ETV Bharat / sitara

মহিলা ভক্তকে গোলাপ রণবীরের, বদলে পেলেন চুম্বন - kiss

লন্ডনের ভক্তদের সঙ্গে দেখা করার ভিডিয়ো ভাইরাল হয়েছে । রণবীরের সিংয়ের সঙ্গে দেখা করতে ভিড় জমিয়েছিলেন ভক্তরা । তাঁদের মধ্যে হুইলচেয়ারে থাকা এক মহিলা ভক্তের হাতে গোলাপ তুলে দেন অভিনেতা । বদলে মহিলা তাঁর গালে চুম্বন করেন ।

রণবীরের সিং
author img

By

Published : Aug 5, 2019, 6:10 PM IST

Updated : Aug 5, 2019, 8:18 PM IST

লন্ডন : বর্তমানে লন্ডনে রয়েছেন রণবীর সিং । সেখানে তাঁর কাটানো মুহূর্তগুলির ছবি বা ভিডিয়ো ভাইরাল হচ্ছে নিমেষের মধ্যে । ইতিমধ্যে ভক্তদের সঙ্গে তাঁর দেখা করার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গেছে । ভিডিয়োতে দেখা যাচ্ছে, হুইলচেয়ারে থাকা এক বয়স্ক মহিলা ভক্তের সামনে হাঁটু মুড়ে বসে বলিউড নেতা । তাঁকে একটি গোলাপ দেন রণবীর । বদলে ওই মহিলা তাঁর গালে চুম্বন করেন ।

রণবীর লন্ডনের সাউথহল এলাকাতে রয়েছেন । তাঁকে চিনতে সেখানকার ভক্তদের বেশি সময় লাগেনি । তাঁকে ঘিরে জমতে থাকে ভক্তদের ভিড় । কিন্তু বিরক্তি প্রকাশ না করে ঠান্ডা মাথায় সকলের সঙ্গে হাত মেলান অভিনেতা ।

ডিপ নীল সুটে ড্যাশিং লাগছিলেন রণবীর । ভক্তদের মধ্যে অনেকেই সোশাল মিডিয়ায় দেওয়ার জন্য তাঁর সঙ্গে সেল্ফি ও ভিডিয়ো তুলছিলেন ।

লন্ডনের এই এলাকায় মূলত পাকিস্তান ও ভারতের প্রবাসীরা থাকেন । ভিড়ের মধ্যে ভক্তদের কয়েকজন ঢোল বাজিয়ে রণবীরের উপস্থিতি উদযাপন করছিলেন ।

একটি নির্দিষ্ট ভিডিয়ো যা সবথেকে বেশি ভাইরাল হয়েছে, তাতে দেখা গেছে হুইলচেয়ারে থাকা এক মহিলাকে গোলাপ দিচ্ছেন রণবীর । ভিড়ের মধ্যে ওই বয়স্ক মহিলা অপেক্ষা করছিলেন অভিনেতার সঙ্গে দেখা করার । তাঁকে দেখতে পেয়েই হাতে গোলাপ নিয়ে মহিলার সামনে হাঁটু মুড়ে বসে পড়েন রণবীর এবং তাঁর হাতে গোলাপটি তুলে দেন ।

ভক্তদের সঙ্গে সময় কাটালেন রণবীর সিং : দেখুন ভিডিয়ো

গোলাপের বদলে ওই মহিলা রণবীরের গালে চুম্বন করেন । শেষে রণবীর তাঁকে আলিঙ্গন করেন ।

বর্তমানে কবীর খানের '৮৩'-তে অভিনয় করছেন রণবীর । ছবিতে 1983-তে কপিল দেবের নেতৃত্বে ভারতের প্রথম ওয়ার্লড কাপ জেতার গল্পকে বর্ণনা করা হয়েছে ।

ছবিতে রণবীর কপিল দেবের চরিত্রে রয়েছেন । যেখানে দীপিকা পাদুকোন অভিনয় করছেন কপিল দেবের স্ত্রী রোমির চরিত্রে ।

লন্ডন : বর্তমানে লন্ডনে রয়েছেন রণবীর সিং । সেখানে তাঁর কাটানো মুহূর্তগুলির ছবি বা ভিডিয়ো ভাইরাল হচ্ছে নিমেষের মধ্যে । ইতিমধ্যে ভক্তদের সঙ্গে তাঁর দেখা করার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গেছে । ভিডিয়োতে দেখা যাচ্ছে, হুইলচেয়ারে থাকা এক বয়স্ক মহিলা ভক্তের সামনে হাঁটু মুড়ে বসে বলিউড নেতা । তাঁকে একটি গোলাপ দেন রণবীর । বদলে ওই মহিলা তাঁর গালে চুম্বন করেন ।

রণবীর লন্ডনের সাউথহল এলাকাতে রয়েছেন । তাঁকে চিনতে সেখানকার ভক্তদের বেশি সময় লাগেনি । তাঁকে ঘিরে জমতে থাকে ভক্তদের ভিড় । কিন্তু বিরক্তি প্রকাশ না করে ঠান্ডা মাথায় সকলের সঙ্গে হাত মেলান অভিনেতা ।

ডিপ নীল সুটে ড্যাশিং লাগছিলেন রণবীর । ভক্তদের মধ্যে অনেকেই সোশাল মিডিয়ায় দেওয়ার জন্য তাঁর সঙ্গে সেল্ফি ও ভিডিয়ো তুলছিলেন ।

লন্ডনের এই এলাকায় মূলত পাকিস্তান ও ভারতের প্রবাসীরা থাকেন । ভিড়ের মধ্যে ভক্তদের কয়েকজন ঢোল বাজিয়ে রণবীরের উপস্থিতি উদযাপন করছিলেন ।

একটি নির্দিষ্ট ভিডিয়ো যা সবথেকে বেশি ভাইরাল হয়েছে, তাতে দেখা গেছে হুইলচেয়ারে থাকা এক মহিলাকে গোলাপ দিচ্ছেন রণবীর । ভিড়ের মধ্যে ওই বয়স্ক মহিলা অপেক্ষা করছিলেন অভিনেতার সঙ্গে দেখা করার । তাঁকে দেখতে পেয়েই হাতে গোলাপ নিয়ে মহিলার সামনে হাঁটু মুড়ে বসে পড়েন রণবীর এবং তাঁর হাতে গোলাপটি তুলে দেন ।

ভক্তদের সঙ্গে সময় কাটালেন রণবীর সিং : দেখুন ভিডিয়ো

গোলাপের বদলে ওই মহিলা রণবীরের গালে চুম্বন করেন । শেষে রণবীর তাঁকে আলিঙ্গন করেন ।

বর্তমানে কবীর খানের '৮৩'-তে অভিনয় করছেন রণবীর । ছবিতে 1983-তে কপিল দেবের নেতৃত্বে ভারতের প্রথম ওয়ার্লড কাপ জেতার গল্পকে বর্ণনা করা হয়েছে ।

ছবিতে রণবীর কপিল দেবের চরিত্রে রয়েছেন । যেখানে দীপিকা পাদুকোন অভিনয় করছেন কপিল দেবের স্ত্রী রোমির চরিত্রে ।

Intro:Body:

ranveer singh


Conclusion:
Last Updated : Aug 5, 2019, 8:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.