ETV Bharat / sitara

পোষ্যদের বের করে দেওয়া মূর্খের মতো কাজ, বললেন রিচা - pets

অনেকেরই ধারণা পোষ্যদের থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ছে কোরোনা ভাইরাস । আর সেই আশঙ্কা থেকেই বাড়ির পোষ্যদের রাস্তায় ছেড়ে দিচ্ছেন অনেকেই । এটিকে মূর্খের মতো কাজ বলে উল্লেখ করলেন রিচা চাড্ডা ।

dgf
fg
author img

By

Published : Apr 23, 2020, 12:02 PM IST

মুম্বই : কোরোনা সংক্রমণের আশঙ্কায় বাড়ি থেকে পোষ্যদের বের করে দিচ্ছেন অনেকেই । এটিকে মূর্খের মতো কাজ বলে উল্লেখ করলেন রিচা চাড্ডা ।

অনেকেরই ধারণা পোষ্যদের থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ছে কোরোনা ভাইরাস । আর সেই আশঙ্কা থেকেই বাড়ির পোষ্যদের রাস্তায় ছেড়ে দিচ্ছেন অনেকেই । যদিও একাধিক স্বাস্থ্য সংস্থার তরফে ইতিমধ্যেই বলা হয়েছে যে পোষ্যদের থেকে কোনওভাবেই কোরোনা ভাইরাস ছড়ায় না । আর এবার এ বিষয়ে সরব হলেন রিচা ।

IANS-কে তিনি বলেন, "এটা মূর্খের মতো বিষয় । যদি পরিবারের কেউ কোরোনায় আক্রান্ত হন তাহলে কি তাঁকে বাড়ি থেকে বের করে দেবেন ? পোষ্যদের বাড়িতে নিয়ে আসার আগে মানুষের মানসিক অবস্থার প্রাথমিক পর্যালোচনা প্রয়োজন । কোনও শিশুকে দত্তক নেওয়ার সময় যেমন বিভিন্ন নিয়ম মেনে চলতে হয়, আমার মনে হয় পোষ্য়দের ক্ষেত্রেও বিষয়টা একইরকম ।"

এর আগে একাধিকবার রাস্তার পশুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রিচা । আর এই কঠিন সময়ের মধ্যে মানুষ কীভাবে নিজের পোষ্যকে রাস্তায় ছেড়ে দিচ্ছেন সেটা বুঝতে পারছেন না রিচা ।

এ প্রসঙ্গে তিনি বলেন, "কে এই সময় পোষ্যদের বাড়ি থেকে বের করে দেয় ? একজন পশু প্রেমী হিসেবে নয় । এই সময় নিজের মধ্যে মনুষ্যত্ববোধ থাকা প্রয়োজন । এখন আমাদের সবার একজোট হয়ে থাকা দরকার । কারণ এই বিশ্ব সবার । শুধুমাত্র মানুষের নয় । এখন যদি মানুষ এমন ভাব করে যে তারাই এই বিশ্বের রাজা, তাহলে প্রকৃতিও তখন নিজের শক্তি প্রদর্শন করবে আর সবাইকে উচিত শিক্ষা দেবে ।"

তবে শুধু রিচাই নন । এই সময় যাতে পোষ্যদের বাড়ি থেকে বের করে দেওয়া না হয় তার জন্য সরব হয়েছিলেন একাধিক তারকা । তার মধ্যে রয়েছেন সোনাক্ষী সিনহা, টুইঙ্কেল খান্না, অর্জুন কাপুর সহ আরও অনেকে ।

মুম্বই : কোরোনা সংক্রমণের আশঙ্কায় বাড়ি থেকে পোষ্যদের বের করে দিচ্ছেন অনেকেই । এটিকে মূর্খের মতো কাজ বলে উল্লেখ করলেন রিচা চাড্ডা ।

অনেকেরই ধারণা পোষ্যদের থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ছে কোরোনা ভাইরাস । আর সেই আশঙ্কা থেকেই বাড়ির পোষ্যদের রাস্তায় ছেড়ে দিচ্ছেন অনেকেই । যদিও একাধিক স্বাস্থ্য সংস্থার তরফে ইতিমধ্যেই বলা হয়েছে যে পোষ্যদের থেকে কোনওভাবেই কোরোনা ভাইরাস ছড়ায় না । আর এবার এ বিষয়ে সরব হলেন রিচা ।

IANS-কে তিনি বলেন, "এটা মূর্খের মতো বিষয় । যদি পরিবারের কেউ কোরোনায় আক্রান্ত হন তাহলে কি তাঁকে বাড়ি থেকে বের করে দেবেন ? পোষ্যদের বাড়িতে নিয়ে আসার আগে মানুষের মানসিক অবস্থার প্রাথমিক পর্যালোচনা প্রয়োজন । কোনও শিশুকে দত্তক নেওয়ার সময় যেমন বিভিন্ন নিয়ম মেনে চলতে হয়, আমার মনে হয় পোষ্য়দের ক্ষেত্রেও বিষয়টা একইরকম ।"

এর আগে একাধিকবার রাস্তার পশুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রিচা । আর এই কঠিন সময়ের মধ্যে মানুষ কীভাবে নিজের পোষ্যকে রাস্তায় ছেড়ে দিচ্ছেন সেটা বুঝতে পারছেন না রিচা ।

এ প্রসঙ্গে তিনি বলেন, "কে এই সময় পোষ্যদের বাড়ি থেকে বের করে দেয় ? একজন পশু প্রেমী হিসেবে নয় । এই সময় নিজের মধ্যে মনুষ্যত্ববোধ থাকা প্রয়োজন । এখন আমাদের সবার একজোট হয়ে থাকা দরকার । কারণ এই বিশ্ব সবার । শুধুমাত্র মানুষের নয় । এখন যদি মানুষ এমন ভাব করে যে তারাই এই বিশ্বের রাজা, তাহলে প্রকৃতিও তখন নিজের শক্তি প্রদর্শন করবে আর সবাইকে উচিত শিক্ষা দেবে ।"

তবে শুধু রিচাই নন । এই সময় যাতে পোষ্যদের বাড়ি থেকে বের করে দেওয়া না হয় তার জন্য সরব হয়েছিলেন একাধিক তারকা । তার মধ্যে রয়েছেন সোনাক্ষী সিনহা, টুইঙ্কেল খান্না, অর্জুন কাপুর সহ আরও অনেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.