ETV Bharat / sitara

"দিদি খুব খারাপ", রিয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটে লিখেছিলেন সুশান্ত - Sushant Singh Rajput suicide

রিয়ার আসার পরই বদলে গিয়েছিল সুশান্তের জীবন । এমনকী, রিয়ার পরিবারের সঙ্গেও ভালোই সম্পর্ক ছিল তাঁর । বেশ আনন্দেই ছিলেন অভিনেতা । রিয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটের সময় এই কথাই নাকি লিখেছিলেন প্রয়াত অভিনেতা । সম্প্রতি তার স্ক্রিনশট সামনে আনেন রিয়া । এমনকী, সেখানে নিজের দিদি প্রিয়াঙ্কার ব্যবহারে দুঃখপ্রকাশ করতেও দেখা যায় সুশান্তকে ।

ো্
ে্ি
author img

By

Published : Aug 9, 2020, 4:34 PM IST

মুম্বই : মৃত্যুর আগে নাকি তাঁকে 'কৃতজ্ঞতা' জানিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত । ডায়েরির পাতার একটি ছবি দেখিয়ে আগেই সেটা দাবি করেছিলেন তিনি । আর এবার সুশান্তের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি স্ক্রিনশট শেয়ার করলেন রিয়া চক্রবর্তী । সেখানে দিদি প্রিয়াঙ্কার ব্যবহারে রিয়ার কাছে দুঃখপ্রকাশ করতে দেখা গিয়েছে সুশান্তকে । ওই চ্যাটে প্রয়াত অভিনেতা লিখেছিলেন, "সিদ্ধার্থ পিঠানিকে নিজের মতো করে চালানোর চেষ্টা করছে প্রিয়াঙ্কা দিদি ।"

তবে ওই চ্যাটে রিয়ার পরিবারের প্রশংসা করতে দেখা যায় সুশান্তকে । তিনি লিখেছিলেন, "তোমার পরিবার খুবই ভালো । সৌভিক খুবই সহানুভূতিশীল । তুমিও তাই । আমার এত পরিবর্তন শুধুমাত্র তোমার জন্যই । তুমি আমার চারপাশে থাকলে আমি এবং আমার বন্ধুরা আনন্দে থাকব এবং ভালো থাকব । তুমিই আসল রকস্টার ।" এর পরবর্তী মেসেজে তিনি লিখেছিলেন, "তুমি প্লিজ একটু হাসো । হাসলে তোমায় খুব সুন্দর দেখায় । আমি এখন ঘুমোনোর চেষ্টা করছি । জামিলার মতো একটা স্বপ্ন দেখতে চাই । অসাধারণ না সেটা ? বাই ।"

এছাড়াও দিদি প্রিয়াঙ্কাকে নিয়েও রিয়ার সঙ্গে মেসেজে কথা হয় সুশান্তের । সেখানে দিদিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি । ওই মেসেজে দিদিকে "খুব খারাপ" বলেও উল্লেখ করেন তিনি । লিখেছিলেন, "সিদ্ধার্থ পিঠানিকে নিজের মতো করে চালানোর চেষ্টা করছে প্রিয়াঙ্কা দিদি ।" এরপর প্রিয়াঙ্কাকে তিনি লিখেছিলেন, "তুমি যেটা করেছ, সেটা ঠিক করনি । মদ্যপানের প্রভাবে যেভাবে কাউকে হেনস্থা করলে সেটা লজ্জাজনক।"

এদিকে কয়েকদিন আগেই একটি পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিং বলেন, "দুই ভাইবোনকে আলাদা করতেই এই মাইন্ড গেম খেলেছিলেন রিয়া । পরে সুশান্ত তা বুঝতে পারেন এবং দিদির কাছে ক্ষমাও চেয়ে নেন ।"

এছাড়াও দিদিকে সুশান্ত লিখেছিলেন, "দিদি মায়ের শিক্ষার বিরুদ্ধে গিয়েছে । নিজের ইগোকেই বড় করে দেখছে । অহংকারে অন্ধ হয়ে গিয়েছে । এই বিশ্বে আমার নিজের জন্য পরিবর্তন আনতে যা কিছু প্রয়োজন সবই আমি করব ।" কেন তাঁর চোখের সামনে সিদ্ধার্থকে অপমান করা হচ্ছে সেই প্রশ্নও তুলেছিলেন সুশান্ত ।

