মুম্বই : রণবীর সিংয়ের অভিনয় দক্ষতা আজ প্রশ্নাতীত। বিশেষ করে 'গালি বয়'-র সাফল্যের পর এটা একটা প্রতিষ্ঠিত সত্যি। আর তাঁর আগামী ছবি '৮৩' তেও দর্শক তাঁকে নিয়ে অনেক প্রত্যাশা রেখেছেন।
'৮৩'-তে রণবীর কপিল দেবের ভূমিকায়। তাঁকে একসময় 'হরিয়ানা হ্যারিকেন' বলা হত। সেই মানুষটিকে পরদায় ফুটিয়ে তুলতে রীতিমতো ট্রেনিং চলছে রণবীরের।
সম্প্রতি রণবীর শেয়ার করেছেন সেই বিশেষ মুহূর্তের কিছু ছবি। সেখানে দেখা যাচ্ছে কপিল দেবের সঙ্গে গভীর আলোচনায় মত্ত অভিনেতা। একজন বাধ্য ছাত্রের মতোই তাঁর আচরণ সেখানে।
দেখে নিন রণবীরের সেই পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">