মুম্বই : নিজের জীবনকে পরদায় দেখতে কেমন লাগে ? বাস্তবে যতই যন্ত্রণা অনিশ্চয়তার মধ্যে দিয়ে জীবন কাটুক না কেন, পরদায় তা দেখলে রূপকথার থেকে কিছু অংশে কম লাগে না । ঠিক যেমন লাগছে এয়ারফোর্স পাইলট গুঞ্জন সাক্সেনার, যিনি 1999 সালের কার্গিল যুদ্ধে 'চিতা' হেলিকপ্টার উড়িয়েছিলেন ।
গুঞ্জন লিখেছেন, "জাহ্নবী কাপুরের ভয়েজ় ওভারে আমি যখন আমার জীবনের মন্তাজ দেখলাম, মনে হল এরঝাঁক স্মৃতি একটা সুন্দর গল্পের মতো আমার সামনে ভেসে উঠল । এটা খুব কমই হয় ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তিন বছর আগে থেকে এই সিনেমার জার্নি শুরু হয়েছে । তা পরিণতি পাওয়ার সময় এসেছে এবার, মনে করেন গুঞ্জন । তিনি লিখেছেন, "শরনের সঙ্গে কি ভালো একটা জার্নি ছিল এটা । আমার জীবনকে ফুটিয়ে তুলতে ওঁর সততা, সিনসিয়ারিটি, মানবিকতাকে আমি সবসময় সম্মান করে এসেছি ।"
শরন হলেন এই ছবির পরিচালক । আর গুঞ্জনের চরিত্রে অভিনয় করছেন জাহ্নবী কাপুর । এটি তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় ছবি । তাও আবার এমন এক গুরুত্বপূর্ণ চরিত্রে । বেশ একটা চাপ রয়েছে অভিনেত্রীর ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
নেটফ্লিক্সে খুব তাড়াতাড়ি মুক্তি পাবে 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' ।