ETV Bharat / sitara

"রাত না কাটানোয় অভিনেত্রীকে বাদ দিয়েছিলেন, তাঁরাও সুশান্তের মৃত্যুতে শোকপ্রকাশ করছেন" - রিচা চাড্ডা

সুশান্তের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনেক পরিচালকই । এ প্রসঙ্গে রিচা লেখেন, "সুশান্তের মৃত্যুর পর সমবেদনা জানিয়েছেন অনেক পরিচালক । তাঁদের মধ্যে এমন মানুষও রয়েছে, যিনি অভিনেত্রীকে সিনেমা থেকে বাদ দিয়ে দিয়েছিলেন শুধুমাত্র ওই অভিনেত্রী তাঁর সঙ্গে রাত কাটাতে অস্বীকার করেছিল বলে ।"

asd
asd
author img

By

Published : Jul 17, 2020, 8:49 AM IST

Updated : Jul 17, 2020, 9:01 AM IST

মুম্বই : বলিউডে নেপোটিজ়ম কোনও বিষয় নয় । এ নিয়ে আগেও মন্তব্য করেছেন অনেকেই । যদিও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আরও জোরাল হয়ে উঠেছে বিষয়টি । কার্যত এই নিয়ে এখন দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে বলিপাড়া । আর এবার এই বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা গেল রিচা চাড্ডাকে । পাশাপাশি পরিচালকদের একাংশকে কটাক্ষও করেছেন তিনি ।

সম্প্রতি একটি ব্লগ লেখেন রিচা । সেখানেই বিষয়টি নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে । লেখেন, "বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রি 'অভ্যন্তরীণ' আর 'বহিরাগত'-র মধ্যে ভাগ হয়ে গিয়েছে । তবে আমার মত হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো-মন্দ মানুষের মাধ্যমে ভাগ হয়ে গিয়েছে ।"

একজন বহিরাগত হিসেবে রিচা বুঝেছেন, এই ইন্ডাস্ট্রি আসলে খাদ্য-শৃঙ্খলের মতো । তিনি লেখেন, "আজ যাঁরা শোকপ্রকাশ করছেন তাঁরাও অধীনস্তদের প্রতি একদিন নিষ্ঠুর আচরণ করেছিলেন । বলিউডের অভ্যন্তরেও এমন অনেক মানুষ রয়েছেন, যাঁরা বেশ দয়ালু ও সহৃদয় । এমনও রয়েছেন, যাঁরা বাইরে থেকেও এসেও অসম্ভব অহংকারী । ক্যারিয়ারের শুরুতে আমিও বহিরাগতই ছিলাম । আমাকেও অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে । তবে পরবর্তীকালে সেটাই আমার শক্তি হয়ে দাঁড়িয়েছে । তবে এটা শুধু আমার বিষয় নয় । এক্ষেত্রে একাধিক মানুষের অভিজ্ঞতা এক এক রকমের ।"

তিনি আরও লেখেন, "আমি স্টার কিডদের অপছন্দ করি না । আমরা কি চাইব তাঁদের থেকে ? কারও বাবা যদি স্টার হন, তাহলে সেই বিষয়টা তাঁদের মধ্যেও চলে যাবে । আমাদের ক্ষেত্রেও বিষয়টা একই । আমরা কি বাবা-মাকে অপছন্দ করি...এটা খুব বাজে একটা তর্ক ।"

