ETV Bharat / sitara

অভিনন্দন ভারত, একটা মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করার জন্য : রিয়ার বাবা - Rhea likely arrest

একটি বিবৃতিতে রিয়ার বাবা ইন্দ্রজিৎ বলেন, "অভিনন্দন ভারত, আপনারা আমার ছেলেকে গ্রেপ্তার করেছেন । আমি নিশ্চিত যে এরপরই তালিকায় আছে আমার মেয়ে এবং তারপর কে আছে, তা আমি জানি না । আপনারা খুব সুন্দরভাবে একটি মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করে দিয়েছেন । যদিও বিচারের জন্য অবশ্য সবকিছু ন্যায়সঙ্গত । জয় হিন্দ ।"

োে্
োে্
author img

By

Published : Sep 6, 2020, 1:28 PM IST

মুম্বই : ড্রাগ লেনেদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক । 4 সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। আর এবার গ্রেপ্তারির তালিকায় রিয়া রয়েছেন বলে কটাক্ষের সুরে সঙ্গে জানালেন তাঁর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী ।

দিনকয়েক আগে রিয়ার বাবাকে জিজ্ঞাসাবাদ করে CBI । দু'দিন পরপর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে । সেই সময় অবশ্য তদন্ত নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি । তবে ছেলের গ্রেপ্তারির পরই মুখ খোলেন । গতকাল একটি বিবৃতিতে তিনি বলেন, "অভিনন্দন ভারত, আপনারা আমার ছেলেকে গ্রেপ্তার করেছেন । আমি নিশ্চিত যে এরপরই তালিকায় আছে আমার মেয়ে এবং তারপর কে আছে, তা আমি জানি না । আপনারা খুব সুন্দরভাবে একটি মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করে দিয়েছেন । যদিও বিচারের জন্য অবশ্য সবকিছু ন্যায়সঙ্গত । জয় হিন্দ ।"

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । তারপর যতদিন যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে তাঁর মৃত্যুরহস্য । তাঁর মৃত্যুর জন্য রিয়া সহ ছ'জনের বিরুদ্ধে বিহারের রাজীব নগর থানায় 25 জুলাই FIR দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং । তাঁর অভিযোগ, সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন রিয়া । এছাড়া রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি ।

আরও পড়ুন : রিয়াকে জিজ্ঞাসাবাদ NCB-র

সেই FIR-এর ভিত্তিতে 31 জুলাই আর্থিক তছরুপের মামলা দায়ের করে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তদন্তের সময় রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে তাঁর মাদকচক্রের সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত পান তদন্তকারীরা । এরপর বিষয়টি খতিয়ে দেখার জন্য NCB-কে লিখিভভাবে অনুরোধ করা হয় ED-র তরফে । রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে NCB ।

আরও পড়ুন : গ্রেপ্তার হতে প্রস্তুত রিয়া, বললেন আইনজীবী

এরপর তদন্তে নেমে সৌভিক ও স্যামুয়েলকে গ্রেপ্তার করে NCB । গতকাল গ্রেপ্তার হয় সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকে । এদিকে আজ সকালে NCB দপ্তরে হাজিরার জন্য সমন পাঠানো হয় রিয়াকে । সমন পেয়ে বেলা 12টা নাগাদ NCB-র দপ্তরে হাজিরা দেন অভিনেত্রী । আজই তাঁকে গ্রেপ্তার করা হবে বলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে । তবে তার জন্য অবশ্য রিয়া প্রস্তুত রয়েছেন বলে জানান তাঁর আইনজীবী সতীশ মানশিন্দে ।

মুম্বই : ড্রাগ লেনেদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক । 4 সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। আর এবার গ্রেপ্তারির তালিকায় রিয়া রয়েছেন বলে কটাক্ষের সুরে সঙ্গে জানালেন তাঁর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী ।

দিনকয়েক আগে রিয়ার বাবাকে জিজ্ঞাসাবাদ করে CBI । দু'দিন পরপর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে । সেই সময় অবশ্য তদন্ত নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি । তবে ছেলের গ্রেপ্তারির পরই মুখ খোলেন । গতকাল একটি বিবৃতিতে তিনি বলেন, "অভিনন্দন ভারত, আপনারা আমার ছেলেকে গ্রেপ্তার করেছেন । আমি নিশ্চিত যে এরপরই তালিকায় আছে আমার মেয়ে এবং তারপর কে আছে, তা আমি জানি না । আপনারা খুব সুন্দরভাবে একটি মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করে দিয়েছেন । যদিও বিচারের জন্য অবশ্য সবকিছু ন্যায়সঙ্গত । জয় হিন্দ ।"

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । তারপর যতদিন যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে তাঁর মৃত্যুরহস্য । তাঁর মৃত্যুর জন্য রিয়া সহ ছ'জনের বিরুদ্ধে বিহারের রাজীব নগর থানায় 25 জুলাই FIR দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং । তাঁর অভিযোগ, সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন রিয়া । এছাড়া রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি ।

আরও পড়ুন : রিয়াকে জিজ্ঞাসাবাদ NCB-র

সেই FIR-এর ভিত্তিতে 31 জুলাই আর্থিক তছরুপের মামলা দায়ের করে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তদন্তের সময় রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে তাঁর মাদকচক্রের সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত পান তদন্তকারীরা । এরপর বিষয়টি খতিয়ে দেখার জন্য NCB-কে লিখিভভাবে অনুরোধ করা হয় ED-র তরফে । রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে NCB ।

আরও পড়ুন : গ্রেপ্তার হতে প্রস্তুত রিয়া, বললেন আইনজীবী

এরপর তদন্তে নেমে সৌভিক ও স্যামুয়েলকে গ্রেপ্তার করে NCB । গতকাল গ্রেপ্তার হয় সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকে । এদিকে আজ সকালে NCB দপ্তরে হাজিরার জন্য সমন পাঠানো হয় রিয়াকে । সমন পেয়ে বেলা 12টা নাগাদ NCB-র দপ্তরে হাজিরা দেন অভিনেত্রী । আজই তাঁকে গ্রেপ্তার করা হবে বলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে । তবে তার জন্য অবশ্য রিয়া প্রস্তুত রয়েছেন বলে জানান তাঁর আইনজীবী সতীশ মানশিন্দে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.