ETV Bharat / sitara

ল্যান্ডমার্ক ছবি 'ব্ল্যাক', তবে ছবিটি করতে প্রথমে রাজিই ছিলেন না রানি !

রানি মুখার্জি অভিনীত সেরা ছবিগুলোর মধ্যে অন্যতম 'ব্ল্যাক' । শুধু রানির ক্যারিয়ার কেন, ভারতীয় সিনেমার একটি মাইলস্টোন এই ছবি । তবে শুরুতে নাকি 'ব্ল্যাক' করতে রাজিই ছিলেন না রানি ।

author img

By

Published : Feb 4, 2021, 1:46 PM IST

Rani Mukerji not willing to work in black
Rani Mukerji not willing to work in black

মুম্বই : রানি মুখার্জির ক্যারিয়ারে ওঠানামা আছে অনেক । তবে তাঁর কোনও ছবিকে 'খুব খারাপ' ক্যাটেগরির অন্তর্ভুক্ত করা যায় না । কমার্শিয়াল ছবিগুলোতেও রানি নিজের প্রাসঙ্গিকতা ও চরিত্রের গুরুত্ব বজায় রেখেছেন । তবে সব ছবিকে যদি নম্বরের নিরিখে ভাগ করা যায়, তাহলে 'ব্ল্যাক' ছবিটি বোধহয় অনেকটা উপরের দিকেই থাকবে ।

সঞ্জয়লীলা বনসালি পরিচালিত 'ব্ল্যাক' এক প্রতিবন্ধী মেয়ের গল্প । মিশেল, যে কিনা চোখে দেখে না, কানে শোনে না, কথাও বলতে পারে না । অন্ধকার মিশেলের জীবনে আলো নিয়ে আসে তার টিচার বা শিক্ষক (অমিতাভ বচ্চন) । নিজের সমস্ত সীমাবদ্ধতাকে নিয়েও 'ব্ল্যাক' থেকে ধীরে ধীরে আলোয় ফেরে মিশেল ।

Rani Mukerji not willing to work in black
টিচার আর মিশেল

এই মিশেলের চরিত্রে অভিনয় করেছিলেন রানি । শুধু অভিনয় করেননি, সবাইকে এক কথায় বাকরুদ্ধ করে দিয়েছিলেন তিনি । তবে জানেন কি যে, প্রথমে চরিত্রটি করতেই চাননি অভিনেত্রী !

"আমি ভাবিনি যে, এমন চরিত্রে অভিনয় করতে পারব । চরিত্রটার সঙ্গে জাস্টিস করতে পারব কিনা সন্দেহ ছিল আমার । যদিও জানতাম যে চরিত্রটা কি মারাত্মক সুন্দর । আর বনসালির সঙ্গে কাজ করা আমার স্বপ্ন ছিল ।", বললেন রানি ।

তিনি এও বললেন, "সঞ্জয় আমার মধ্যে সম্ভাবনাটা দেখেছিল । ও আমার উপর বিশ্বাসটা রেখেছিল । আর আমি ওঁর উপর বিশ্বাস রেখেছিলাম । মিশেল হয়ে উঠতে সঞ্জয় আমায় ভীষণ সাহায্য করেছিল ।"

Rani Mukerji not willing to work in black
অন্ধকারে মিশেল

আর তার ফল আমরা সবাই দেখতে পেয়েছি । অসংখ্য পুরস্কারে সম্মানিত হন রানি । 'ব্ল্যাক'-ও সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নেয় । সেরা অভিনেতা হিসেবে অমিতাভও পান জাতীয় পুরস্কার । ভারতীয় সিনেমার একটা কাল্ট হয়ে থেকে যায় 'ব্ল্যাক' ।

মুম্বই : রানি মুখার্জির ক্যারিয়ারে ওঠানামা আছে অনেক । তবে তাঁর কোনও ছবিকে 'খুব খারাপ' ক্যাটেগরির অন্তর্ভুক্ত করা যায় না । কমার্শিয়াল ছবিগুলোতেও রানি নিজের প্রাসঙ্গিকতা ও চরিত্রের গুরুত্ব বজায় রেখেছেন । তবে সব ছবিকে যদি নম্বরের নিরিখে ভাগ করা যায়, তাহলে 'ব্ল্যাক' ছবিটি বোধহয় অনেকটা উপরের দিকেই থাকবে ।

সঞ্জয়লীলা বনসালি পরিচালিত 'ব্ল্যাক' এক প্রতিবন্ধী মেয়ের গল্প । মিশেল, যে কিনা চোখে দেখে না, কানে শোনে না, কথাও বলতে পারে না । অন্ধকার মিশেলের জীবনে আলো নিয়ে আসে তার টিচার বা শিক্ষক (অমিতাভ বচ্চন) । নিজের সমস্ত সীমাবদ্ধতাকে নিয়েও 'ব্ল্যাক' থেকে ধীরে ধীরে আলোয় ফেরে মিশেল ।

Rani Mukerji not willing to work in black
টিচার আর মিশেল

এই মিশেলের চরিত্রে অভিনয় করেছিলেন রানি । শুধু অভিনয় করেননি, সবাইকে এক কথায় বাকরুদ্ধ করে দিয়েছিলেন তিনি । তবে জানেন কি যে, প্রথমে চরিত্রটি করতেই চাননি অভিনেত্রী !

"আমি ভাবিনি যে, এমন চরিত্রে অভিনয় করতে পারব । চরিত্রটার সঙ্গে জাস্টিস করতে পারব কিনা সন্দেহ ছিল আমার । যদিও জানতাম যে চরিত্রটা কি মারাত্মক সুন্দর । আর বনসালির সঙ্গে কাজ করা আমার স্বপ্ন ছিল ।", বললেন রানি ।

তিনি এও বললেন, "সঞ্জয় আমার মধ্যে সম্ভাবনাটা দেখেছিল । ও আমার উপর বিশ্বাসটা রেখেছিল । আর আমি ওঁর উপর বিশ্বাস রেখেছিলাম । মিশেল হয়ে উঠতে সঞ্জয় আমায় ভীষণ সাহায্য করেছিল ।"

Rani Mukerji not willing to work in black
অন্ধকারে মিশেল

আর তার ফল আমরা সবাই দেখতে পেয়েছি । অসংখ্য পুরস্কারে সম্মানিত হন রানি । 'ব্ল্যাক'-ও সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নেয় । সেরা অভিনেতা হিসেবে অমিতাভও পান জাতীয় পুরস্কার । ভারতীয় সিনেমার একটা কাল্ট হয়ে থেকে যায় 'ব্ল্যাক' ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.