মুম্বই : অনেকদিন ধরেই কপিল দেবের লুকে রণবীরকে দেখার জন্য মুখিয়ে দর্শক। অবশেষে সেই অপেক্ষা মিটল। সামনে এল রণবীরের প্রথম লুক। প্রকাশিত ছবিতে কপিল দেবের সঙ্গে রণবীরের লুকের ফারাক খুঁজে বের করাই মুশকিল।
ছবিটি শেয়ার করে রণবীর লিখেছেন, "আমার জীবনের এই বিশেষ দিনে সামনে আনছি 'দা হরিয়ানা হ্যারিকেন' অর্থাৎ কপিল দেবকে।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আপাতত রণবীর UK-তে রয়েছেন। সেখানেই জোরকদমে চলছে '৮৩'-র শুটিং। সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোনও। তিনি এখানে কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার ভূমিকায় অভিনয় করছেন।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">