মুম্বই : অস্ট্রেলিয়া ও ফিজিতে ফের মুক্তি পেতে চলেছে রণবীর সিং পরিচালিত ছবি 'সিম্বা'। সম্প্রতি সোশাল মিডিয়ায় এই খবর দেন অভিনেতা নিজেই ।
2018 সালে মুক্তি পেয়েছিল 'সিম্বা'। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছিল ছবিটি । রোহিত শেট্টি পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সারা আলি খান । আগেও অস্ট্রেলিয়া ও ফিজিতে মুক্তি পায় এই ছবি । এদিকে চলতি বছরের শুরু থেকেই বিশ্বের বিভিন্ন দেশে থাবা বসাতে শুরু করে কোরোনা । বন্ধ করে দেওয়া হয় সিনেমা হল । তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি । 2 জুলাই সিনেমা হল খুলছে অস্ট্রেলিয়ায় । ওইদিনই ফের সেখানে মুক্তি পাবে 'সিম্বা'।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ইনস্টাগ্রামে ছবির দুটি পোস্টার শেয়ার করেন রণবীর । যেখানে কুল পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে । একটিতে লেখা "ফিজি ব্লকবাস্টার রিটার্নস"। অন্যটিতে অস্ট্রেলিয়ায় মুক্তির কথা বলা হয়েছে । 2 জুলাই অস্ট্রেলিয়ায় সিনেমা হল খোলার সঙ্গে সঙ্গেই সেখানে মুক্তি পাবে ছবিটি । তবে ফিজির তারিখ এখনও পর্যন্ত জানানো হয়নি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
রোহিত শেট্টির 'গোলমাল এগেন' ছবিও ফের মুক্তি পেয়েছে নিউজ়িল্যান্ডে । ইনস্টাগ্রামে পোস্ট করে একথা জানিয়েছিলেন রোহিত নিজেই । এখন পুরোপুরি কোরোনামুক্ত নিউজ়িল্যান্ড । সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করছেন সেখানকার বাসিন্দারা । 25 জুনই সেখানে সিনেমা হল খুলে দেওয়া হয়েছে । আর ওইদিনই মুক্তি পায় ছবিটি ।
তবে শুধু 'গোলমাল এগেন' বা 'সিম্বা' নয় । UAE-তে 11 জুন মুক্তি পায় 'গুড নিউজ়' আর 'ড্রিম গার্ল'। 27 মে থেকে সিনেমা হলের দরজা খুলে দিয়েছে UAE । আর সিনেপ্রেমী মানুষদের হলে আসতে উৎসাহ দেওয়ার জন্যই সেখানে মুক্তি পেতে চলেছে এই দুই ভারতীয় হিট ছবি । আন্তর্জাতিক বাজারেও যে বলিউড ফিল্মের কতটা কদর রয়েছে, তা বোঝা যায় এই খবরে ।