মুম্বই : শুটিং থেকে শুরু করে এডিটিং সব শেষ । মুক্তির অপেক্ষায় রয়েছে 'সূর্যবংশী' ও '83'। কথা ছিল এ বছরের মার্চে মুক্তি পাবে ছবি দুটি । কিন্তু, কোরোনাভাইরাস দেশে থাবা বসানোর কারণে তা আর সম্ভব হয়নি । এ বছরের শেষের দিকে পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশাবাদী নির্মাতারা । আসলে তাঁরা চান ছবি দুটি যেন মুক্তি পায় সিনেমা হলে । তবে বছরের শেষের দিকে পরিস্থিতি ঠিক না হলে আর অপেক্ষা করতে চান না তাঁরা । সেই সময় ছবি দুটি ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ় করা হতে পারে ।
রোহিত শেট্টি পরিচালিত 'সূর্যবংশী'-র মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ । অক্ষয়ের চরিত্রের নাম ACP ভীর সূর্যবংশী । একজন ATS-এর চিফ । সন্ত্রাসবাদীদের হাত থেকে কীভাবে মুম্বইকে বাঁচাবেন সেটাই তুলে ধরা হবে ছবিতে । এছাড়া ছবির ক্যামিও চরিত্রে দেখা যাবে অজয় দেবগন ও রণবীর সিংকে । মার্চে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি ।
অন্যদিকে, রণবীর সিং অভিনীত ছবি '83'। সেখানে কপিল দেবের চরিত্রে অভিনয় করবেন তিনি । ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে । 1983 সালে ভারতের বিশ্বকাপ জয়কে কেন্দ্র করেই ছবিটি তৈরি করা হয়েছে । কবীর খান পরিচালিত এই ছবি মুক্তির পাওয়ার কথা ছিল এপ্রিলে ।
কিন্তু, মার্চের শুরুর দিকেই দেশে থাবা বসায় কোরোনা । বন্ধ হয়ে যায় ছবির শুটিং ও সিনেমা হল । তার সঙ্গেই পিছিয়ে যায় বলিউডের একাধিক বিগ বাজেটের ছবি মুক্তির তারিখ । সেই তালিকায় ছিল 'সূর্যবংশী' ও '83'। এদিকে সেই সময় ডিজিটালে মুক্তি পায় একাধিক ছবি । কিন্তু, প্রথম থেকেই এই ছবি দুটি ডিজিটালে রিলিজ় করার পক্ষে ছিলেন না নির্মাতারা । বছরের শেষের দিকে পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশাবাদী তাঁরা ।
এ প্রসঙ্গে একটি টুইট করা হয় রিলায়েন্স এন্টারটেনমেন্টের তরফে । জানানো হয়, "দিওয়ালি ও ক্রিসমাসে মুক্তি পাবে 'সূর্যবংশী' ও '83'। সেই সময় পরিস্থিতি ঠিক হয়ে সিনেমা হল খুলে যাবে বলে আশাবাদী আমরা ।"
-
We are very confident that the ongoing theatrical exhibition situation will improve much in time for the release of our awaited films, Sooryavanshi and 83, this Diwali and Christmas, respectively. pic.twitter.com/sHr0fhMgBm
— Reliance Entertainment (@RelianceEnt) August 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We are very confident that the ongoing theatrical exhibition situation will improve much in time for the release of our awaited films, Sooryavanshi and 83, this Diwali and Christmas, respectively. pic.twitter.com/sHr0fhMgBm
— Reliance Entertainment (@RelianceEnt) August 23, 2020We are very confident that the ongoing theatrical exhibition situation will improve much in time for the release of our awaited films, Sooryavanshi and 83, this Diwali and Christmas, respectively. pic.twitter.com/sHr0fhMgBm
— Reliance Entertainment (@RelianceEnt) August 23, 2020
ছবি দুটিকে ডিজিটালে রিলিজ় করা প্রসঙ্গে রিলায়েন্স এন্টারটেনমেন্টের CEO শিবাশিস সরকার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "আমরা 100 শতাংশ চাই যেন ছবি দুটি হলে মুক্তি পায় । তবে আমরা আর দেরি করতে চাই না । দিওয়ালি ও ক্রিসমাসে পরিস্থিতি ঠিক না হলে আর ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেব না । আমাদের প্রথম ইচ্ছে যে ছবিগুলি থিয়েটারে মুক্তি পাক ।"