ETV Bharat / sitara

দক্ষিণ-পূর্ব এশিয়ার 'মোস্ট ইনফ্লুয়েনশিয়াল সিনেমা পার্সোনালিটি' রানি - রানি মুখার্জির খবর

দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বাধিক ইনফ্লুয়েনশিয়াল সিনেমা ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত হলেন রানি মুখার্জি। ANI সূত্রে জানা যাচ্ছে এই খবর।

Rani Mukherjee Most Influential Cinema Personality
author img

By

Published : Nov 9, 2019, 5:40 PM IST

Updated : Nov 9, 2019, 6:13 PM IST

মুম্বই : 'হিচকি' ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার 'মোস্ট ইনফ্লুয়েনশিয়াল সিনেমা পার্সোনালিটি'-র সম্মান পেলেন রানি মুখার্জি। সারা পৃথিবী জুড়ে 250 কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। সিঙ্গাপুরে হওয়া একটি ইভেন্ট এই সম্মানে সম্মানিত হন রানি। আপাতত তিনি সেখানেই আছেন।

Rani Mukherjee Most Influential Cinema Personality
'হিচকি'-র পোস্টার

রানি বলেন, "সর্বাধিক অনুপ্রেরণদায়ক সিনেমা ব্যক্তিত্ব হওয়াটা সত্যিই খুব আনন্দের। একজন অভিনেত্রী হিসেবে, এটা আমার সৌভাগ্য যে আমি এমন ধরনের ছবি করেছি, যেটা দেখে আমি নিজেও অনুপ্রাণিত হয়েছি আর অন্যরাও অনুপ্রাণিত হয়েছেন। কোনও কোনও ক্ষেত্রে পরিবর্তন এসেছে সমাজেও।"

তিনি আরও বলেন, "যে সমস্ত ছবি মানুষের মনে ও মাথায় প্রভাব ফেলে ও এই দুনিয়া সম্পর্কে ভাবতে সাহায্য করে সেই ধরনের ছবি আমার খুব ভালো লাগে। আমার চারপাশে যা ঘটছে, সেটা নিয়ে আওয়াজ তোলা আমার কর্তব্য বলে মনে হয়। 'হিচকি' সেরকমই একটা ছবি।"

Rani Mukherjee Most Influential Cinema Personality
'হিচকি'-তে রানি

শুধুমাত্র 'হিচকি' নয়, 'ব্ল্যাক' বা 'মর্দানি'-র মতো ছবিতেও রানি অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে। তাঁর এই সম্মান প্রাপ্য...মনে করছে বলিউড।

মুম্বই : 'হিচকি' ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার 'মোস্ট ইনফ্লুয়েনশিয়াল সিনেমা পার্সোনালিটি'-র সম্মান পেলেন রানি মুখার্জি। সারা পৃথিবী জুড়ে 250 কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। সিঙ্গাপুরে হওয়া একটি ইভেন্ট এই সম্মানে সম্মানিত হন রানি। আপাতত তিনি সেখানেই আছেন।

Rani Mukherjee Most Influential Cinema Personality
'হিচকি'-র পোস্টার

রানি বলেন, "সর্বাধিক অনুপ্রেরণদায়ক সিনেমা ব্যক্তিত্ব হওয়াটা সত্যিই খুব আনন্দের। একজন অভিনেত্রী হিসেবে, এটা আমার সৌভাগ্য যে আমি এমন ধরনের ছবি করেছি, যেটা দেখে আমি নিজেও অনুপ্রাণিত হয়েছি আর অন্যরাও অনুপ্রাণিত হয়েছেন। কোনও কোনও ক্ষেত্রে পরিবর্তন এসেছে সমাজেও।"

তিনি আরও বলেন, "যে সমস্ত ছবি মানুষের মনে ও মাথায় প্রভাব ফেলে ও এই দুনিয়া সম্পর্কে ভাবতে সাহায্য করে সেই ধরনের ছবি আমার খুব ভালো লাগে। আমার চারপাশে যা ঘটছে, সেটা নিয়ে আওয়াজ তোলা আমার কর্তব্য বলে মনে হয়। 'হিচকি' সেরকমই একটা ছবি।"

Rani Mukherjee Most Influential Cinema Personality
'হিচকি'-তে রানি

শুধুমাত্র 'হিচকি' নয়, 'ব্ল্যাক' বা 'মর্দানি'-র মতো ছবিতেও রানি অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে। তাঁর এই সম্মান প্রাপ্য...মনে করছে বলিউড।

Intro:Body:

দক্ষিণ-পূর্ব এশিয়ার 'মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পার্সোনালিটি' রানি



দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বাধিক ইনফ্লুয়েনশিয়াল সিনেমা ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত হলেন রানি মুখার্জি। ANI সূত্রে জানা যাচ্ছে এই খবর।



মুম্বই : 'হিচকি' ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার 'মোস্ট ইনফ্লুয়েনশিয়াল সিনেমা পার্সোনালিটি'-র সম্মান পেলেন রানি মুখার্জি। সারা পৃথিবী জুড়ে 250 কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। সিঙ্গাপুরে হওয়া একটি ইভেন্ট এই সম্মানে সম্মানিত হন রানি। আপাতত তিনি সেখানেই আছেন।



রানি বলেন, "সর্বাধিক অনুপ্রেরণদায়ক সিনেমা ব্যক্তিত্ব হওয়াটা সত্যিই খুব আনন্দের। একজন অভিনেত্রী হিসেবে, এটা আমার সৌভাগ্য যে আমি এমন ধরনের ছবি করেছি, যেটা দেখে আমি নিজেও অনুপ্রাণিত হয়েছি আর অন্যরাও অনুপ্রাণিত হয়েছেন। কোনও কোনও ক্ষেত্রে পরিবর্তন এসেছে সমাজেও।"



তিনি আরও বলেন, "যে সমস্ত ছবি মানুষের মনে ও মাথায় প্রভাব ফেলে ও এই দুনিয়া সম্পর্কে ভাবতে সাহায্য করে সেই ধরনের ছবি আমার খুব ভালো লাগে। আমার চারপাশে যা ঘটছে, সেটা নিয়ে আওয়াজ তোলা আমার কর্তব্য বলে মনে হয়। 'হিচকি' সেরকমই একটা ছবি।"



শুধুমাত্র 'হিচকি' নয়, 'ব্ল্যাক' বা 'মর্দানি'-র মতো ছবিতেও রানি অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে। তাঁর এই সম্মান প্রাপ্য...মনে করছে বলিউড।


Conclusion:
Last Updated : Nov 9, 2019, 6:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.