মুম্বই : রাণু মণ্ডল এখন স্টার। কোনও এক অনুষ্ঠানে পারফর্ম করতে গেছিলেন তিনি। সেখানে তাঁকে ঘিরে বেশ ভালোই ভিড় হয়েছিল। তারই মধ্যে একজন অনুরাগী খুব উৎসাহ নিয়ে এগিয়ে এলেন ছবি তুলতে। রাণুকে ডাকার জন্য একবার তাঁর হাত ছুঁলেন সেই ভক্ত। সেখানেই বাঁধল গোল।
"হোয়াট ডু ইউ মিন?" বলে রাণু তেড়ে গেলেন সেই মহিলার দিকে। কাঁধে ধাক্কা দিয়ে গায়িকা সেই ভক্তকে বোঝালেন যে, এই কাজটা একেবারেই ঠিক করেননি তিনি। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।
রাণুর এই আকস্মিক ব্যবহারে শকড সেই মহিলা। খুবই অপ্রস্তুত হয়ে পড়লেন তিনি। হেসে তিনি ব্যপারটাকে সহজ করার চেষ্টা করলেন বটে...কিন্তু রাণুর মুখে বিরক্তির অন্ত নেই।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
নেটিজেনরা তুমুল সমালোচনা করেছেন রাণুর এই প্রতিক্রিয়ার। অনেকেই বলেছেন যে, যে মানুষগুলোর জন্য আজ তিনি 'রাণু মণ্ডল', তাঁদেরই এত অশ্রদ্ধা করছেন তিনি? প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাণু মণ্ডলের।