ETV Bharat / sitara

ডিজিটাল প্ল্যাটফর্মে এবার পুলিশের চরিত্রে রণদীপ হুডা - Randeep digital debut

সিরিজ়ি পরিচালনা করবেন নীরজ পাঠক । আর যৌথভাবে সিরিজ়টি প্রযোজনা করতে দেখা যআবে পাঠক ও কৃষণ চৌধুরিকে । চলতি বছরের ডিসেম্বরে উত্তরপ্রদেশে সিরিজ়ের শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে ।

sd
asda
author img

By

Published : Nov 27, 2020, 2:04 PM IST

মুম্বই : ডিজিটালে ডেবিউ করতে চলেছেন রণদীপ হুডা । এবার ওয়েব সিরিজ় 'ইন্সপেক্টর অবিনাশ'-এ এক পুলিশ কর্মীর চরিত্রে দেখা যাবে তাঁকে । সত্যি ঘটনা অবলম্বনেই তৈরি করা হবে এই সিরিজ় ।

সিরিজ়ি পরিচালনা করবেন নীরজ পাঠক । আর যৌথভাবে সিরিজ়টি প্রযোজনা করতে দেখা যাবে পাঠক ও কৃষণ চৌধুরিকে । চলতি বছরের ডিসেম্বরে উত্তরপ্রদেশে সিরিজ়ের শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে ।

এই সিরিজ় প্রসঙ্গে রণদীপ বলেন, "আমি নতুন ধরনের চরিত্রে অভিনয় করতে খুবই বালোবাসি । আর সব চরিত্রকেই চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি । ইন্সপেক্টর অবিনাশের মাধ্যমে একটা অসাধারণ চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি । সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হবে এই সিরিজ় ।"

সিরিজ়ে একাধিক অ্যাকশন করতে দেখা যাবে রণদীপকে । পুলিশ কর্মীরা কীভাবে অপরাধীদের ধরতে সক্ষম হন সেটাই তুলে ধরা হবে ছবিতে । ডিসেম্বর থেকে উত্তরপ্রদেশে শুরু হবে সিরিজ়ের শুটিং ।

এই সিরিজ়ে রণদীপকে নেওয়া প্রসঙ্গে পরিচালক বলেন, "এই সিরিজ়ের চরিত্রের জন্য রণদীপ একেবারে আদর্শ । তাঁর চরিত্র একটা আলাদা মাত্রা যোগ করবে ছবিতে । তাঁকে মুখ্য চরিত্র হিসেবে আমরা খুবই খুশি । আমরা ডিসেম্বর থেকে শুটিং শুরু করব ।"

মুম্বই : ডিজিটালে ডেবিউ করতে চলেছেন রণদীপ হুডা । এবার ওয়েব সিরিজ় 'ইন্সপেক্টর অবিনাশ'-এ এক পুলিশ কর্মীর চরিত্রে দেখা যাবে তাঁকে । সত্যি ঘটনা অবলম্বনেই তৈরি করা হবে এই সিরিজ় ।

সিরিজ়ি পরিচালনা করবেন নীরজ পাঠক । আর যৌথভাবে সিরিজ়টি প্রযোজনা করতে দেখা যাবে পাঠক ও কৃষণ চৌধুরিকে । চলতি বছরের ডিসেম্বরে উত্তরপ্রদেশে সিরিজ়ের শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে ।

এই সিরিজ় প্রসঙ্গে রণদীপ বলেন, "আমি নতুন ধরনের চরিত্রে অভিনয় করতে খুবই বালোবাসি । আর সব চরিত্রকেই চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি । ইন্সপেক্টর অবিনাশের মাধ্যমে একটা অসাধারণ চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি । সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হবে এই সিরিজ় ।"

সিরিজ়ে একাধিক অ্যাকশন করতে দেখা যাবে রণদীপকে । পুলিশ কর্মীরা কীভাবে অপরাধীদের ধরতে সক্ষম হন সেটাই তুলে ধরা হবে ছবিতে । ডিসেম্বর থেকে উত্তরপ্রদেশে শুরু হবে সিরিজ়ের শুটিং ।

এই সিরিজ়ে রণদীপকে নেওয়া প্রসঙ্গে পরিচালক বলেন, "এই সিরিজ়ের চরিত্রের জন্য রণদীপ একেবারে আদর্শ । তাঁর চরিত্র একটা আলাদা মাত্রা যোগ করবে ছবিতে । তাঁকে মুখ্য চরিত্র হিসেবে আমরা খুবই খুশি । আমরা ডিসেম্বর থেকে শুটিং শুরু করব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.