শুক্রবার রিয়া ও তাঁর ভাইকে জেরা করে ED । গতকাল ফের জেরা করা হয় তাঁর ভাইকেও । আগামীকাল আবারও তাঁদের তলব করেছে ED ।

মুম্বই : মৃত্যুর আগে নাকি তাঁকে 'কৃতজ্ঞতা' জানিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত । ডায়েরির পাতার একটি ছবি দেখিয়ে আগেই সেটা দাবি করেছিলেন তিনি । আর এবার সুশান্তের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি স্ক্রিনশট শেয়ার করলেন রিয়া চক্রবর্তী । সেখানে দিদি প্রিয়াঙ্কার ব্যবহারে রিয়ার কাছে দুঃখপ্রকাশ করতে দেখা গিয়েছে সুশান্তকে । ওই চ্যাটে প্রয়াত অভিনেতা লিখেছিলেন, "সিদ্ধার্থ পিঠানিকে নিজের মতো করে চালানোর চেষ্টা করছে প্রিয়াঙ্কা দিদি ।"

তবে ওই চ্যাটে রিয়ার পরিবারের প্রশংসা করতে দেখা যায় সুশান্তকে । তিনি লিখেছিলেন, "তোমার পরিবার খুবই ভালো । সৌভিক খুবই সহানুভূতিশীল । তুমিও তাই । আমার এত পরিবর্তন শুধুমাত্র তোমার জন্যই । তুমি আমার চারপাশে থাকলে আমি এবং আমার বন্ধুরা আনন্দে থাকব এবং ভালো থাকব । তুমিই আসল রকস্টার ।" এর পরবর্তী মেসেজে তিনি লিখেছিলেন, "তুমি প্লিজ একটু হাসো । হাসলে তোমায় খুব সুন্দর দেখায় । আমি এখন ঘুমোনোর চেষ্টা করছি । জামিলার মতো একটা স্বপ্ন দেখতে চাই । অসাধারণ না সেটা ? বাই ।"

এছাড়াও দিদি প্রিয়াঙ্কাকে নিয়েও রিয়ার সঙ্গে মেসেজে কথা হয় সুশান্তের । সেখানে দিদিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি । ওই মেসেজে দিদিকে "খুব খারাপ" বলেও উল্লেখ করেন তিনি । লিখেছিলেন, "সিদ্ধার্থ পিঠানিকে নিজের মতো করে চালানোর চেষ্টা করছে প্রিয়াঙ্কা দিদি ।" এরপর প্রিয়াঙ্কাকে তিনি লিখেছিলেন, "তুমি যেটা করেছ, সেটা ঠিক করনি । মদ্যপানের প্রভাবে যেভাবে কাউকে হেনস্থা করলে সেটা লজ্জাজনক।"

এদিকে কয়েকদিন আগেই একটি পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিং বলেন, "দুই ভাইবোনকে আলাদা করতেই এই মাইন্ড গেম খেলেছিলেন রিয়া । পরে সুশান্ত তা বুঝতে পারেন এবং দিদির কাছে ক্ষমাও চেয়ে নেন ।"

এছাড়াও দিদিকে সুশান্ত লিখেছিলেন, "দিদি মায়ের শিক্ষার বিরুদ্ধে গিয়েছে । নিজের ইগোকেই বড় করে দেখছে । অহংকারে অন্ধ হয়ে গিয়েছে । এই বিশ্বে আমার নিজের জন্য পরিবর্তন আনতে যা কিছু প্রয়োজন সবই আমি করব ।" কেন তাঁর চোখের সামনে সিদ্ধার্থকে অপমান করা হচ্ছে সেই প্রশ্নও তুলেছিলেন সুশান্ত ।

শুক্রবার রিয়া ও তাঁর ভাইকে জেরা করে ED । গতকাল ফের জেরা করা হয় তাঁর ভাইকেও । আগামীকাল আবারও তাঁদের তলব করেছে ED ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.