ETV Bharat / sitara

লকডাউনেও 'ট্রিপ'-এ গেলেন রিচা ! - trip to the parking lot

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে পার্কিং চত্বরে ঘুরতে যাওয়া ছবি পোস্ট করে রিচা লেখেন, "কে ভেবেছিল পার্কিং চত্বরে যাওয়াকেও 'ট্রিপ' হিসেবে ধরা হবে !"

sd
sdf
author img

By

Published : Apr 15, 2020, 9:41 AM IST

মুম্বই : মাথায় টুপি, চোখে সানগ্লাস ও কানে হেডফোন । আর পরনে ক্যাজ়ুয়াল পোশাক । এভাবেই ঘুরতে বের হলেন রিডা চাড্ডা । তবে বাড়ির বাইরে নয় । পার্কিং চত্বরেই এভাবে ঘুরে বেড়ালেন তিনি । আর এটাই এখন তাঁর কাছে একটা 'ট্রিপ'।

কোরোনা আতঙ্কের জের । দেশজুড়ে জারি লকডাউন । চলবে 3 মে পর্যন্ত । খুব প্রয়োজন ছাড়া এখন বাড়ি থেকে কোনওভাবেই বের হওয়া যাবে না । এমনই নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে । আর কোরোনার সংক্রমণ ঠেকাতে এটাই একমাত্র উপায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা । তাই আম জনতার পাশাপাশি গৃহবন্দী তারকারাও । বাড়ি থেকে বের হচ্ছেন না কেউই । পুরো সময়টা বাড়িতেই কাটাচ্ছেন তাঁরা । এভাবে সারাক্ষণ বাড়িতে থাকতে দমবন্ধ হয়ে উঠছে অনেকেরই । তাই একঘেয়ে যাতে না লাগে তার জন্য নতুন নতুন কাজ খুঁজে বের করছেন তারকারা । আর সেগুলোই সোশাল মিডিয়ায় শেয়ার করছেন ফ্যানদের সঙ্গে । কেউ অবসরে ঘর পরিষ্কার করছেন, কেউ রান্না, কেউ বাসন বাজছেন তো কেউ বই পড়ছেন । বাদ যাননি রিচাও ।

বিভিন্ন কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনিও । কখনও রান্না করছেন । যদিও তাতে তিনি একেবারেই অপটু । খুন্তি ও খাবার দু'টোই পুড়িয়ে ফেলেছেন । তাছাড়া স্ক্রিপ্ট লিখছেন ও মেডিটেশনও করছেন । আর এভাবে সারাক্ষণ বাড়িতে বসে না থেকে একটু ঘুরতে গেলেন তিনি । তাও আবার বাড়ির পার্কিং চত্বরে । কিন্তু, সেটাই এখন তাঁর কাছে খুব বড় বিষয় ।

sf
রিচার ট্রিপে যাওয়ার ছবি

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে পার্কিং চত্বরে ঘুরতে যাওয়া ছবি পোস্ট করে তিনি লেখেন, "কে ভেবেছিল পার্কিং চত্বরে যাওয়াকেও 'ট্রিপ' হিসেবে ধরা হবে !"

চার বছর ধরে আলি ফজ়লকে ডেট করছেন রিচা । এপ্রিলেই তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল । সেই মতো ফেব্রুয়ারিতে ম্যারেজ রেজিস্ট্রেশনের জন্য আবেদনও করেছিলেন তাঁরা । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে পিছিয়ে গিয়েছে তাঁদের বিয়ে ।

শেষবার 'পাঙ্গা' ছবিতে দেখা গিয়েছিল রিচাকে । এছাড়া 'শাকিলা' ও 'আভি তো পার্টি শুরু হুই হ্যায়'-এর মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে ।

মুম্বই : মাথায় টুপি, চোখে সানগ্লাস ও কানে হেডফোন । আর পরনে ক্যাজ়ুয়াল পোশাক । এভাবেই ঘুরতে বের হলেন রিডা চাড্ডা । তবে বাড়ির বাইরে নয় । পার্কিং চত্বরেই এভাবে ঘুরে বেড়ালেন তিনি । আর এটাই এখন তাঁর কাছে একটা 'ট্রিপ'।

কোরোনা আতঙ্কের জের । দেশজুড়ে জারি লকডাউন । চলবে 3 মে পর্যন্ত । খুব প্রয়োজন ছাড়া এখন বাড়ি থেকে কোনওভাবেই বের হওয়া যাবে না । এমনই নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে । আর কোরোনার সংক্রমণ ঠেকাতে এটাই একমাত্র উপায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা । তাই আম জনতার পাশাপাশি গৃহবন্দী তারকারাও । বাড়ি থেকে বের হচ্ছেন না কেউই । পুরো সময়টা বাড়িতেই কাটাচ্ছেন তাঁরা । এভাবে সারাক্ষণ বাড়িতে থাকতে দমবন্ধ হয়ে উঠছে অনেকেরই । তাই একঘেয়ে যাতে না লাগে তার জন্য নতুন নতুন কাজ খুঁজে বের করছেন তারকারা । আর সেগুলোই সোশাল মিডিয়ায় শেয়ার করছেন ফ্যানদের সঙ্গে । কেউ অবসরে ঘর পরিষ্কার করছেন, কেউ রান্না, কেউ বাসন বাজছেন তো কেউ বই পড়ছেন । বাদ যাননি রিচাও ।

বিভিন্ন কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনিও । কখনও রান্না করছেন । যদিও তাতে তিনি একেবারেই অপটু । খুন্তি ও খাবার দু'টোই পুড়িয়ে ফেলেছেন । তাছাড়া স্ক্রিপ্ট লিখছেন ও মেডিটেশনও করছেন । আর এভাবে সারাক্ষণ বাড়িতে বসে না থেকে একটু ঘুরতে গেলেন তিনি । তাও আবার বাড়ির পার্কিং চত্বরে । কিন্তু, সেটাই এখন তাঁর কাছে খুব বড় বিষয় ।

sf
রিচার ট্রিপে যাওয়ার ছবি

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে পার্কিং চত্বরে ঘুরতে যাওয়া ছবি পোস্ট করে তিনি লেখেন, "কে ভেবেছিল পার্কিং চত্বরে যাওয়াকেও 'ট্রিপ' হিসেবে ধরা হবে !"

চার বছর ধরে আলি ফজ়লকে ডেট করছেন রিচা । এপ্রিলেই তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল । সেই মতো ফেব্রুয়ারিতে ম্যারেজ রেজিস্ট্রেশনের জন্য আবেদনও করেছিলেন তাঁরা । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে পিছিয়ে গিয়েছে তাঁদের বিয়ে ।

শেষবার 'পাঙ্গা' ছবিতে দেখা গিয়েছিল রিচাকে । এছাড়া 'শাকিলা' ও 'আভি তো পার্টি শুরু হুই হ্যায়'-এর মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.