ETV Bharat / sitara

নাম 'প্ল্যাটফর্ম সিঙ্গার রাণু মণ্ডল', ফেব্রুয়ারিতে আসছে রাণুর বায়োপিক - রাণু মণ্ডলের খবর

রাণু মণ্ডলকে নিয়ে হৃষিকেশ মণ্ডলের পরিচালনায় তৈরি হচ্ছে বায়োপিক, এই খবর আগেই এসেছে। এবার সামনে এল বায়োপিকের নাম। 'প্ল্যাটফর্ম সিঙ্গার রাণু মণ্ডল', এই নামেই আসছে রাণুর বায়োপিক।

Ranu Mondal Biopic
author img

By

Published : Sep 24, 2019, 10:25 PM IST

মুম্বই : জাতীয় পুরস্কার বিজেতা সুদীপ্তা চক্রবর্তীকে অ্যাপ্রোচ করা হয়েছে রাণু মণ্ডলের চরিত্রে অভিনয় করার জন্য। কী সিদ্ধান্ত নিলেন সুদীপ্তা? IANS-কে জানালেন অভিনেত্রী।

সুদীপ্তা বললেন, "হ্যাঁ আমায় অফার করা হয়েছে। তবে আমি এখনও স্ক্রিপ্ট পাইনি। স্ক্রিপ্ট পড়েই আমি সিদ্ধান্ত নেব।"

Ranu Mondal Biopic
একটি ছবিতে সুদীপ্তা

এদিকে হৃষিকেশও জানিয়েছেন, "সুদীপ্তা চক্রবর্তীকে অ্যাপ্রোচ করা হয়েছে, তবে এখনও উনি হ্যাঁ করেননি। আমার মনে হয়ে কেউ যদি এই চরিত্রটা সঠিক ভাবে ফুটিয়ে তুলতে পারেন, সেটা একমাত্র সুদীপ্তাদি।"

Ranu Mondal Biopic
.

ছবির নাম 'প্ল্যাটফর্ম সিঙ্গার রাণু মণ্ডল'। যদি সুদীপ্তা তাঁর মতামত জানিয়ে দেন, তাহলে খুব তাড়াতাড়ি বাকি কাস্টিংও নির্বাচন করা হবে। পরের বছর ফেব্রুয়ারি মাসে মুক্তি পেতে পারে এই ছবি, জানালেন হৃষিকেশ।

মুম্বই : জাতীয় পুরস্কার বিজেতা সুদীপ্তা চক্রবর্তীকে অ্যাপ্রোচ করা হয়েছে রাণু মণ্ডলের চরিত্রে অভিনয় করার জন্য। কী সিদ্ধান্ত নিলেন সুদীপ্তা? IANS-কে জানালেন অভিনেত্রী।

সুদীপ্তা বললেন, "হ্যাঁ আমায় অফার করা হয়েছে। তবে আমি এখনও স্ক্রিপ্ট পাইনি। স্ক্রিপ্ট পড়েই আমি সিদ্ধান্ত নেব।"

Ranu Mondal Biopic
একটি ছবিতে সুদীপ্তা

এদিকে হৃষিকেশও জানিয়েছেন, "সুদীপ্তা চক্রবর্তীকে অ্যাপ্রোচ করা হয়েছে, তবে এখনও উনি হ্যাঁ করেননি। আমার মনে হয়ে কেউ যদি এই চরিত্রটা সঠিক ভাবে ফুটিয়ে তুলতে পারেন, সেটা একমাত্র সুদীপ্তাদি।"

Ranu Mondal Biopic
.

ছবির নাম 'প্ল্যাটফর্ম সিঙ্গার রাণু মণ্ডল'। যদি সুদীপ্তা তাঁর মতামত জানিয়ে দেন, তাহলে খুব তাড়াতাড়ি বাকি কাস্টিংও নির্বাচন করা হবে। পরের বছর ফেব্রুয়ারি মাসে মুক্তি পেতে পারে এই ছবি, জানালেন হৃষিকেশ।

Intro:Body:

'প্ল্যাটফর্ম সিঙ্গার রাণু মণ্ডল', এই নামেই আসছে রাণুর বায়োপিক



রাণু মণ্ডলকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক, এই খবর আগেই এসেছে। এবার সামনে এল বায়োপিকের নাম। 'প্ল্যাটফর্ম সিঙ্গার রাণু মণ্ডল', এই নামেই আসছে রাণুর বায়োপিক।



মুম্বই : জাতীয় পুরস্কার বিজেতা সুদীপ্তা চক্রবর্তীকে অ্যাপ্রোচ করা হয়েছে রাণু মণ্ডলের চরিত্রে অভিনয় করার জন্য। কী সিদ্ধান্ত নিলেন সুদীপ্তা? IANS-কে জানালেন অভিনেত্রী।



সুদীপ্তা বললেন, "হ্যাঁ আমায় অফার করা হয়েছে। তবে আমি এখনও স্ক্রিপ্ট পাইনি। স্ক্রিপ্ট পড়েই আমি সিদ্ধান্ত নেব।"



এদিকে হৃষিকেশও জানিয়েছেন, "সুদীপ্তা চক্রবর্তীকে অ্যাপ্রোচ করা হয়েছে, তবে এখনও উনি হ্যাঁ করেননি। আমার মনে হয়ে কেউ যদি এই চরিত্রটা সঠিক ভাবে ফুটিয়ে তুলতে পারেন, সেটা একমাত্র সুদীপ্তাদি।"



ছবির নাম 'প্ল্যাটফর্ম সিঙ্গার রাণু মণ্ডল'। যদি সুদীপ্তা তাঁর মতামত জানিয়ে দেন, তাহলে খুব তাড়াতাড়ি বাকি কাস্টিংও নির্বাচন করা হবে। পরের বছর ফেব্রুয়ারি মাসে মুক্তি পেতে পারে এই ছবি।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.