সুশান্তের সঙ্গে নিজের বন্ধুত্ব প্রসঙ্গে রিচা লেখেন, "সুশান্ত আর আমি একই থিয়েটার গ্রুপে অভিনয় করতাম । আমি দিল্লি থেকে আসার পর মুম্বইয়ে এক বন্ধুর সঙ্গে 700 স্কোয়্যার ফিটের একটা ফ্ল্যাটে থাকতাম । সুশান্ত আমাকে প্রায়ই ওর বাইকে রিহার্সালে নিয়ে যেত, যার জন্য আমি কৃতজ্ঞ । আমি যে ভীষণ গরিব ছিলাম, ভেঙে পড়েছিলাম, এমনটা নয় । আমাকে একটা স্কিন কেয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপন করতে হয়েছিল, কারণ টাকাটা প্রয়োজনীয় ছিল । যখন মেকআপ করে অটো বা রিকশায় চড়ে অডিশানে যেতে হত, এদিকে মেকআপ গলে যাওয়ার আশঙ্কা থাকত । যেটা কোনও স্টার কিডের ক্ষেত্রে হয় না । যদি কোনও স্টার কিড রিকশা করে অডিশন দিতে যান, তাহলে তার জন্য আলাদা প্রশংসা পান । তবে আমি এই সুবিধা নেওয়ার পক্ষপাতী নই ।"

তবে কারও মৃত্যুর জন্য দায়ি করে কাউকে ধর্ষণ বা খুনের হুমকি দেওয়া ঠিক নয় বলে মনে করেন রিচা । এ প্রসঙ্গে তিনি লেখেন, "সুশান্তের মৃত্যুতে আজ যাঁরা তাঁর প্রেমিকাকে ধর্ষণ করে খুনের হুমকি দিচ্ছেন তাঁরা কী ধরনের ফ্যান ? এদের মধ্যে কিছু লোকজনের প্রোফাইল আমি চেক করেছি, যাঁরা একসময় সুশান্তকেও তাঁর 'পদ্মাবত' ছবি নিয়ে মত প্রকাশের জন্য আক্রমণ করেছিলেন । এখন তাঁরাই আবার অন্য কাউকে গালি দিচ্ছেন ।"

সুশান্তের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনেক পরিচালকই । যদিও তাঁদের মধ্যে এমন অনেকই রয়েছেন যাঁদের স্বভাব একেবারেই ভালো নয় বলে জানিয়েছেন রিচা । লেখেন, "সুশান্তের মৃত্যুর পর সমবেদনা জানিয়েছেন অনেক পরিচালক । তাঁদের মধ্যে এমন মানুষও রয়েছে, যিনি অভিনেত্রীকে সিনেমা থেকে বাদ দিয়ে দিয়েছিলেন শুধুমাত্র ওই অভিনেত্রী তাঁর সঙ্গে রাত কাটাতে অস্বীকার করেছিল বলে ।"

মুম্বই : বলিউডে নেপোটিজ়ম কোনও বিষয় নয় । এ নিয়ে আগেও মন্তব্য করেছেন অনেকেই । যদিও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আরও জোরাল হয়ে উঠেছে বিষয়টি । কার্যত এই নিয়ে এখন দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে বলিপাড়া । আর এবার এই বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা গেল রিচা চাড্ডাকে । পাশাপাশি পরিচালকদের একাংশকে কটাক্ষও করেছেন তিনি ।

সম্প্রতি একটি ব্লগ লেখেন রিচা । সেখানেই বিষয়টি নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে । লেখেন, "বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রি 'অভ্যন্তরীণ' আর 'বহিরাগত'-র মধ্যে ভাগ হয়ে গিয়েছে । তবে আমার মত হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো-মন্দ মানুষের মাধ্যমে ভাগ হয়ে গিয়েছে ।"

একজন বহিরাগত হিসেবে রিচা বুঝেছেন, এই ইন্ডাস্ট্রি আসলে খাদ্য-শৃঙ্খলের মতো । তিনি লেখেন, "আজ যাঁরা শোকপ্রকাশ করছেন তাঁরাও অধীনস্তদের প্রতি একদিন নিষ্ঠুর আচরণ করেছিলেন । বলিউডের অভ্যন্তরেও এমন অনেক মানুষ রয়েছেন, যাঁরা বেশ দয়ালু ও সহৃদয় । এমনও রয়েছেন, যাঁরা বাইরে থেকেও এসেও অসম্ভব অহংকারী । ক্যারিয়ারের শুরুতে আমিও বহিরাগতই ছিলাম । আমাকেও অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে । তবে পরবর্তীকালে সেটাই আমার শক্তি হয়ে দাঁড়িয়েছে । তবে এটা শুধু আমার বিষয় নয় । এক্ষেত্রে একাধিক মানুষের অভিজ্ঞতা এক এক রকমের ।"

