ETV Bharat / sitara

নরওয়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ে রানি - রানি মুখোপাধ্যায় ও তাঁর নতুন ছবি

বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায় তাঁর জন্মদিনের দিনই দিলেন সুখবর ৷ তাঁর নতুন ছবি 'মিসেস চ্যাটার্জ্জি ভার্সেস নরওয়ে'৷ আপাতত ছবিটির কাজ চলছে প্রাক্-প্রযোজনা পর্যায়ে ৷

updated news of Rani Mukerji
রানি মুখোপাধ্যায়,ছবি সৌজন্য সোশাল মিডিয়া
author img

By

Published : Mar 21, 2021, 6:09 PM IST

মুম্বই, 21 মার্চ : বলিউডের 'বাবলি' তাঁর 43তম জন্মদিনের দিনই দিলেন ভক্তদের বড় উপহার ৷ তিনি ঘোষণা করলেন তাঁর নতুন ছবির নাম ৷ যেটি হল 'মিসেস চ্যাটার্জ্জি ভার্সেস নরওয়ে' ৷ যার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে করতে দেখাযাবে রানি মুখোপাধ্যায়কে ৷

latest news of Rani Mukerji
রানি মুখোপাধ্যায়,ছবি সৌজন্য সোশাল মিডিয়া

অসীমা ছিব্বের পরিচালিত ও নিখিল আদভানি প্রযোজিত এই ছবিটি বলিউডের মেইনস্ট্রিম ছবি গুলির মতন একদমই নয় ৷ ছবিটি গড়ে উঠেছে একটি দেশের বিরুদ্ধে একজন মায়ের সংগ্রামকে কেন্দ্র করে ৷

রানির কেরিয়ারের মাইলফলক হতে চলেছে এই ছবি ৷ তাঁর কর্মজীবনের 25 বছর পর এই প্রথমবার এই ধরনের কোনও ছবিতে দেখা যেতে চলেছে রানি মুখোপাধ্যায়কে ৷

বহুমুখী প্রতিভাবান এই অভিনেত্রী কখনও পুলিশের চরিত্রে তো আবার কখনও স্ত্রীর চরিত্রে,সব চরিত্রেই নিখুঁত ও যথাযথ অভিনয়ে করে সকলের হৃদয় যে স্থান করে নিয়েছে তা বলার আর অপেক্ষা রাখে না ৷

যাঁরা বলেন,নায়িকারা সারা জীবন লাইমলাইটে পাওয়ার ফুল চরিত্রে থাকতে পারে না,তাঁদের বারবার উপযুক্ত জবাব দিয়েছেন রানি তাঁর নিজের হিট ছবি গুলির মধ্য়ে দিয়ে ৷ তাই আশা করাযায় এই ছবি টিতেও নায়িকা নিরাশ করবেন না তাঁর ভক্তদের ৷

মুম্বই, 21 মার্চ : বলিউডের 'বাবলি' তাঁর 43তম জন্মদিনের দিনই দিলেন ভক্তদের বড় উপহার ৷ তিনি ঘোষণা করলেন তাঁর নতুন ছবির নাম ৷ যেটি হল 'মিসেস চ্যাটার্জ্জি ভার্সেস নরওয়ে' ৷ যার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে করতে দেখাযাবে রানি মুখোপাধ্যায়কে ৷

latest news of Rani Mukerji
রানি মুখোপাধ্যায়,ছবি সৌজন্য সোশাল মিডিয়া

অসীমা ছিব্বের পরিচালিত ও নিখিল আদভানি প্রযোজিত এই ছবিটি বলিউডের মেইনস্ট্রিম ছবি গুলির মতন একদমই নয় ৷ ছবিটি গড়ে উঠেছে একটি দেশের বিরুদ্ধে একজন মায়ের সংগ্রামকে কেন্দ্র করে ৷

রানির কেরিয়ারের মাইলফলক হতে চলেছে এই ছবি ৷ তাঁর কর্মজীবনের 25 বছর পর এই প্রথমবার এই ধরনের কোনও ছবিতে দেখা যেতে চলেছে রানি মুখোপাধ্যায়কে ৷

বহুমুখী প্রতিভাবান এই অভিনেত্রী কখনও পুলিশের চরিত্রে তো আবার কখনও স্ত্রীর চরিত্রে,সব চরিত্রেই নিখুঁত ও যথাযথ অভিনয়ে করে সকলের হৃদয় যে স্থান করে নিয়েছে তা বলার আর অপেক্ষা রাখে না ৷

যাঁরা বলেন,নায়িকারা সারা জীবন লাইমলাইটে পাওয়ার ফুল চরিত্রে থাকতে পারে না,তাঁদের বারবার উপযুক্ত জবাব দিয়েছেন রানি তাঁর নিজের হিট ছবি গুলির মধ্য়ে দিয়ে ৷ তাই আশা করাযায় এই ছবি টিতেও নায়িকা নিরাশ করবেন না তাঁর ভক্তদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.