ETV Bharat / sitara

"তুমি আমায় সম্পূর্ণ করেছ", রণবীরকে বললেন দীপিকা - রণবীর সিংয়ের খবর

দু'টো বছর একসঙ্গে কেটে গেল দেখতে দেখতে । একে অপরের সঙ্গে প্রেমে, নির্ভরতায়, নৈকট্যে আরও সমৃদ্ধ হলেন দীপিকা-রণবীর । স্বামীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন অভিনেত্রী ।

Ranveer singh and deepika padukone wedding
Ranveer singh and deepika padukone wedding
author img

By

Published : Nov 14, 2020, 1:25 PM IST

মুম্বই : ঠিক দু'বছর আগে আজকের দিনের ইটালির লেক কোমোতে সাত পাকে বাঁধা পড়েছিলেন দীপিকা আর রণবীর । সে এক স্বপ্নের মতো বিয়ে ছিল ! মাঝে বদলেছে অনেক কিছু । শুধু বদলায়নি তাঁদের প্রেম । যেন আরও বেশি করে দু'জন দু'জনকে পেয়েছেন তাঁরা এই কয়েকদিনে ।

বিশেষ দিনে স্বামীর সঙ্গে তোলা কিছু না দেখা ছবি শেয়ার করলেন দীপিকা । ছবিটি কোথায় তোলা ঠিক বোঝা যাচ্ছে না । বোঝার খুব একটা দরকারও নেই । কারণ সেই ছবির মূল বক্তব্য দীপিকা-রণবীরের কেমিস্ট্রি ।

একে অপরকে আলতো ছোঁয়ায় জড়িয়ে রয়েছেন তাঁরা । পিছনে লেকের জল টলমল করছে । সম্ভবত লেক কোমোতেই সেই ফোটোশুটটি করা হয়েছে । নিজেদের বিয়ের স্মৃতিকে মন করতেই তাঁরা পাড়ি জমিয়েছেন সুদূর ইটালিতে ।

"তুমি আমায় সম্পূর্ণ করেছ", রণবীরের উদ্দেশে এমনটাই লিখলেন দীপিকা । সোশাল মিডিয়ায় সেলেব থেকে শুরু করে নেটিজেনদের শুভেচ্ছার বন্যা বইছে এই ছবি দেখে । বেশ অনেকদিন পর দম্পতির এই উষ্ণ ছবি ঝড় তুলেছে টুইটার-ইনস্টাগ্রামে ।

দেখে নিন...

মুম্বই : ঠিক দু'বছর আগে আজকের দিনের ইটালির লেক কোমোতে সাত পাকে বাঁধা পড়েছিলেন দীপিকা আর রণবীর । সে এক স্বপ্নের মতো বিয়ে ছিল ! মাঝে বদলেছে অনেক কিছু । শুধু বদলায়নি তাঁদের প্রেম । যেন আরও বেশি করে দু'জন দু'জনকে পেয়েছেন তাঁরা এই কয়েকদিনে ।

বিশেষ দিনে স্বামীর সঙ্গে তোলা কিছু না দেখা ছবি শেয়ার করলেন দীপিকা । ছবিটি কোথায় তোলা ঠিক বোঝা যাচ্ছে না । বোঝার খুব একটা দরকারও নেই । কারণ সেই ছবির মূল বক্তব্য দীপিকা-রণবীরের কেমিস্ট্রি ।

একে অপরকে আলতো ছোঁয়ায় জড়িয়ে রয়েছেন তাঁরা । পিছনে লেকের জল টলমল করছে । সম্ভবত লেক কোমোতেই সেই ফোটোশুটটি করা হয়েছে । নিজেদের বিয়ের স্মৃতিকে মন করতেই তাঁরা পাড়ি জমিয়েছেন সুদূর ইটালিতে ।

"তুমি আমায় সম্পূর্ণ করেছ", রণবীরের উদ্দেশে এমনটাই লিখলেন দীপিকা । সোশাল মিডিয়ায় সেলেব থেকে শুরু করে নেটিজেনদের শুভেচ্ছার বন্যা বইছে এই ছবি দেখে । বেশ অনেকদিন পর দম্পতির এই উষ্ণ ছবি ঝড় তুলেছে টুইটার-ইনস্টাগ্রামে ।

দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.