ETV Bharat / sitara

ভাগ্যবতী রানি - Rani Mukerji on women equality

নিজেকে ভাগ্যবতী মনে করেন রানি মুখার্জি । ন্যাশনাল গার্ল চাইল্ড ডে-তে তাঁর উপলব্ধি খুব গভীর, খুব তৃপ্তিদায়ক ।

Rani Mukerji on women equality
Rani Mukerji on women equality
author img

By

Published : Jan 24, 2021, 4:45 PM IST

মুম্বই : 24 বলিউডে কাটিয়ে ফেললেন রানি মুখার্জি । কমার্শিয়াল ছবির গ্ল্যামারাস নায়িকা তিনি কোনওদিনই ছিলেন না । প্রতি ছবিতেই তাঁর চরিত্রের গুরুত্ব ছিল, প্রাসঙ্গিকতা ছিল । এমন সব নারীচরিত্রে অভিনয় করে নিজেকে খুব ভাগ্য়বতী মনে করছেন রানি ।

তিনি বললেন, "সমাজে নারীদের জায়গা প্রতিষ্ঠা করতে সিনেমার বড় অবদান রয়েছে । সাধারণভাবে মেয়েদের থেকে যা প্রত্যাশা করা হয়, তারা তার থেকে অনেক বেশি কিছু করতে পারে । আর এই সত্যিটাই সিনেমার মাধ্যমে তুলে ধরা যায় ।"

নিজের করা চরিত্রগুলোর কথা মনে করে রানি বলেন, "হাম তুম-এর রিয়া, যুব-র শশী, তলাশ-এর রশনি, বীর জ়ারা-র সামিয়া, ব্ল্যাক-এর মিশেল, মর্দানি-র শিবানী.....আর কত বলব । প্রতিটা চরিত্রই শক্তিশালী নারীচরিত্রের । তারা প্রত্যেকে স্বাধীনচেতা, সাহসী, প্রগতিশীল ।"

Rani Mukerji on women equality
.

আর এমন চরিত্রে অভিনয় করতে পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করেন রানি । আজ ন্যাশনাল গার্ল চাইল্ড ডে-তে এই চরিত্রগুলোই সমাজের কাছে তাঁর অবদান ।

তবে এখানেই শেষ নয় । এমন আরও বহু চরিত্রে অভিনয় করতে চান রানি, যা সমাজকে একটা আয়নার মুখে দাঁড় করাবে এবং মেয়েদের উপযুক্ত জায়গা দিতে শেখাবে ।

মুম্বই : 24 বলিউডে কাটিয়ে ফেললেন রানি মুখার্জি । কমার্শিয়াল ছবির গ্ল্যামারাস নায়িকা তিনি কোনওদিনই ছিলেন না । প্রতি ছবিতেই তাঁর চরিত্রের গুরুত্ব ছিল, প্রাসঙ্গিকতা ছিল । এমন সব নারীচরিত্রে অভিনয় করে নিজেকে খুব ভাগ্য়বতী মনে করছেন রানি ।

তিনি বললেন, "সমাজে নারীদের জায়গা প্রতিষ্ঠা করতে সিনেমার বড় অবদান রয়েছে । সাধারণভাবে মেয়েদের থেকে যা প্রত্যাশা করা হয়, তারা তার থেকে অনেক বেশি কিছু করতে পারে । আর এই সত্যিটাই সিনেমার মাধ্যমে তুলে ধরা যায় ।"

নিজের করা চরিত্রগুলোর কথা মনে করে রানি বলেন, "হাম তুম-এর রিয়া, যুব-র শশী, তলাশ-এর রশনি, বীর জ়ারা-র সামিয়া, ব্ল্যাক-এর মিশেল, মর্দানি-র শিবানী.....আর কত বলব । প্রতিটা চরিত্রই শক্তিশালী নারীচরিত্রের । তারা প্রত্যেকে স্বাধীনচেতা, সাহসী, প্রগতিশীল ।"

Rani Mukerji on women equality
.

আর এমন চরিত্রে অভিনয় করতে পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করেন রানি । আজ ন্যাশনাল গার্ল চাইল্ড ডে-তে এই চরিত্রগুলোই সমাজের কাছে তাঁর অবদান ।

তবে এখানেই শেষ নয় । এমন আরও বহু চরিত্রে অভিনয় করতে চান রানি, যা সমাজকে একটা আয়নার মুখে দাঁড় করাবে এবং মেয়েদের উপযুক্ত জায়গা দিতে শেখাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.