ETV Bharat / sitara

ভোজপুরিতে তৈরি হতে পারে মোদির বায়োপিক

অভিনেতা ও রাজনীতিবিদ রবি কিষণ ভোজপুরিতে তৈরি করতে পারেন মোদির বায়োপিক। ANI সূত্রে জানা যাচ্ছে এই খবর।

Modi Biopic in Bhojpuri
author img

By

Published : Sep 9, 2019, 5:35 PM IST

পাটনা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি BJP সাংসদ ও অভিনেতা রবি কিষণের জন্য এক মস্ত বড় অনুপ্রেরণা। তাই তাঁর জীবন ভোজপুরি ভাষায় ফুটিয়ে তুলতে চান অভিনেতা।

ANI কে রবি বলেন, "ওঁর ব্যক্তিত্ব, কাজ করার স্টাইল এবং যেভাবে উনি নিজের দেশকে সবার আগে রাখেন- এই সবকিছু আমায় অনুপ্রাণিত করে। ওঁর মতো লিডার প্রতিদিন জন্মায় না।" পাটনার BJP অফিসে একটা কনফারেন্সের পর জানালেন রবি।

2017 সালে রবি কংগ্রেস পার্টি ছেড়ে BJP-তে জয়েন করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে তিনি গোরক্ষপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান ও তিন লাখের বেশি ভোটে জয়লাভ করেন।

এর আগে মোদির জীবনের উপর হিন্দিতে তৈরি হয়েছে 'PM নরেন্দ্র মোদি'। সেখানে মোদির ভূমিকায় অভিনয় করেছিলেন বিবেক ওবেরয়।

পাটনা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি BJP সাংসদ ও অভিনেতা রবি কিষণের জন্য এক মস্ত বড় অনুপ্রেরণা। তাই তাঁর জীবন ভোজপুরি ভাষায় ফুটিয়ে তুলতে চান অভিনেতা।

ANI কে রবি বলেন, "ওঁর ব্যক্তিত্ব, কাজ করার স্টাইল এবং যেভাবে উনি নিজের দেশকে সবার আগে রাখেন- এই সবকিছু আমায় অনুপ্রাণিত করে। ওঁর মতো লিডার প্রতিদিন জন্মায় না।" পাটনার BJP অফিসে একটা কনফারেন্সের পর জানালেন রবি।

2017 সালে রবি কংগ্রেস পার্টি ছেড়ে BJP-তে জয়েন করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে তিনি গোরক্ষপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান ও তিন লাখের বেশি ভোটে জয়লাভ করেন।

এর আগে মোদির জীবনের উপর হিন্দিতে তৈরি হয়েছে 'PM নরেন্দ্র মোদি'। সেখানে মোদির ভূমিকায় অভিনয় করেছিলেন বিবেক ওবেরয়।

Intro:Body:

ভোজপুরিতে তৈরি হতে পারে মোদির বায়োপিক



অভিনেতা ও রাজনীতিবিদ রবি কিষণ ভোজপুরিতে তৈরি করতে পারেন মোদির বায়োপিক। ANI সূত্রে জানা যাচ্ছে এই খবর।



পাটনা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবি কিষণের জন্য এক মস্ত বড় অনুপ্রেরণা। তাই তাঁর জীবন ভোজপুরি ভাষায় ফুটিয়ে তুলতে চান অভিনেতা।



ANI কে রবি বলেন, "ওঁর ব্যক্তিত্ব, কাজ করার স্টাইল এবং যেভাবে উনি নিজের দেশকে সবার আগে রাখেন- এই সবকিছু আমায় অনুপ্রাণিত করে। ওঁর মতো লিডার প্রতিদিন জন্মায় না।" পাটনার BJP অফিসে একটা কনফারেন্সের পর জানালেন রবি।



2017 সালে কিষণ কংগ্রেস পার্টি ছেড়ে BJP-তে জয়েন করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে তিনি গোরক্ষপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান ও তিন লাখের বেশি ভোটে জয়লাভ করেন।





এর আগে মোদির জীবনের উপর হিন্দিতে তৈরি হয়েছে 'PM নরেন্দ্র মোদি'। সেখানে মোদির ভূমিকায় অভিনয় করেছিলেন বিবেক ওবেরয়।






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.