মুম্বই : আসন্ন আন্তর্জাতিক নারী দিবসে কোনও এক অনুপ্রেরণাদায়ক মহিলার নামে নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট উৎসর্গ করতে চলেছেন নরেন্দ্র মোদি । নিজেই এই কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী । খোঁজ চলছে যোগ্য মহিলার । তাঁর দেওয়া এই সুবর্ণ সুযোগ পেতে খুবই উৎসাহী রঙ্গোলি চান্দেল । কোটি কোটি মহিলার মতো তিনিও মোদির চোখে সেই একজন অনুপ্রেরণাদায়ক মহিলা হয়ে উঠতে চান একদিনের জন্য হলেও ।
তবে রঙ্গোলির নিজস্ব উদ্দেশ্য় রয়েছে এই ইচ্ছার পিছনে । তিনি এই সুযোগ নিতে চান, মোদির বিরোধী বা সমালোচকদের কিছু কড়া কথা শোনানোর জন্য । রঙ্গোলি নিজেই জানিয়েছেন সে কথা ।
তিনি লিখেছেন, "মোদিজী, প্লিজ় আমি, প্লিজ় আমি । আপনার সমালোচকদের কিছু কড়া কথা শোনানোর ইচ্ছে আছে আমার । দয়া করে সুযোগ দিন ।"
বরাবরই মোদি সরকারের হয়ে গলা চড়িয়েছেন কঙ্গনা-রঙ্গোলি । প্রো-বিজেপি হিসেবে তাঁদের সুপরিচিতি রয়েছে । তাই রঙ্গোলির এই ইচ্ছা খুব একটা অপ্রত্যাশিত নয় কারও কাছে ।
-
Modi ji me pls me, aapke aalochakon ko kuch khari khoti sunane ka mann hai pls mauka do.... 🥰🙏😁😁😁
— Rangoli Chandel (@Rangoli_A) March 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Modi ji me pls me, aapke aalochakon ko kuch khari khoti sunane ka mann hai pls mauka do.... 🥰🙏😁😁😁
— Rangoli Chandel (@Rangoli_A) March 3, 2020Modi ji me pls me, aapke aalochakon ko kuch khari khoti sunane ka mann hai pls mauka do.... 🥰🙏😁😁😁
— Rangoli Chandel (@Rangoli_A) March 3, 2020
মোদি প্রসঙ্গে একসময়ে কঙ্গনার খোলাখুলি মন্তব্য, "উনি সবথেকে যোগ্য প্রার্থী । বাবা-মায়ের বদান্যতায় উনি এই জায়গাটি অর্জন করেননি । গণতন্ত্রের যোগ্য নেতা উনি । প্রধানমন্ত্রী পদের জন্য আমরা ওঁকেই ভোট দিয়েছি ।"
রঙ্গোলির টুইটে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের ।