ETV Bharat / sitara

OTT প্ল্যাটফর্মে ইঁদুরদৌড় নেই, খুশি রসিকা - রসিকা দুগলের খবর

OTT প্ল্যাটফর্মে বেশ একটা জায়গা তৈরি করে ফেলেছেন রসিকা দুগল । 'মির্জ়াপুর', 'দিল্লি ক্রাইম', 'অ্যা সুইটেবল বয়'-এর মতো একাধিক প্রজেক্টে দেখা গেছে তাঁকে । এই প্ল্যাটফর্মের বেশ কয়েকটি গুণের মধ্যে একটি বেশ পছন্দ রসিকার । ইঁদুরদৌড়টা নেই এখানে, মনে করেন অভিনেত্রী ।

rasika dugal on OTT platform
rasika dugal on OTT platform
author img

By

Published : Oct 31, 2020, 2:05 PM IST

মুম্বই : একটু একটু করে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছিল OTT প্ল্যাটফর্মগুলো । আর কোরোনার পর তো এক ধাক্কায় অনেকটা এগিয়ে গেছে এই ডিজিটাল দুনিয়া । একে তো সিনেমা হলে যাওয়ার সমস্যা, অন্যদিকে ছবি মুক্তির হাজার ঝক্কি..সব মিলিয়ে OTT প্ল্যাটফর্মগুলোকে বেছে নিয়েছেন অনেকেই । একাধিক বড় তারকাও মেনে নিয়েছেন OTT-র কার্যকারিতা ।

OTT প্ল্যাটফর্মের নিয়মিত অভিনেত্রী রসিকা দুগল বেশ খুশি এই পরিবর্তনে । তাঁর মতে, কোনও নিরাপত্তাহীনতা ছাড়া এবার এই ডিজিটাল দুনিয়াকে গ্রহণ করার সময় এসেছে ।

IANS-কে অভিনেত্রী বলেন, "আর ভয় নয়, এবার OTT স্পেসকে গ্রহণ করে নেওয়াই ভালো । আর আমি আশা করি যে, এখানে কোনও ইঁদুরদৌড়টা থাকবে না । এতদিন অবধি তো তেমন কিছু তৈরি হয়নি এই প্ল্যাটফর্মে ।"

rasika dugal on OTT platform
.

একই দিনে দুই আলাদা OTT প্ল্যাটফর্মে রসিকা অভিনীত 'মির্জ়াপুর' সিজ়ন 2 এবং 'অ্যা সুইটেবল বয়' রিলিজ় করেছে । একই দিনে দুই একেবারে ভিন্নধর্মী চরিত্রে তিনি । একটিতে (মির্জ়াপুর) গ্য়াংস্টারের স্ত্রীয়ের চরিত্রে, যে একজন ভুলে ভরা মানুষ । এবং অন্যটিতে আদ্যোপান্ত সাদামাটা এক চরিত্রে রয়েছেন তিনি ।

মুম্বই : একটু একটু করে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছিল OTT প্ল্যাটফর্মগুলো । আর কোরোনার পর তো এক ধাক্কায় অনেকটা এগিয়ে গেছে এই ডিজিটাল দুনিয়া । একে তো সিনেমা হলে যাওয়ার সমস্যা, অন্যদিকে ছবি মুক্তির হাজার ঝক্কি..সব মিলিয়ে OTT প্ল্যাটফর্মগুলোকে বেছে নিয়েছেন অনেকেই । একাধিক বড় তারকাও মেনে নিয়েছেন OTT-র কার্যকারিতা ।

OTT প্ল্যাটফর্মের নিয়মিত অভিনেত্রী রসিকা দুগল বেশ খুশি এই পরিবর্তনে । তাঁর মতে, কোনও নিরাপত্তাহীনতা ছাড়া এবার এই ডিজিটাল দুনিয়াকে গ্রহণ করার সময় এসেছে ।

IANS-কে অভিনেত্রী বলেন, "আর ভয় নয়, এবার OTT স্পেসকে গ্রহণ করে নেওয়াই ভালো । আর আমি আশা করি যে, এখানে কোনও ইঁদুরদৌড়টা থাকবে না । এতদিন অবধি তো তেমন কিছু তৈরি হয়নি এই প্ল্যাটফর্মে ।"

rasika dugal on OTT platform
.

একই দিনে দুই আলাদা OTT প্ল্যাটফর্মে রসিকা অভিনীত 'মির্জ়াপুর' সিজ়ন 2 এবং 'অ্যা সুইটেবল বয়' রিলিজ় করেছে । একই দিনে দুই একেবারে ভিন্নধর্মী চরিত্রে তিনি । একটিতে (মির্জ়াপুর) গ্য়াংস্টারের স্ত্রীয়ের চরিত্রে, যে একজন ভুলে ভরা মানুষ । এবং অন্যটিতে আদ্যোপান্ত সাদামাটা এক চরিত্রে রয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.