মুম্বই : কোরোনা সংক্রমিতের দিক থেকে দেশের মধ্যে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র । আর এই পরিস্থিতিতেই বৃহন্মুম্বই মিউনিপাল কর্পোরেশনের সাফাইকর্মীদের সঙ্গে হাত মেলালেন রণদীপ হুডা । পরিষ্কার করলেন মুম্বইয়ের ভারসোভা সমুদ্র সৈকত ।
সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেতা । যেখানে দেখা গিয়েছে সমুদ্র সৈকতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে প্লাস্টিক । ঢেউয়ের সঙ্গে সঙ্গে কখনও সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে সেগুলি । আবার পরক্ষণে ঢেউয়ের সঙ্গে সঙ্গে সৈকতে ফিরেও আসছে । গ্লাভস ও মাস্ক পরে সমুদ্র সৈকত পরিষ্কার করতে দেখা গিয়েছে রণদীপকে ।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, "সমুদ্র সৈকত পরিষ্কার করার জন্য মুম্বইয়ের বৃষ্টির মধ্যেই BMC-র সাফাইকর্মীদের সাহায্য করলাম । সামাজিক দূরত্ব বজায় রেখে সবকিছু করেছি ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এছাড়া একটি ভিডিয়ো শেয়ার করেছেন রণদীপ । যেখানে তাঁদের সাফাই কাজের ছবি তুলে ধরা হয় । BMC সাফাইকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাফাইয়ের কাজে হাত লাগান তিনিও । সমুদ্র সৈকত থেকে মোট 16টন প্লাস্টিক সাফ করেছেন ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কাজের দিক থেকে 'রাধে' ছবিতে দেখা যাবে রণদীপকে । সেখানে সলমান খান, জ্যাকি শ্রফ, দিশা পাটানির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি ।