মুম্বই : মুম্বইয়ের 'সুপারস্টার সিঙ্গার' রিয়েলিটি শোয়ে এসেই হিমেশ রেশমিয়ার নজরে পড়েন রাণু মণ্ডল। আর সেখান থেকে আরও বড় স্বপ্নের উড়ান তাঁর, হিন্দি ছবিতে প্লেব্যাকের সুযোগ। সম্প্রতি ফেসবুকে আসা একটি ভিডিয়োতে এবার দেখা যাচ্ছে, রানাঘাটের 'রানুদি' পাড়ি দিয়েছেন দক্ষিণ ভারতে। এক মালয়লম রিয়েলিটি শোয়ে গান গাইলেন তিনি।
সেই অনুষ্ঠানে নিজের প্লেব্যাক করা 'তেরি মেরি কাহানি' তো শোনালেনই, তার সঙ্গে রাণু গাইলেন লতা মঙ্গেশকরের গাওয়া একমাত্র মালয়লম গান 'কদলি কঙ্কাদলি'-ও। বিচারক থেকে শুরু করে শোয়ে আসা সমস্ত দর্শকও তখন উচ্ছ্বসিত গায়িকার মিষ্টি স্বর শুনে।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
হিমেশের সুরে 'হ্যাপি হার্ডি অ্যান্ড হির' ছবিতে রাণুর গাওয়া 'তেরি মেরি কাহানি' গানটি মুক্তি পেয়েছে কিছুদিন হল। সেই গান সুপারহিট হয়েছে। এখনও তাঁর গাওয়া আরও দুটি গান মুক্তির অপেক্ষায়। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি বাংলাদেশেও পাড়ি দেবেন রাণু মণ্ডল। সব মিলিয়ে একটা গোল্ডেন ফেজ়ের মধ্যে দিয়ে যাচ্ছেন গায়িকা।
দেখে নিন সেই মালয়লম রিয়েলিটি শোয়ের ভিডিয়ো...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">