ETV Bharat / sitara

মাদক যোগের কথা স্বীকার করতে বলা হয়েছিল, জামিনের আবেদনপত্রে দাবি রিয়ার - রিয়া চক্রবর্তী

জিজ্ঞাসাবাদের সময় জোর করে মাদক যোগের কথা স্বীকার করতে বলা হয়েছিল । 20 পাতার জামিনের আবেদনপত্রে একথা দাবি করেন রিয়া চক্রবর্তী ।

jh
jh
author img

By

Published : Sep 9, 2020, 9:16 PM IST

Updated : Sep 9, 2020, 9:34 PM IST

মুম্বই : টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর গতকাল মাদক যোগের অভিযোগে রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। তাঁকে 14 দিন বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দেয় আদালত । এরপর বিশেষ আদালতে জামিনের আবেদন জানান তিনি । সঙ্গে আবেদনপত্রে মাদক যোগের কথাও অস্বীকার করেছেন । বরং জিজ্ঞাসাবাদের সময় জোর করে তাঁকে মাদক যোগের কথা স্বীকার করতে বলা হয়েছিল বলে তাঁর দাবি ।

গতকাল গ্রেপ্তারের পর রিয়ার জামিনের জন্য সেশন কোর্টে আবেদন করেন তাঁর আইনজীবী । যদিও জামিনের আবেদন খারিজ করে রিয়াকে 14দিন বিচারবিভাগীয় হেপাজতে থাকার নির্দেশ দেয় আদালত । এরপর আজ বিশেষ আদালতে ফের জামিনের জন্য আবেদন জানান অভিনেত্রী । আগামীকাল সেই আবেদন আদালত শুনবে বলে জানা গিয়েছে ।

এদিকে 20 পাতার আবেদনপত্রে রিয়া জানান, তিনি নির্দোষ । কোনও অপরাধ করেননি । এই মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে ।

এছাড়া ওই আবেদনপত্রে আরও লেখা হয়, "আবেদনকারীর বিরুদ্ধে খুব স্বল্প পরিমাণ মাদক কেনার অভিযোগ রয়েছে । সেটা অবশ্য জামিনযোগ্য অপরাধ । তবে আবেদনকারীর বিরুদ্ধে কোনও পাচারকারীর সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি ।" আর জিজ্ঞাসাবাদের সময় তাঁকে জোর করে মাদক যোগের কথা স্বীকার করতে বলা হয়েছিল বলেও আবেদনপত্রে দাবি করেন তিনি ।

জিজ্ঞাসাবাদের জন্য প্রথমবার 6 সেপ্টেম্বর রিয়াকে তলব করে NCB । এরপর 7 ও 8 সেপ্টেম্বরও তলব করা হয় তাঁকে । তারপরই গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয় । এ প্রসঙ্গে আবেদনপত্রের রিয়া জানান, টানা 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদের সময় কোনও আইনি পরামর্শ নিতে দেওয়া হয়নি তাঁকে । এমনকী, একাধিক পুরুষ আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন । সেই সময় সেখানে কোনও মহিলা আধিকারিক ছিলেন না । নিয়ম অনুসারে যা থাকা বাধ্যতামূলক ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগের ইঙ্গিত পাওয়ার পরই তদন্তে নামে NCB । এরপর তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় রিয়া, তাঁর ভাই সৌভিক, সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডা, পরিচারক দীপেশ সাওয়ান্ত, মাদক পাচারকারী জ়াইদ ভিলাত্রা ও আবদেল বসিত পারিহরকে । আদালতে পেশ করা হয় সবাইকে । 23 সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের বিচারবিভাগীয় হেপাজতে থাকার নির্দেশ দেয় আদালত ।

মুম্বই : টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর গতকাল মাদক যোগের অভিযোগে রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। তাঁকে 14 দিন বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দেয় আদালত । এরপর বিশেষ আদালতে জামিনের আবেদন জানান তিনি । সঙ্গে আবেদনপত্রে মাদক যোগের কথাও অস্বীকার করেছেন । বরং জিজ্ঞাসাবাদের সময় জোর করে তাঁকে মাদক যোগের কথা স্বীকার করতে বলা হয়েছিল বলে তাঁর দাবি ।

গতকাল গ্রেপ্তারের পর রিয়ার জামিনের জন্য সেশন কোর্টে আবেদন করেন তাঁর আইনজীবী । যদিও জামিনের আবেদন খারিজ করে রিয়াকে 14দিন বিচারবিভাগীয় হেপাজতে থাকার নির্দেশ দেয় আদালত । এরপর আজ বিশেষ আদালতে ফের জামিনের জন্য আবেদন জানান অভিনেত্রী । আগামীকাল সেই আবেদন আদালত শুনবে বলে জানা গিয়েছে ।

এদিকে 20 পাতার আবেদনপত্রে রিয়া জানান, তিনি নির্দোষ । কোনও অপরাধ করেননি । এই মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে ।

এছাড়া ওই আবেদনপত্রে আরও লেখা হয়, "আবেদনকারীর বিরুদ্ধে খুব স্বল্প পরিমাণ মাদক কেনার অভিযোগ রয়েছে । সেটা অবশ্য জামিনযোগ্য অপরাধ । তবে আবেদনকারীর বিরুদ্ধে কোনও পাচারকারীর সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি ।" আর জিজ্ঞাসাবাদের সময় তাঁকে জোর করে মাদক যোগের কথা স্বীকার করতে বলা হয়েছিল বলেও আবেদনপত্রে দাবি করেন তিনি ।

জিজ্ঞাসাবাদের জন্য প্রথমবার 6 সেপ্টেম্বর রিয়াকে তলব করে NCB । এরপর 7 ও 8 সেপ্টেম্বরও তলব করা হয় তাঁকে । তারপরই গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয় । এ প্রসঙ্গে আবেদনপত্রের রিয়া জানান, টানা 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদের সময় কোনও আইনি পরামর্শ নিতে দেওয়া হয়নি তাঁকে । এমনকী, একাধিক পুরুষ আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন । সেই সময় সেখানে কোনও মহিলা আধিকারিক ছিলেন না । নিয়ম অনুসারে যা থাকা বাধ্যতামূলক ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগের ইঙ্গিত পাওয়ার পরই তদন্তে নামে NCB । এরপর তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় রিয়া, তাঁর ভাই সৌভিক, সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডা, পরিচারক দীপেশ সাওয়ান্ত, মাদক পাচারকারী জ়াইদ ভিলাত্রা ও আবদেল বসিত পারিহরকে । আদালতে পেশ করা হয় সবাইকে । 23 সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের বিচারবিভাগীয় হেপাজতে থাকার নির্দেশ দেয় আদালত ।

Last Updated : Sep 9, 2020, 9:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.