ETV Bharat / sitara

লকডাউনে স্ক্রিপ্ট লিখছেন রিচা - richa chadha on lockdown

স্ক্রিপটা লেখার ভাবনা এসেছিল অনেক আগেই । গত কয়েক মাস ধরেই কয়েকটি গল্পের ভাবনা রিচার মাথায় ঘোরাঘুরি করছিল । কিন্তু, ব্যস্ততার মাঝে তা লেখার সময় হয়ে উঠছিল না । আর এবার সেই সুযোগ পেয়ে লকডাউনের মধ্যে স্ক্রিপ্ট লেখার কাজ শুরু করে দিয়েছেন তিনি ।

sdf
dsf
author img

By

Published : Apr 13, 2020, 2:07 PM IST

মুম্বই : যাঁরা রিচা চাড্ডাকে ব্যক্তিগতভাবে চেনেন, তাঁরা ভালোভাবেই জানেন যে শুটিং না থাকলে তিনি কী নিয়ে ব্যস্ত থাকেন । তিনি চলে যান এক অন্য জগতে । লেখালেখির দুনিয়ায় । আর তাঁর প্রতিভাকে বিকশিত করার সুবর্ণ সুযোগ করে দিয়েছে এই লকডাউন । যা কাজেও লাগাচ্ছেন তিনি । লিখছেন তাঁর প্রথম স্ক্রিপট ।

তবে স্ক্রিপটা লেখার ভাবনা এসেছিল অনেক আগেই । গত কয়েক মাস ধরেই কয়েকটি গল্পের ভাবনা তাঁর মাথায় ঘোরাঘুরি করছিল । কিন্তু, ব্যস্ততার মাঝে তা লেখার সময় হয়ে উঠছিল না । এবার এসেছে সেই সুযোগ । এখন দিনের মধ্যে বেশিরভাগ সময়ই তিনি ব্যস্ত থাকছেন লেখা নিয়ে । তাঁর কলমে ফুটে উঠছে একটি ডার্ক কমেডি ।

তিনি বলেন, "প্রথমে কয়েকটি ভাবনা লিখে ফেলেছিলাম । ধীরে ধীরে একটা ধারণা তৈরি হয়েছে যেটিকে পরিপূর্ণতা দিতে চাই ।" আর অভিষেকে তাঁর পছন্দের কমেডিকেই বেছে নিয়েছেন তিনি । বলেন, "প্রয়োজনীয় সবকিছুর উপর মানুষ কেন এত প্রাধান্য দেয়, সেটিকে মাথায় রেখেই আমি কিছু লিখতে চেয়েছিলাম । অনেকদিন ধরেই ভাবনাটা আমার মধ্যে বন্দী হয়ে ছিল । আর লকডাউন আমার সেই সৃজনশীলতা প্রকাশ করার সুযোগ করে দিল ।"

কোরোনা সংক্রমণ ও লকডাইনের জেরে শুটিং বন্ধ । ঘরেই বন্দী তারকারা । এই সময়ে অনেকেই অনেক কিছু করছেন । কেউ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন আবার কেউ মন দিয়েছেন ঘরের কাজে । বানাচ্ছেন নতুন নতুন জিনিস আর তা শেয়ার করছেন সোশাল সাইটে । ঘরে থেকেও অনেকে আবার কোরোনা নিয়ে নিরন্তর মানুষকে সচেতন করে চলেছেন । পোস্ট করছেন একাধিক ছবি, ভিডিয়ো ।

অন্যভাবে সময়টা কাটাচ্ছেন রিচা। মন দিয়েছেন লেখালেখির কাজে।

মুম্বই : যাঁরা রিচা চাড্ডাকে ব্যক্তিগতভাবে চেনেন, তাঁরা ভালোভাবেই জানেন যে শুটিং না থাকলে তিনি কী নিয়ে ব্যস্ত থাকেন । তিনি চলে যান এক অন্য জগতে । লেখালেখির দুনিয়ায় । আর তাঁর প্রতিভাকে বিকশিত করার সুবর্ণ সুযোগ করে দিয়েছে এই লকডাউন । যা কাজেও লাগাচ্ছেন তিনি । লিখছেন তাঁর প্রথম স্ক্রিপট ।

তবে স্ক্রিপটা লেখার ভাবনা এসেছিল অনেক আগেই । গত কয়েক মাস ধরেই কয়েকটি গল্পের ভাবনা তাঁর মাথায় ঘোরাঘুরি করছিল । কিন্তু, ব্যস্ততার মাঝে তা লেখার সময় হয়ে উঠছিল না । এবার এসেছে সেই সুযোগ । এখন দিনের মধ্যে বেশিরভাগ সময়ই তিনি ব্যস্ত থাকছেন লেখা নিয়ে । তাঁর কলমে ফুটে উঠছে একটি ডার্ক কমেডি ।

তিনি বলেন, "প্রথমে কয়েকটি ভাবনা লিখে ফেলেছিলাম । ধীরে ধীরে একটা ধারণা তৈরি হয়েছে যেটিকে পরিপূর্ণতা দিতে চাই ।" আর অভিষেকে তাঁর পছন্দের কমেডিকেই বেছে নিয়েছেন তিনি । বলেন, "প্রয়োজনীয় সবকিছুর উপর মানুষ কেন এত প্রাধান্য দেয়, সেটিকে মাথায় রেখেই আমি কিছু লিখতে চেয়েছিলাম । অনেকদিন ধরেই ভাবনাটা আমার মধ্যে বন্দী হয়ে ছিল । আর লকডাউন আমার সেই সৃজনশীলতা প্রকাশ করার সুযোগ করে দিল ।"

কোরোনা সংক্রমণ ও লকডাইনের জেরে শুটিং বন্ধ । ঘরেই বন্দী তারকারা । এই সময়ে অনেকেই অনেক কিছু করছেন । কেউ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন আবার কেউ মন দিয়েছেন ঘরের কাজে । বানাচ্ছেন নতুন নতুন জিনিস আর তা শেয়ার করছেন সোশাল সাইটে । ঘরে থেকেও অনেকে আবার কোরোনা নিয়ে নিরন্তর মানুষকে সচেতন করে চলেছেন । পোস্ট করছেন একাধিক ছবি, ভিডিয়ো ।

অন্যভাবে সময়টা কাটাচ্ছেন রিচা। মন দিয়েছেন লেখালেখির কাজে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.