ETV Bharat / sitara

অক্টোবরে জাপানে মুক্তি পাবে 'গালি বয়' - alia bhatt

বিভিন্ন ফেস্টিভাল ঘোরার পর এবার জাপানে মুক্তি পেতে চলেছে রণবীর ও আলিয়া অভিনীত 'গালি বয়' ।

গালি বয়
author img

By

Published : Sep 8, 2019, 12:20 PM IST

মুম্বই : বার্লিন ফিল্ম ফেস্টিভালে প্রিমিয়ার হয়েছিল জ়োয়া আখতার পরিচালিত 'গালি বয়'-র । মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে সেরা ছবির জন্য পুরস্কার জিতে নিয়েছে । এবার অক্টোবরে জাপানে মুক্তি পেতে চলেছে ছবিটি ।

খবর পেয়ে উত্তেজিত রণবীর সিং । তিনি বলেন, "আমি খুব খুশি । জাপানে গালি বয় মুক্তি হচ্ছে আমি খুব গর্বিত । আমি কখনও জাপানে যাইনি তবে এই দেশ সম্পর্কে অনেক বিস্ময়কর জিনিস শুনেছি, শিখেছে ও দেখেছি ।"

ছবিতে একজন র‌্যাপারের চরিত্রে দেখা গেছে রণবীরকে । তিনি বলেন, "আমি আশা করি কোনওদিন সেখানে যাব - গালি বয় জাপানে মুক্তি পাচ্ছে । ছবিটিতে যারা কাজ করেছেন তাঁদের সকলের কাছে এটি আনন্দের খবর, গর্বের মুহূর্ত । আমাদের ছবিটি জাপানের মতো এত বড় দেশে যাচ্ছে । আমরা আশা করি যে, আপনারা সবাই ছবিটি দেখেছেন ও পছন্দ করেছেন ।"

'গালি বয়' র‌্যাপারদের জীবনের উপর ভিত্তি করে তৈরি । ছবিতে রণবীর ও আলিয়া ছাড়াও রয়েছেন কলকি কেকলা, বিজয় রাজ ও সিদ্ধান্ত চতুর্বেদী ।

মুম্বই : বার্লিন ফিল্ম ফেস্টিভালে প্রিমিয়ার হয়েছিল জ়োয়া আখতার পরিচালিত 'গালি বয়'-র । মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে সেরা ছবির জন্য পুরস্কার জিতে নিয়েছে । এবার অক্টোবরে জাপানে মুক্তি পেতে চলেছে ছবিটি ।

খবর পেয়ে উত্তেজিত রণবীর সিং । তিনি বলেন, "আমি খুব খুশি । জাপানে গালি বয় মুক্তি হচ্ছে আমি খুব গর্বিত । আমি কখনও জাপানে যাইনি তবে এই দেশ সম্পর্কে অনেক বিস্ময়কর জিনিস শুনেছি, শিখেছে ও দেখেছি ।"

ছবিতে একজন র‌্যাপারের চরিত্রে দেখা গেছে রণবীরকে । তিনি বলেন, "আমি আশা করি কোনওদিন সেখানে যাব - গালি বয় জাপানে মুক্তি পাচ্ছে । ছবিটিতে যারা কাজ করেছেন তাঁদের সকলের কাছে এটি আনন্দের খবর, গর্বের মুহূর্ত । আমাদের ছবিটি জাপানের মতো এত বড় দেশে যাচ্ছে । আমরা আশা করি যে, আপনারা সবাই ছবিটি দেখেছেন ও পছন্দ করেছেন ।"

'গালি বয়' র‌্যাপারদের জীবনের উপর ভিত্তি করে তৈরি । ছবিতে রণবীর ও আলিয়া ছাড়াও রয়েছেন কলকি কেকলা, বিজয় রাজ ও সিদ্ধান্ত চতুর্বেদী ।

Intro:Body:

Gulli boy


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.