মুম্বই : এই জন্মে তো হল না । তাই পরের জন্মের জন্য এখনই রবিনা ট্যান্ডনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এক ফ্যান । তবে রবিনা জানান, সাত জন্মের জন্য আগে থেকেই বুকড রয়েছেন তিনি । তাই পরের জন্মের জন্য সম্ভব হবে না ।
মুম্বইতে এখন খুবই গরম । আর সেটাই খুব স্বাভাবিক বিষয় । এদিকে এতদিন হাতে কোনও কাজ না থাকলেই ঘুরতে যেতেন তারকারা । কিন্তু, এই বছরটা অন্য বছরগুলির থেকে একেবারেই আলাদা । কোরোনা থাবা বাসিয়েছে বিশ্বের প্রায় সব দেশেই । তাই কোরোনা সংক্রমণের আশঙ্কায় এখন ইচ্ছে ও সময় থাকা সত্ত্বেও ঘুরতে যেতে পারছেন না তাঁরা । অগত্যা বাড়িতেই কাটছে সময় । একই অবস্থা রবিনারও ।
গরমের মধ্যে বাড়িতেই বসে রয়েছেন তিনি । আর বরফে ঢাকা পাহাড়ের দেশে ঘুরতে যাওয়ার ছবি উলটে পালটে দেখছেন । বেশ কিছু ছবি সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করেন রবিনা । কয়েকটি ছবিতে বরফের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ছবির ক্যাপশনে লেখেন, "যখন গ্রীষ্মকালকে আর নেওয়া যায় না তখন আমার মন নরম ও সতেজ বরফে ঢাকা জায়গায় ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখে..."।
ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করেন ফ্যানরা । সেখানেই একজন লেখেন, "রবিনা ম্যাম পরের জন্মে আপনি আমায় বিয়ে করবেন !" এর উত্তরে রবিনা লেখেন, "খুবই দুঃখিত, সাত জন্মের জন্য ইতিমধ্যেই আমি বুকড ।"
আবার কেউ লেখেন, "যখনই আমি আপনাকে দেখি তখনই আপনার প্রেমে পড়ে যাই ।" তবে শুধু সাধারণ মানুষই নন । ব়্যাপার বাদশার প্রথম ক্রাশ ছিলেন রবিনাই । সম্প্রতি ফ্যানদের সঙ্গে কথা বলার একথা নিজেই জানান বাদশা ।