । ধন্যবাদ ।"

এদিকে নানাবতী হাসপাতালের তরফে আজ জানানো হয় অমিতাভের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল । এরপর আজ সকালের দিকেই জুহুতে বিগ বির বাংলো জলসা, জনক ও প্রতীক্ষা স্যানিটাইজ় করতে সেখানে পৌঁছে যায় বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের (BMC) কর্মীরা । BMC-র তরফে বাংলোটিকে সিল করার পাশাপাশি ওই এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবেও ঘোষণা করা হয়েছে ।

মুম্বই : কোরোনায় আক্রান্ত নন নীতু কাপুর, রণবীর কাপুর ও করণ জোহর । একথা সাফ জানিয়ে দিলেন ঋদ্ধিমা কাপুর সাহানি ।

কয়েকদিন আগেই ছিল নীতু কাপুরের জন্মদিনের পার্টি । সেখানে যোগ দিয়েছিলেন করণ জোহর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা । এছাড়াও ছিলেন পরিবারের সদস্যরা । আর সেখান থেকেই শুরু হয় বিতর্কটা । কীভাবে ?

কোরোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন ও অভিষেক । গতকাল সন্ধের দিকে টুইট করে একথা জানান তাঁরা । তাঁদের ভরতি করা হয় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে । এখনও সেখানেই চিকিৎসাধীন তাঁরা । এই খবর প্রকাশ্যে আসার পর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে জন্মদিনের পার্টিতে অগস্ত্যর সংস্পর্শে এসেছিলেন সবাই । আর সেই করণেই কোরোনায় আক্রান্ত হয়েছেন নীতু কাপুর, রণবীর কাপুর ও করণ জোহর । যদিও বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন ঋদ্ধিমা ।

সোশাল মিডিয়ায় ঋদ্ধিমা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সবাই খুব ভালো আছে । তিনি লেখেন, "দৃষ্টি আকর্ষণের চেষ্টায় এমন টুইট ? দয়া করে যাচাই করে, পরিষ্কার করে তথ্য জেনে নিয়ে টুইট করুন । আমরা সকলেই ভালো আছি । ধন্যবাদ ।"

এদিকে নানাবতী হাসপাতালের তরফে আজ জানানো হয় অমিতাভের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল । এরপর আজ সকালের দিকেই জুহুতে বিগ বির বাংলো জলসা, জনক ও প্রতীক্ষা স্যানিটাইজ় করতে সেখানে পৌঁছে যায় বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের (BMC) কর্মীরা । BMC-র তরফে বাংলোটিকে সিল করার পাশাপাশি ওই এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবেও ঘোষণা করা হয়েছে ।

Last Updated : Jul 12, 2020, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.