তিনি আরও লেখেন, "আমি স্টার কিডদের অপছন্দ করি না । আমরা কি চাইব তাঁদের থেকে ? কারও বাবা যদি স্টার হন, তাহলে সেই বিষয়টা তাঁদের মধ্যেও চলে যাবে । আমাদের ক্ষেত্রেও বিষয়টা একই । আমরা কি বাবা-মাকে অপছন্দ করি...এটা খুব বাজে একটা তর্ক ।"

সুশান্তের সঙ্গে নিজের বন্ধুত্ব প্রসঙ্গে রিচা লেখেন, "সুশান্ত আর আমি একই থিয়েটার গ্রুপে অভিনয় করতাম । আমি দিল্লি থেকে আসার পর মুম্বইয়ে এক বন্ধুর সঙ্গে 700 স্কোয়্যার ফিটের একটা ফ্ল্যাটে থাকতাম । সুশান্ত আমাকে প্রায়ই ওর বাইকে রিহার্সালে নিয়ে যেত, যার জন্য আমি কৃতজ্ঞ । আমি যে ভীষণ গরিব ছিলাম, ভেঙে পড়েছিলাম, এমনটা নয় । আমাকে একটা স্কিন কেয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপন করতে হয়েছিল, কারণ টাকাটা প্রয়োজনীয় ছিল । যখন মেকআপ করে অটো বা রিকশায় চড়ে অডিশানে যেতে হত, এদিকে মেকআপ গলে যাওয়ার আশঙ্কা থাকত । যেটা কোনও স্টার কিডের ক্ষেত্রে হয় না । যদি কোনও স্টার কিড রিকশা করে অডিশন দিতে যান, তাহলে তার জন্য আলাদা প্রশংসা পান । তবে আমি এই সুবিধা নেওয়ার পক্ষপাতী নই ।"

তবে কারও মৃত্যুর জন্য দায়ি করে কাউকে ধর্ষণ বা খুনের হুমকি দেওয়া ঠিক নয় বলে মনে করেন রিচা । এ প্রসঙ্গে তিনি লেখেন, "সুশান্তের মৃত্যুতে আজ যাঁরা তাঁর প্রেমিকাকে ধর্ষণ করে খুনের হুমকি দিচ্ছেন তাঁরা কী ধরনের ফ্যান ? এদের মধ্যে কিছু লোকজনের প্রোফাইল আমি চেক করেছি, যাঁরা একসময় সুশান্তকেও তাঁর 'পদ্মাবত' ছবি নিয়ে মত প্রকাশের জন্য আক্রমণ করেছিলেন । এখন তাঁরাই আবার অন্য কাউকে গালি দিচ্ছেন ।"

সুশান্তের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনেক পরিচালকই । যদিও তাঁদের মধ্যে এমন অনেকই রয়েছেন যাঁদের স্বভাব একেবারেই ভালো নয় বলে জানিয়েছেন রিচা । লেখেন, "সুশান্তের মৃত্যুর পর সমবেদনা জানিয়েছেন অনেক পরিচালক । তাঁদের মধ্যে এমন মানুষও রয়েছে, যিনি অভিনেত্রীকে সিনেমা থেকে বাদ দিয়ে দিয়েছিলেন শুধুমাত্র ওই অভিনেত্রী তাঁর সঙ্গে রাত কাটাতে অস্বীকার করেছিল বলে ।"

Last Updated : Jul 17, 2020, 9:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.