মুম্বই : উইকেন্ডের শুরুটা বেশ ভালোই করলেন রণবীর সিং । স্ত্রী দীপিকা পাড়ুকোনকে পাশে নিয়ে ছবি শেয়ার করলেন দারুণ ।
টুপি আর সানগ্লাস পরা সিংয়ের পাশে মুখ আড়াল করে বসে দীপিকা । শুধু দেখা যাচ্ছে তাঁর বড় বড় চোখদু'টো ।
ছবিটি শেয়ার করে রণবীর লিখেছেন, 'পিক-অ্যা-বু' অর্থাৎ বাংলায় যাকে বলে, টুকি! মাত্র দু'ঘণ্টা আগে শেয়ার করা এই ছবি ইতিমধ্যেই সাড়ে সাত লক্ষ লাইক পেয়ে গেছে ।
আজকাল দীপিকার সঙ্গে খুব বেশি ছবি শেয়ার করেন না রণবীর । তাঁর সোশাল মিডিয়ায় বেশিরভাগ প্রোমোশনাল পোস্ট । তাই ব্যক্তিগত জীবনের একটু-আধটু ঝলক পেলে মন ভালো হয়ে যায় অনুরাগীদের ।
দেখে নিন....
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">