ETV Bharat / sitara

প্রতিবেশীর বিরুদ্ধে পদক্ষেপ করতে CBI-কে চিঠি রিয়ার - Rhea seeking action against neighbour

CBI-কে পাঠানো চিঠিতে রিয়া লেখেন, "ডিম্পল থাওয়ানির বক্তব্য সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন । তদন্তকে ভুল পথে চালিত করার জন্যই এই ধরনের মন্তব্য করছেন তিনি । ভারতীয় দণ্ডবিধির 203 ও 211 নম্বর ধারা অনুযায়ী যা অপরাধযোগ্য । অভিযোগ প্রমাণিত হলে কমপক্ষে সাত বছর কারাদণ্ড হতে পারে ।" আর সেই কারণে ওই প্রতিবেশীর বিরুদ্ধে CBI-কে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রিয়া ।

sad
asd
author img

By

Published : Oct 13, 2020, 12:23 PM IST

মুম্বই : মৃত্যুর আগের দিন অর্থাৎ 13 জুন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা হয়নি রিয়া চক্রবর্তীর । সংবাদমাধ্যমের সামনে তাঁর প্রতিবেশী যে কথা বলেছেন, তা "সম্পূর্ণ মিথ্যে"। গতকাল চিঠিতে CBI-কে এই অভিযোগ জানিয়েছেন রিয়া চক্রবর্তী ।

সংবাদমাধ্যমের সামনে রিয়ার প্রতিবেশী ডিম্পল থাওয়ানি জানিয়েছিলেন, 13 জুন রাতে রিয়াকে গাড়িতে করে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন সুশান্ত । যদিও কয়েকদিন আগে রিয়া জানিয়েছিলেন, মৃত্যুর এক সপ্তাহ আগে তাঁকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলেন সুশান্ত । সেই মতো নিজের বাড়ি ফিরে যান তিনি । তারপর আর কখনও দু’জনের মধ্যে দেখা হয়নি ।

এরপর CBI-কে পাঠানো চিঠিতে রিয়া লেখেন, "ডিম্পল থাওয়ানির বক্তব্য সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন । তদন্তকে ভুল পথে চালিত করার জন্যই এই ধরনের মন্তব্য করছেন তিনি । ভারতীয় দণ্ডবিধির 203 ও 211 নম্বর ধারা অনুযায়ী যা অপরাধযোগ্য । অভিযোগ প্রমাণিত হলে কমপক্ষে সাত বছর কারাদণ্ড হতে পারে তাঁর ।" আর সেই কারণে ওই প্রতিবেশীর বিরুদ্ধে CBI-কে কড়া ব্যবস্থা করার দাবি জানিয়েছেন রিয়া ।

14 সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । সেই সময় সুশান্তের মৃত্যুর জন্য রিয়াকে কাঠগড়ায় দাঁড় করান প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠরা । এমনকী, সুশান্তের পরিবারের তরফেও রিয়াকেই দায়ি করা হয়েছিল । এরপর CBI ও ED-র তরফে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে । সেই সময় কলরেকর্ড খতিয়ে দেখে মাদক যোগের হদিশ পান তদন্তকারীরা ।

তদন্তে নামে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর 8 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় রিয়াকে । প্রায় এক মাস পর মাদক মামলায় শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট ।

মুম্বই : মৃত্যুর আগের দিন অর্থাৎ 13 জুন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা হয়নি রিয়া চক্রবর্তীর । সংবাদমাধ্যমের সামনে তাঁর প্রতিবেশী যে কথা বলেছেন, তা "সম্পূর্ণ মিথ্যে"। গতকাল চিঠিতে CBI-কে এই অভিযোগ জানিয়েছেন রিয়া চক্রবর্তী ।

সংবাদমাধ্যমের সামনে রিয়ার প্রতিবেশী ডিম্পল থাওয়ানি জানিয়েছিলেন, 13 জুন রাতে রিয়াকে গাড়িতে করে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন সুশান্ত । যদিও কয়েকদিন আগে রিয়া জানিয়েছিলেন, মৃত্যুর এক সপ্তাহ আগে তাঁকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলেন সুশান্ত । সেই মতো নিজের বাড়ি ফিরে যান তিনি । তারপর আর কখনও দু’জনের মধ্যে দেখা হয়নি ।

এরপর CBI-কে পাঠানো চিঠিতে রিয়া লেখেন, "ডিম্পল থাওয়ানির বক্তব্য সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন । তদন্তকে ভুল পথে চালিত করার জন্যই এই ধরনের মন্তব্য করছেন তিনি । ভারতীয় দণ্ডবিধির 203 ও 211 নম্বর ধারা অনুযায়ী যা অপরাধযোগ্য । অভিযোগ প্রমাণিত হলে কমপক্ষে সাত বছর কারাদণ্ড হতে পারে তাঁর ।" আর সেই কারণে ওই প্রতিবেশীর বিরুদ্ধে CBI-কে কড়া ব্যবস্থা করার দাবি জানিয়েছেন রিয়া ।

14 সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । সেই সময় সুশান্তের মৃত্যুর জন্য রিয়াকে কাঠগড়ায় দাঁড় করান প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠরা । এমনকী, সুশান্তের পরিবারের তরফেও রিয়াকেই দায়ি করা হয়েছিল । এরপর CBI ও ED-র তরফে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে । সেই সময় কলরেকর্ড খতিয়ে দেখে মাদক যোগের হদিশ পান তদন্তকারীরা ।

তদন্তে নামে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর 8 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় রিয়াকে । প্রায় এক মাস পর মাদক মামলায় শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.