মুম্বই : সংবাদ সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে রানি মুখার্জিকে । তবে রিল লাইফে নয় । রিয়েল লাইফেই সংবাদ সঞ্চালনা করবেন তিনি । তাঁর আপকামিং ছবি 'মর্দানি ২'-এর প্রোমোশনের অংশ হিসেবে এটি করা হচ্ছে বলে জানা গেছে ।
এই উদ্যোগ সম্পর্কে রানি বলেন, "ভারতে মহিলাদের অনেক ক্ষেত্রেই হেনস্থার শিকার হতে হয় । বেশিরভাগ ক্ষেত্রেই এই অপরাধগুলির সঙ্গে যুক্ত থাকে কোনও না কোনও নাবালক । 'মর্দানি ২' এ বিষয়ে মানুষকে সচেতন করতে উদ্যোগী হয়েছে । সমাজের মধ্যে দ্রুত বাড়তে থাকা এই অপরাধকে দমন করতে সম্পূর্ণ সহযোগিতা করব । আর এই প্রচারের জন্য প্রথমবার সংবাদ সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে আমাকে । একটি সর্বভারতীয় নিউজ় চ্যানেলে গোটা দেশে ঘটতে থাকা একাধিক জুভেনাইল ক্রাইমের খবর তুলে ধরব আমি ।"
সমাজে ঘটতে থাকা এই অপরাধ নিয়ে খুবই চিন্তিত রানি । বলেন, "একজন মহিলা ও মা হিসেবে সমাজে ঘটতে থাকা এই অপরাধীদের জন্য আমার খুব ভয় করে । এরা এমন অপরাধী যাদের কেউ নাম জানে না, মুখ চেনে না । এমনকী, তারা কেউ প্রাপ্তবয়স্কও নয় ।"
'মর্দানি ২' পরিচালনা করেছেন গোপি পুথরন । ছবিতে কোটা শহরে মহিলাদের উপর হওয়া একাধিক অপরাধ তুলে ধরা হবে । সব ঠিক থাকলে 13 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি ।