ETV Bharat / sitara

'হ্যারিকেন' হয়ে ওঠার প্রস্তুতি চলছে রণবীরের - Kapil Dev

'হরিয়ানা হ্যারিকেন' বলা হত কপিল দেবকে। আর তাঁর চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং।

রণবীর সিং
author img

By

Published : May 26, 2019, 8:20 AM IST

মুম্বই : রণবীর সিংয়ের অভিনয় দক্ষতা আজ প্রশ্নাতীত। বিশেষ করে 'গালি বয়'-র সাফল্যের পর এটা একটা প্রতিষ্ঠিত সত্যি। আর তাঁর আগামী ছবি '৮৩' তেও দর্শক তাঁকে নিয়ে অনেক প্রত্যাশা রেখেছেন।

'৮৩'-তে রণবীর কপিল দেবের ভূমিকায়। তাঁকে একসময় 'হরিয়ানা হ্যারিকেন' বলা হত। সেই মানুষটিকে পরদায় ফুটিয়ে তুলতে রীতিমতো ট্রেনিং চলছে রণবীরের।

রণবীর সিং
কপিল দেবের সঙ্গে ট্রেনিং পিরিয়ডে রণবীর

সম্প্রতি রণবীর শেয়ার করেছেন সেই বিশেষ মুহূর্তের কিছু ছবি। সেখানে দেখা যাচ্ছে কপিল দেবের সঙ্গে গভীর আলোচনায় মত্ত অভিনেতা। একজন বাধ্য ছাত্রের মতোই তাঁর আচরণ সেখানে।

দেখে নিন রণবীরের সেই পোস্ট...

মুম্বই : রণবীর সিংয়ের অভিনয় দক্ষতা আজ প্রশ্নাতীত। বিশেষ করে 'গালি বয়'-র সাফল্যের পর এটা একটা প্রতিষ্ঠিত সত্যি। আর তাঁর আগামী ছবি '৮৩' তেও দর্শক তাঁকে নিয়ে অনেক প্রত্যাশা রেখেছেন।

'৮৩'-তে রণবীর কপিল দেবের ভূমিকায়। তাঁকে একসময় 'হরিয়ানা হ্যারিকেন' বলা হত। সেই মানুষটিকে পরদায় ফুটিয়ে তুলতে রীতিমতো ট্রেনিং চলছে রণবীরের।

রণবীর সিং
কপিল দেবের সঙ্গে ট্রেনিং পিরিয়ডে রণবীর

সম্প্রতি রণবীর শেয়ার করেছেন সেই বিশেষ মুহূর্তের কিছু ছবি। সেখানে দেখা যাচ্ছে কপিল দেবের সঙ্গে গভীর আলোচনায় মত্ত অভিনেতা। একজন বাধ্য ছাত্রের মতোই তাঁর আচরণ সেখানে।

দেখে নিন রণবীরের সেই পোস্ট...

Intro:Body:

'হ্যারিকেন' হয়ে ওঠার প্রস্তুতি চলছে রণবীরের



'হরিয়ানা হ্যারিকেন' বলা হত কপিল দেবকে। আর তাঁর চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং।



মুম্বই : রণবীর সিংয়ের অভিনয় দক্ষতা আজ প্রশ্নাতীত। বিশেষ করে 'গালি বয়'-র সাফল্যের পর এটা একটা প্রতিষ্ঠিত সত্যি। আর তাঁর আগামী ছবি '৮৩' তেও দর্শক তাঁকে নিয়ে অনেক প্রত্যাশা রেখেছেন।



'৮৩'-তে রণবীর কপিল দেবের ভূমিকায়। তাঁকে একসময় 'হরিয়ানা হ্যারিকেন' বলা হত। সেই মানুষটিকে পরদায় ফুটিয়ে তুলতে রীতিমতো ট্রেনিং চলছে রণবীরের।



সম্প্রতি রণবীর শেয়ার করেছেন সেই বিশেষ মুহূর্তের কিছু ছবি। সেখানে দেখা যাচ্ছে কপিল দেবের সঙ্গে গভীর আলোচনায় মত্ত অভিনেতা। একজন বাধ্য ছাত্রের মতোই তাঁর আচরণ সেখানে।



দেখে নিন রণবীরের সেই পোস্ট...




Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.