মুম্বই : পায়েল ঘোষের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মানহানির মামলা দায়ের করলেন রিচা চাড্ডা । এছাড়া কমল আর খান ও একটি সংবাদ চ্যানেলের বিরুদ্ধেও মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন । পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে 1.1 কোটি টাকা দাবি করেছেন তিনি ।
আদালতের কাছে রিচা আবেদনে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে এই ধরনের মানহানিকর মন্তব্য যেন ভবিষ্যতে করা না হয় । পাশাপাশি এই ধরনের ভিডিয়ো ও টুইট অবিলম্বে সরিয়ে ফেলে টুইটার ও অন্য ওয়েবসাইটে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন তিনি । এই মামলার পরবর্তী শুনানি আগামীকাল ।
কয়েকদিন আগে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন পায়েল । মুম্বইয়ের ভারসোভা থানায় তাঁর বিরুদ্ধে FIR-ও দায়ের করেছিলেন । তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল অনুরাগকে । একটি সাক্ষাৎকারে পায়েল দাবি করেছিলেন, শুধু তিনিই নন । রিচা চাড্ডা ও হুমা কুরেশিও পরিচালকের যৌন হেনস্থার শিকার হয়েছিলেন ।
এরপরই পায়েলের উপর চটে যান রিচা । তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি । সেই মতো পায়েলের কাছে আইনি নোটিশও পাঠিয়েছিলেন । এরপর আইনজীবী সবিনা বেদী সচারের মাধ্যমে একটি বিবৃতি দেন । যেখানে রিচার আইনজীবী জানান, "অনুরাগের যৌন হেনস্থা প্রসঙ্গে আমার মক্কেল রিচা চাড্ডার নাম অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে । তবে আমার মক্কেল বিশ্বাস করেন যিনি কাজের জায়গায় বা অন্যত্র যৌন হেনস্থার শিকার হয়েছেন, তাঁর বিচার পাওয়া উচিত । কাজের জায়গায় মহিলা ও পুরুষের সমান অধিকার থাকা উচিত । মহিলাদের আত্মসম্মান যেন কোনও অবস্থাতেই ক্ষুণ্ণ না হয় ।"
তিনি আরও জানান, "মহিলারা যেন নিজের স্বাধীন মত প্রকাশের ক্ষমতার অপব্যবহার করে অন্য মহিলাকে কোনও বিতর্কের মধ্যে টেনে না আনেন, এমনকী কোনও মিথ্যা ও ভিত্তিহীন দোষারোপ না করেন ।"